![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম সত্তরে এক আলেম পরিবারে। প্রাইমারী শেষ করার আগেই আব্বা জোর করে মাদরাসায় ঢুকিয়ে দিলেন। মাদরাসায় পড়তে মনে চাইছিল না প্রথমে। পরে মাদারাসার দর্শনই নিজের জীবনের রক্ত-মাংসে, সীরাত-সুরতে আর মন-মস্তিস্কে মিশে গেল। এ নিয়ে গর্ব করি। [email protected]
এমন একটি নোকিয়া সেট কিনতে চাই যাতে থাকবে জিপিআরএস মডেম। ক্যামেরা। ইউএসবি ডাটা কেবল ও ব্লুটুথ। মানে ইন্টারনেট ব্যবহার করবো। ল্যাপটপে ফটো ট্রান্সফার করবো। অন্য মোবাইল থেকে ছবি আনবো ব্লুটুথের মাধ্যমে।
মডেল নম্বরটা কি হবে জানাবেন। দাম জানাতে পারলে আরো ভাল। কম দামের হওয়া উচিত। আর এটি প্রচলিত নতুন মডেল হতে হবে। যা বর্তমানে নোকিয়ার শোরুমে পাওয়া যাবে। জানালে কৃতার্থ হবো।
০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৫
ডিজিটালভূত বলেছেন: ধন্যবাদ অনেক তথ্য দিয়ে হেল্প করার জন্য
২| ০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০১
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: NOKIA কেন?
অন্য Brand আমার জানা মতে বেশী ভাল যেমন: Motorola, SonyEricson, Plam, LG, Samsung, etc
০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৭
ডিজিটালভূত বলেছেন: ভাই আমি আবার দেখিয়া শুনিয়া নোকিয়ার ভক্ত হইয়া গ্যাছি। অন্য সেট ব্যবহার করে দেখেছি।
৩| ০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০২
কাজী দিদার বলেছেন: ভাই দামের বেপারে চিন্তা করুন,না পারলে শশুর বাড়ি চলে যান।
০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৭
ডিজিটালভূত বলেছেন: যৌতুক নেই না। মাগনা দেলেও না।
৪| ০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০৭
সান্তু বলেছেন: nokia 3110 classic.
price : 6600 + memory card 2 gb 700 + data cable 500 = 7800
camera 1.3 megapixel
it is a better set.
০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৯
ডিজিটালভূত বলেছেন: বিস্তারিত তথ্য দেয়ার জন্য ধন্যবাদ। ডেটা কেবলটা কি অরিজিনাল?
৫| ০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৩
নিঃসঙ্গ বলেছেন: আগে ঠিক করেন কত টাকার মধ্যে কিনবেন তার পরে অন্য কথা।
০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৯
ডিজিটালভূত বলেছেন: ৫-৬ হাজারের মধ্যে
৬| ০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২০
নিঃসঙ্গ বলেছেন: nokia 3110 c টাই তাইলে আপনার জন্য।
০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:১২
ডিজিটালভূত বলেছেন: ধন্যবাদ অনেক।
৭| ০৩ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৩
আশরাফ৪৫৯ বলেছেন:
টাকা একটু বেশি হলে 3120c কিনতে পারেন। দাম ৮৩০০ টাকা। আমি ইন্টারনেট ইউজ করছি, খুব ভাল পারফরমেন্স।
এখানে নোকিয়ার দাম দেখতে পারেন।
Click This Link
০৩ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৫
ডিজিটালভূত বলেছেন: ধন্যবাদ।
৮| ০৩ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৪
পুরাতন বলেছেন: ১২-১৩ এর মধ্যে কিনলে নোকিয়া ৫৩২০ এক্সপ্রেস মিউজিক.......
এইদামে এর চেয়ে ভালো সেট মনে হয় আর নেই......
বিস্তারিত এইখানে দেখুন......
Click This Link
০৪ ঠা নভেম্বর, ২০০৯ সকাল ১০:৫২
ডিজিটালভূত বলেছেন: ধন্যবাদ। পুরাতন বলে কথা।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৯
মদন বলেছেন: Nokia 5220