নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বল বীর - বল উন্নত মম শির!

আমি চিরদুর্দ্দম, দুর্বিনীত, নৃশংস, মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর! আমি দুর্ব্বার, আমি ভেঙে করি সব চুরমার! আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দ'লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃংখল! আমি মানি নাকো কোনো আইন, আমি ভরা-তরী

ডিজিঢাল প্রাণী

ডিজিঢাল প্রাণী › বিস্তারিত পোস্টঃ

একটা কর্মসূচীর প্রস্তাবনা, “ নারী জাগরণী লং মার্চ ও নারী মহাসমাবেশ ‘’

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫১

হেফাজতে ইসলামের মধ্যযুগীয় কর্মসূচীর প্রতিবাদে মতিঝিল শাপলা চত্বরে “ নারী জাগরণী লং মার্চ ও নারী মহাসমাবেশ “ আয়োজন করা হোক । ১৭ ই এপ্রিল তারিখ নির্ধারণ করা যেতে পারে । কারণ, এই দিনে অস্থায়ী মুজিব নগর সরকার শপথ গ্রহণ করেছিলো একটি অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক - গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে । এই মহাসমাবেশে সারা দেশ থেকে নারীরা আসবে লাঠি, বাঁশি, ডামি রাইফেল, পতাকা হাতে । গার্মেন্টস থেকে আসবে শ্রমজীবী নারী, ফসলের মাঠ থেকে আসবে কিষাণী, আরও আসবে গৃহে কাজ করা ভাগ্য বিড়ম্বিত কিশোরী মেয়েটি । স্কুল – কলেজ – বিশ্ববিদ্যালয় থেকে আসবে ছাত্রী এবং নারী শিক্ষকগন। তসবি হাতে কিম্বা উলুধ্বনি দিতে দিতে আসবে আমার আপনার বৃদ্ধা মা, জেঠিমা, দিদিমা, খালা, মাসি, পিসি, নানী, দাদী, ফুফি । ফ্যাসিষ্ট হেফাজতি’ দের বুঝিয়ে দিতে হবে এ দেশের অর্ধেক নারী এবং তারা রসুই ঘরে বন্দী থাকতে রাজি নয় । তাদের বাদ দিয়ে, অন্ধকারে রেখে কোন নীতি, আইন পাস করা যাবেনা । কোনও সরকার গঠন করা যাবেনা ।



উক্ত কর্মসূচী সফল করার জন্য আমাদের প্রত্যেক কে অর্থ, শ্রম এবং সময় দিয়ে সক্রিয় অংশগ্রহণ করতে হবে । এর জন্য কমিটি গঠন করে দায়িত্ব বণ্টন করে দিতে হবে । আমি বিশ্বাস করি আমরা চাইলে ঢাকা শহরে ১ কোটি নারীর সমাবেশ ঘটাতে পারি ।



আমার এই প্রস্তাব সমর্থন করলে এই স্ট্যাটাস টি শেয়ার করুণ এবং ইমরান এইচ সরকার তথা গণজাগরণ মঞ্চের নেতাদের কাছে পৌঁছে দিন । আমি অধম অত্যন্ত সাধারণ ফেইস বুক ব্যবহারকারী । আমার দৌড় শাহাবাগে গিয়ে সবার পেছনে দাঁড়িয়ে বা বসে লাকির স্লোগানে গলা ফাটানো পর্যন্ত ।

-------জয় বাংলা । জয় তারুণ্য । জয় জনতা ।

[কার্টেসিঃRahat Mustafiz]

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৮

বাঘা তেঁতুল বলেছেন: এই শ্রমজীবী নারীরা আসবে ।

২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯

শুটকাভাই বলেছেন: নারীসমাজের প্রতি অবিচার হলে হতেও তো পারে।।

৩| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০২

তথই বলেছেন: এইগুলা কইরা কি লাভ হইব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.