![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক ছাগু ভাইয়ের স্টেটাস! লেখাটা পরে ওর জন্য খুব মায়া হল! শেয়ার না করে পারলাম না! যদিয়ো সে শিবির, তাওতো সে মানুষ!
সকাল ১২ টার দিকে শাপলা চত্ত্বরে গিয়ে উপস্তিত হলাম! ইসলামের টানে এসেছিলাম! নাস্তিকদের ফাঁশি চাইতে! ব্লগারদের ফাঁশি চাইতে!দেহ মন সব দিক থেকেই সমাবেশে মিশে গিয়েছিলাম! এতো সব মুসল্লি ভাইদের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছিলাম! ধর ধর ব্লগার ধর, ধইরা ধইরা জবাই কর. , বলে স্লোগানে স্লোগানে মেতে ছিলাম!
২ টার দিকে একটু ক্লান্ত হয়ে পরলাম! স্লোগান. বন্ধ করে সাইডে গিয়ে বসলাম, মোবাইলটা বের করে ফেসবুকে ঢুকে নাস্তিকদের বাজে স্টেটাস আর মন্তব্য পরতে লাগলাম! পাশের এক ভাই বলে উঠল কি কর ভাই! আমি বললাম লং মার্চ নিয়ে কি লেখা পড়ে দেখুন! বুঝতে পারছিলাম সে একজন মাদ্রাসার ছাত্র! সে মনযোগ দিয়ে পুরো পরলো ! আমার দিকে ফিরে তাকালো, তার ভেতরে যে আগুন জ্বলে গেছে বুঝতে পারছিলাম, ভিতরে ভিতরে মজাই পাচ্ছিলাম!ফেসবু -কে নাস্তিকেরা কি করে তা দেখাতে পেরে! হঠাৎ করে দেখি সে আমার কলার চেপে বসলো ! আমি তাকে বললাম"কি হয়েছে ভাই, এমন করছেন কেনো? আমি তো আপনাদের লোক"
উত্তর পেলাম না! সাথে সাথে তিনি চিৎকার শুরু করলেন বলে উঠলেন আমি।বলে নাস্তিক ব্লগার!
সাথে সাথে আমার উপর সবাই ঝাপিয়ে পড়লো! বাধা দিতে পারলাম না! বেধরক পিটালো আমাকে!
একজন আমাকে টেনে দাড়া করালো, পানজাবী টেনে ধরলো, উনার পেছনে জটলা দেখায় ঝটকা টান দিয়ে পানজাবী ছিড়ে জীবন বাঁচাতে দৌড় লাগালাম! পালিয়ে বাঁচলাম কোনো মতে! সারা গায়ে ব্যাথা করছে এখন! ঠোট কেটে গেছে! পায়ে হাটতে পারছি না ঠিক করে! আমি মূর্খ দেখেছি, তবু ওই মাদ্রাসা ছাত্রদের মত মূর্খ দেখিনি! ওরা নরক থেকে উঠে এসেছে! মানুষ মানুষকে এভাবে পেটায়? আমি ইসলামের জন্য জান দেবো, শিবিরের তাকওয়া রক্ষার্থে জান দেবো তবু ওই সব মূর্খের সাথে আর কোনো দিন যোগ দেবো না!
ওরা মনুষত্বতে আর নেই! শিবির কর্মীরা কোনো দিন মানুষকে এভাবে না বুঝে পেটায় না!
আমি ওদের অভিষাপ দিচ্ছি! ওরা জাহান্নামে যাক!
একমাত্র শিবির বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়! আর সব মূর্খ জানোয়ার! আজ যা করলো তারা আল্লাহ্ তাদের বিচার করবেন!
নারায়ে তাকবীর, আল্লাহু আঁকবার!
ছাগলেরা নিজেরাই আরেকজনকে ছাগল বলে! ছাগল কেডা তাইলে? মাইরালা আমারে মাইরালা!
২| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৮
কাজের কথা বলেছেন: সূচ বলে ঝাঝড় তোর গুয়ায় কেন এক ফুটা?
৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৮
লীনা জািম্বল বলেছেন: মজা পেলাম -------
৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২০
দায়িত্ববান নাগরিক বলেছেন: তবু ওই সব মূর্খের সাথে আর কোনো দিন যোগ দেবো না!
ওরা মনুষত্বতে আর নেই! শিবির কর্মীরা কোনো দিন মানুষকে এভাবে না বুঝে পেটায় না!
আমি ওদের অভিষাপ দিচ্ছি! ওরা জাহান্নামে যাক!
৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৭
হাসানুর বলেছেন: ঘটনা সত্যি নাকি !
৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৮
উন্মোচক বলেছেন: কুত্তার ল্যাঞ্জা সহজে সোজা হয় না রে কুতু...
৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩০
রাফা বলেছেন:
আমি হাসতেই আছি।ছাগুকে আরেক ছাগু ছাগু বলছে।এতো দেখছি জগত ছাগুময়।
৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৫
_উল্লাস_ বলেছেন: @ডিজিটাল : আপনার এই পোষ্টের আগের কিছু পোস্ট দেখলাম হেফাজতে ইসলামের বিপক্ষে কথা বলতে। কিন্তু আজকে তাহলে ওইখানে কি মুনাফিকি করতে গেছিলেন নাকি অমুসলিম পক্ষের চর আপনি। মিথ্যা কথা বইলা পার পাইবেন না এততুকু মনে রাইখেন। আপনাদের মত লোকদের কারনেই দেশটার এই অবস্থা। আপনি হইলেন ডিজিটাল সরকারের ডিজিটাল পাঁঠা।
৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৬
বাধা মানিনা বলেছেন: ছাগুকে আরেক ছাগু ছাগু বলছে।এতো দেখছি জগত ছাগুময়।
..ওরে কে কোথায় আছিস আমারে ধর........
১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯
মুহাম্মদ ফয়সল বলেছেন: ফেবু স্ট্যাটাসের লিংক চাই....
১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০
উরাধুরা নিউজ বলেছেন: হা হা লু খু গে
১২| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩
বাঙ্গাল৭১ বলেছেন: এক ছাগল আরেক ছাগলকে ছাগু বলছে এর চাইতে বড় কৌতুক আর নাই ।
১৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০
ক্লোরোফিল বলেছেন: অন্যরকম কষ্টের /পাশবিকতার কথা - Click This Link
১৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১১
সিরাজুলইসলাম বলেছেন: ভন্ডামী ছাড়েন এই সব আজে বাঝে কথা কইয়া লাভ নাই । মানুষ এইগুলা বুইঝা গেছে । কত লাখ মানুষ জনসভায় ছিল বলে আপনার ধারনা ? সবাই র্মূখ ? সবাই জাহান্নাম থেকে আসলে আওমী-লিগ । কোথায় ?
১৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭
পলাতক আসামী বলেছেন: বেধরক পিটাইলও???!! না বিশ্বাস হইল না।। যতদূর জানি সর্বনিম্ন শাস্তি হাত-পা এর রগ।।
১৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১
শাকিল ১৭০৫ বলেছেন: এত খাতির কইরা ছাইরা দিলো
১৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪১
বাংলাদেশী দালাল বলেছেন: ফেবু স্ট্যাটাসের লিংক দেন।
হেফাজতের সম্মেলনে বুঝে হোক না বুঝে হোক অসংখ্য মুমিন মুসলমান ছিল।
গন হারে ছাগু ট্যাগ দেয়া বন্ধ করেন।
১৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২২
হেমায়েতপুরী বলেছেন: খুবই চমৎকার, excellent একটি গল্প, যেখানে লেখকের হেফাজত বিরোধী মনোভাব স্পষ্ট লেখকের জন্য ছোট একটা টেস্ট ----
কিভাবে বুঝবেন আপনার মাথার লজিক সার্কিটে গন্ডগোল আছে?
(১) ধইরা ধইরা জবাই দিতে চান কিন্তু হেফাজতের 'লংমার্চ' শান্তির ধর্ম ইসলামে সিদ্ধ কিনা সেটা চিন্তা করেন।
(২) শাহবাগের বিরিয়ানি কোকের প্যাকেট সরবরাহ নিয়ে আপনার কোনো প্রশ্ন নেই কিন্তু হেফাজতে ইসলামের বাস ভাড়া নিয়ে প্রশ্ন আছে।
(৩) বাশের কেল্লায় প্রোপাগান্ডা আর প্রথম আলোতে সত্য পান।
(৪) মেশিন ম্যানের ফোনালাপ নিয়ে আপনার কোনো প্রশ্ন নেই কিন্তু ট্রাইবুনালের স্কাইপ আলাপ নিয়ে প্রশ্ন আছে।
(৫) পুলিশলীগকে পিটানোর ছবি চোখে জল এনে দেয় কিন্তু পুলিশলীগ মানুষের গায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করার ভিডিও দেখে চেপে যান।
(৬) ধর্ম ব্যবসা ঘৃনা করেন কিন্তু শহীদ ইসলাম বিদ্বেষীর জানাজা পড়েন।
(৭) ইসলাম ও মুহাম্মদ ( সাঃ ) কে গালাগালি করার অধিকার কে মত প্রকাশের স্বাধীনতা মনে করেন কিন্তু বাংলাদেশের পতাকা পোড়ালে মাথায় রক্ত তুলে ফেলেন।
(৮) 'হেফাজতে জামায়াত' আপনার কাছে পরিষ্কার কিন্তু, অনলাইন একটিভিস্ট নেটওয়ার্ক = বাম দল = লীগের সিস্টার কনসার্ন, এই ফর্মুলা মাথায় ঢুকে না।
(৯) যুদ্ধ অপরাধীদের বিচার চান কিন্তু সেটা শুধুমাত্র নির্দিষ্ট একটা দলের বিশেষে।
(১০) মসজিদে জায়নামাজ পোড়ানো আপনার কাছে জায়েজ না কিন্তু মসজিদে টিয়ার গ্যাস মারা জায়েজ আছে।
আশা করছি আপনার মাথার লজিক সার্কিট ঠিক ঠাক আছে।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৫
সাইফুল বাতেন টিটো বলেছেন: