নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বল বীর - বল উন্নত মম শির!

আমি চিরদুর্দ্দম, দুর্বিনীত, নৃশংস, মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর! আমি দুর্ব্বার, আমি ভেঙে করি সব চুরমার! আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দ'লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃংখল! আমি মানি নাকো কোনো আইন, আমি ভরা-তরী

ডিজিঢাল প্রাণী

ডিজিঢাল প্রাণী › বিস্তারিত পোস্টঃ

হেফাজতকারী আল্লামা শফী বলেন-

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১০









ঈমাম শাফি নাকি জামাত এবং মওদুদী তত্ত্ব বিরোধী। কিন্তু জামাতের বিরুদ্ধে কোন দিন লং মার্চ করলেন না কেন ঈমাম শাফি ? কয়েকজন ব্লগার ইসলামের ক্ষতি করছেন আর লাখ লাখ জামাতি ইসলামের কোন ক্ষতিই করছে না?



লং মার্চ নাস্তিকদের কর্মসুচি কিনা এই প্রশ্নের জবাবে ইসলামের হেফাজতকারী আল্লামা শফী বলেন-" হযরত মুহাম্মদ (সা।)মক্কা থেকে মদীনা পর্যন্ত লং মার্চ করেছিলেন নাউজিবুল্লাহ"



হিজরত শব্দের অর্থ-— দেশান্তর বা মাতৃভূমি ত্যাগ। উল্লেখ্য বিধর্মীদের অত্যাচারের কারণে মুসলমানরা ধীরে ধীরে মক্কা থেকে মদিনায় চলে যান। ৬২২ খ্রিষ্টাব্দে আল্লাহ'র নির্দেশ আসার পর, তিনি হজরত আলী-কে ডেকে, তাঁরে শয্যার উপর চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকতে নির্দেশ দেন এবং রাতের অন্ধকারে হজরত আবু বকর সিদ্দিকী (রাঃ)-কে সাথে নিয়ে মক্কা ত্যাগ করেন।



লং মার্চের প্রবর্তক নাস্তিক কমিউনিস্ট মাও সে তুং। হিজরতের সাথে মাও সে তুং এর লং মার্চ তুলনা করে ঈমাম শাফি আপনি নিজেই ইসলাম ধর্মানুসারী কয়েক কোটি মানুষের ধর্মানুভূতি তে আঘাত হানলেন। আপনি কিভাবে ইসলামের হেফাজাত এর দায়িত্ব নিলেন !



আরও বিস্তারিত জানতে এই পেইজে লাইক করুন: https://www.facebook.com/1971bangla



ভিডিও দেখুন Click This Link



মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৬

প্রল্ল্যেখ বলেছেন: আবাল ছাবালে সামু ভইরা গেল, ডিসগাস্টিং >:(

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭

মোহাম্মদ হারুন বলেছেন: " হযরত মুহাম্মদ (সা।)মক্কা থেকে মদীনা পর্যন্ত লং মার্চ করেছিলেন নাউজিবুল্লাহ"




তিনি মানে যেই এই বাক্য উল্লেখ করেছেন। নিতিই সবচেয়ে বড় নাস্তিক।


৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯

আমরা তোমাদের ভুলব না বলেছেন: বিরাট রিসার্চের কাম করসেন,
আপনার এই রিসার্চ ISI journal er Impact factor 20 তে প্রকাশ হবার যোগ্য।
আপনার এই রিসার্চ পাব্লিশ হবার পুর্বে আপনাকে নুবেল প্রদান পুর্বক কট সুতা দিয়া বাধিত করার তেব্র আবেদন জানাই।

হনুগিরি করলে, বুকে সাহস রেখে করবি,
তা না হলে গদাম

৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯

নায়করাজ বলেছেন: পরিষ্কার কথা হল, এরা হেফাজতে ইসলাম নামধারণ করে এরা আসলে হেফাজতে জামায়াতে ইসলাম।

Click This Link

Click This Link


Click This Link

৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৮

তাজুল_ইসলাম বলেছেন: হযরত মুহাম্মদ (সা।)মক্কা থেকে মদীনা পর্যন্ত লং মার্চ করেছিলেন।
এটা শফি কোথায় বলেছেন, রেফারেঞ্জ দিন। মিথ্যাচার করা ঠিক নয়।
আর আপনার হাতের মোবাইল অমুসলিম আবিস্কার করেছেন, তাহলে কি এটা ব্যাবহার করা হারাম নাকি? বাংলা ভাষার বেশি ভাগ শব্দ এসেছে হিন্দু থেকে, আপনার কথা মতো ওই শব্দ বলাও হারাম।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫২

মুহাই বলেছেন: +++

৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৭

এই আমি সেই আমি বলেছেন: ভাই উনার বয়স হয়েছে আর উনিতো বলেন না উনাকে বলায় । লেজের মালিক লেজ নাড়ায় না , লেজই মালিককে নাড়ায় ।

এখন সবই বেরোবে , এগুলি আর কিছু নয় , জামাতের মিলিয়ন ডলার প্রজেক্টের আর একটি নাটকের বাস্তবায়ন ।

৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১০

সীমানা ছাড়িয়ে বলেছেন: আবাল আর কারে কয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.