| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখিতে খুব ইচ্ছে করে। বড় লেখক হইবার ইচ্ছায় নহে বরং চোখের সামনে ঘটিয়া যাওয়া নানাবিধ ঘটনা একদা এক বালক হৃদয়ে কিরূপ ভাবের সঞ্চার করিয়াছিল তাহা পাঠকের হৃদয়ে ছড়াইয়া দেওয়ার বাসনায় লিখিতে ইচ্ছা জাগে।
জীবনের পরতে পরতে লুকাইয়া থাকা আনন্দ-বেদনা, হাসি-কান্নার কথা, ভালবাসার কথা, আরও কত কি! কত কিছু লিখিতে ইচ্ছা করে।
জগতে চলিতে ফিরিতে কত কিছু দেখিয়াছি। কত কিছু! মানুষের নির্মমতা দেখিয়াছি। মানুষের উদারতা দেখিয়াছি। কপটতা দেখিয়াছি। দুঃখ-কষ্ট, হাসি-কান্না দেখিয়াছি। সেই সব লিখিয়া যাইতে ইচ্ছা করে।
বনের পশু একসময় প্রবল প্রতাপে সারাবন শাসন করিয়া বেড়ায় আর মরিবার সঙ্গেসঙ্গে সবকিছু শেষ হইয়া যায়। অন্য পশুরা তাহার কথা ভূলিয়া যায়। এটাই প্রকৃতির নিয়ম। তুমিতো বনের পশু নও যে একদিন মরিয়া যাইবে আর মরিবার সঙ্গেসঙ্গে সবকিছু সাঙ্গ হইয়া যাইবে। তাহা হইলে তোমাতে আর বনের পশুতে তফাৎ রহিল কোথায়?
তুমি মানুষ। বিধাতা তোমাকে জ্ঞান দিয়াছে, বিদ্যা দিয়াছে, লিখিবার শক্তি দিয়াছে, তুমি লিখিয়া যাইতে থাক। মানুষ পড়িবে। যদি মানব মনে দাগ কাটিতে পার জগত তোমাকে যুগযুগান্তর ধরিয়া মনে রাখিবে। মানব মনে চিরজীবি হইতে চাওয়াতে দোষের কিছুই নাই। সেই জন্যই লিখিতে হইবে।
চলিবে...
২|
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠান্তে অতিব চমৎকৃত হইয়াছি ।
চলিতেই থাকুক ।
৩|
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৪১
সুমন কর বলেছেন: চলুক ।
৪|
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৭
অপূর্ণ রায়হান বলেছেন: চালিয়ে যান ।
ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৯
এমএম মিন্টু বলেছেন: ঠিকয় লেখেছেন ।