নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবিশ্বাসে কিছুই মেলে না

এখানে এখন রাত্রি এসেছে নেমে তবু দেখা যায় দুরে বহু দুরে হেরার রাজতোরণ

ডিজিটালভূত

জন্ম সত্তরে এক আলেম পরিবারে। প্রাইমারী শেষ করার আগেই আব্বা জোর করে মাদরাসায় ঢুকিয়ে দিলেন। মাদরাসায় পড়তে মনে চাইছিল না প্রথমে। পরে মাদারাসার দর্শনই নিজের জীবনের রক্ত-মাংসে, সীরাত-সুরতে আর মন-মস্তিস্কে মিশে গেল। এ নিয়ে গর্ব করি। [email protected]

ডিজিটালভূত › বিস্তারিত পোস্টঃ

তুমি চল আমার সাথে

১৪ ই মে, ২০০৯ সকাল ৯:২৮

তুমি কি যাবে আমার সাথে

সন্ধ্যা নদীর দেশে

শুধু সন্ধ্যা কেন,

সেখানে আছে সুগন্ধা ধানসিড়ি,

আরো আছে কীর্তনখোলা নদী।

তবে সেগুলো তোমাদের নদীর মত নয়,

তোমাদের নদীগুলো একটু সুবিধা বাদী চরিত্রের

রাগ করলে আমার কথায়?

দেখ, সুরমা কুশিয়ারা, আর খোয়াই

বর্ষাকালে তাদের রূপ আর যৌবনের শেষ নেই,

আর অন্য দিনে

মনে হয় ড্রেন বা টঙ্গী শহরের তুরাগ খাল।

বসন্তের কোকিলেরা নাকি এমনি হয়।

আমাদের নদীগুলো সারা বছরই

দু কুল ছাপিয়ে বয়ে যায়,

দিনে দুবারতো অবশ্যই

তীরে বসেই তুমি সে পানিতে খেলা করতে পারবে

তীর ভেঙ্গে নীচে নামতে হবে না একটুও।

পানি অনেক পরিস্কার,

পানির সচ্ছতা দেখে তুমি কিন্তু ঝাপ দিতে চাবে,

কিন্তু খবরদার

তুমি কি সাতার জানো?

কিভাবে জানবে, লন্ডনে কি পুকুর আছে?

তবে সমস্যা নেই

আমাদের বাড়ীর দক্ষিণ পাশে খাল

আর উত্তরে আছে ঘাটবাধা পুকুর।

তোমাকে সাতার শিখাবো।

সেখানে আছে তোমার এক বান্ধবী

যে তোমাকে দেখে আমরুল আর জাম আনতে ছুটবে

গাছে উঠবে শাড়ী পরেই,

সমস্যা কি? যদি ভিন পুরুষ গাছ তলায় না থাকে।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০০৯ সকাল ৯:৩২

ডিজিটালভূত বলেছেন: কবিতা লিখতে চাই, ভয় লাগে। যদি ঠিকমত না হয়। লিখলাম। সমালোচনা কাম্য।

২| ১৪ ই মে, ২০০৯ সকাল ৯:৫৮

দাইয়ান সাকিব বলেছেন: "ঘাটবাধা পুকুর।"
মনে হয় হবে ঘাটবাধানো পুকুর

ভাই কি বরিশালের
নদী তো তাই বলে

১৪ ই মে, ২০০৯ সকাল ১০:২২

ডিজিটালভূত বলেছেন: অনেক ধন্যবাদ। অনুমান বেঠিক নয়।

৩| ১৪ ই মে, ২০০৯ সকাল ১০:০০

তনুজা বলেছেন: ++

ভাল লেগেছে

১৪ ই মে, ২০০৯ সকাল ১০:২৩

ডিজিটালভূত বলেছেন: আন্তরিক ধন্যবাদ। আপনার ভাল লাগাটি আমার পাথেয় হয়ে থাকবে।

৪| ২১ শে মে, ২০০৯ সকাল ১১:২০

বকুল০৮ বলেছেন: সমস্যা কি? যদি ভিন পুরুষ গাছ তলায় না থাকে।

+

২১ শে মে, ২০০৯ দুপুর ২:০৯

ডিজিটালভূত বলেছেন: কোন সমস্যা নেই। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.