নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ

কচি

কিচ › বিস্তারিত পোস্টঃ

এই লজ্জা রাখি কোথায়!

৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪০

”সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে চড়াও হয়ে তাদের মারধর করেছে ছাত্রলীগ কর্মীরা

উপাচার্য ভেতরে ঢুকে যাওয়ার পর ছাত্রলীগ কর্মীরা শিক্ষকদের প্রশাসনিক ভবনের সামনে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে নতুন করে ধস্তাধস্তি শুরু হয়। তাদের ধাক্কায় অধ্যাপক ইয়াসমিন হক মাটিতে পড়ে যান। এক ছাত্রলীগ কর্মীকে এ সময় এক শিক্ষকের গায়ে লাথি মারতেও দেখা যায়। “

মারহাবা , মারহাবা……..

অর্থনৈতিক বিশ্লেষেণে নিম্ন মধ্যবিত্ত থেকে আমাদের উন্নতি এখন মধ্যবিত্তে, বিডিনিউজ২৪-এর উপরোক্ত আজকের সংবাদ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত ছাত্রদের বিবেকের অবস্থানটা কিাথায় জানাবেন কি?

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৭

পলাশমিঞা বলেছেন: দোষ কার?

২| ৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:

" বিডিনিউজ২৪-এর উপরোক্ত আজকের সংবাদ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত ছাত্রদের বিবেকের অবস্থানটা কিাথায় জানাবেন কি? "

-ছবিতে তো লাঠি হাতে ছাত্রলীগের পান্ডাদের মাঝে আপনাকেও দেখলাম।

৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

কিচ বলেছেন: গাজী ভাই ঠিকই দেখছেন, লাঠিটা যখন মাথার মাঝামাঝি পড়তাছিল তখন ধইরা ফালা্ইছিলাম.... আর এইভাবেই ক্যামেরার কাছে মানে আপনার কাছে ধরা খাইলাম...

৩| ৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

কিচ বলেছেন: ছাত্ররা শিক্ষকদের পেটালো, লাথি মারলো.....।
এরপরও,..। দোষ কার ?
প্রশ্নটা শিশুসুলভ হয়ে গেলোনা?

৪| ৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

আর জে নিশা বলেছেন: চাঁদগাজী ভাই এসব হচ্ছে মিকি মাউসের কার্টুন আপনি দেখেন আর হাসেন, রাগ বা দুঃখ করে লাভ নেই । হাস্যকর তামাশা !!!

৫| ৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২০

আলী আকবার লিটন বলেছেন:

৬| ৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

পলাশমিঞা বলেছেন: আমাদেরকে জানতে হবে দোষ কার। নইলে বিচার করা যাবে না। :(

৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

কিচ বলেছেন: মিঞাভাই, একটু ওয়েট করেন, সরকার উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করিতেছেন....

৭| ৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

পলাশমিঞা বলেছেন: তাইলে এবার বিচার হবে।

৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

কিচ বলেছেন: কি হইবে তাহা ভষ্যিতই বলিয়া দিবে... তবে কমিটি হবে, তদন্ত হবে, মারখাওয়া শিক্ষকরা স্বাক্ষী দেবেন, তদন্ত কমিটি কমপক্ষে ৩৬ বার সময় নেবেন....তারপর... তারপর...শুধুই অপেক্ষা...

৮| ৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

পলাশমিঞা বলেছেন: অপেক্ষা করলে মঙ্গল হয়। কিন্তু আমরাতো অপেক্ষা করতে পারি না :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.