নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিগন্তের শেষ বলে কিছু নেই।

দিগন্তপথ

চেতনা, চিন্তা এবং বোধ প্রত্যেকটির আলাদা আলাদা অর্থ আছে। আমাদের উচিত এই পৃথক অর্থ গুলোকে পৃথক করে বোঝা। জীবনের প্রতিটি মুহূর্ত কে উপভোগ করা বুদ্ধিমানের কাজ। আমি নস্টালজিক নই, নই ধর্মীও বোধে অন্ধ। আমি সবার সাথে পথ চলতে চাওয়া এক পথিক।

দিগন্তপথ › বিস্তারিত পোস্টঃ

*****পরাগায়ণ*****

২১ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:১১

আমার চাহিদাগুলো এখন আর আমার কাছে থাকেনা,
যেমন থাকতো আগে,
কৈশোরে-যৌবনে।
আমার একটা জামা ছিল,
জামার বুকপকেটে রেখে দিতাম হাজারখানেক চাহিদা, ইচ্ছা, ব্যাকুলতা।
সারাদিন দৌড়-ঝাপ, চঞ্চলতা আর ভবঘুরে হয়ে
এপাড়া-ওপাড়া হয়ে বাড়ি ফিরতাম
তবুও খুব সন্তর্পণে বুকপকেটে খুব নিবিড় ভাবে
রেখে দিতাম ইচ্ছা নামক অধরা অনুভূতিকে
যেন মনের বেখেয়ালে সে হারিয়ে না যায়।
বড় হতে হতে বুকপকেটে থাকা বেহায়া চাহিদাগুলোর আর জায়গা হয়নি,
তাই তারা হাত-পা বাড়িয়ে অক্টোপাসের মত
কিলবিল করে বেড়িয়ে পড়েছে,
ছড়িয়ে পড়েছে আমার সমস্ত দেহজুড়ে
মাদকের মতো, মাদকাসক্তের মতো।
চাহিদাগুলো তাদের নিজের ইচ্ছামতো
পুরাতন শখগুলো পূরণ করতে ব্যাস্ত,
যার অধিকাংশই তারা পায়না
বা মিলাতে পারেনা যোগ-বিয়োগের সূত্রে।
তখন তারা বিদ্রোহ করে, আর্তনাদ করে
আবার কখনো ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয়,
আমি তখন হাফ ছেড়ে বাঁচি।
আমার অপারগতায় ওরা চাতুরী করে আশ্রয় নেয়
এদিকে-ওদিকে
সুযোগ সন্ধানী হয়ে নিজেদের প্রাপ্তির ঘাঁটি গড়ে ভিন্ন ডেরায়
আঁতুর ঘরের সদ্যোজাত সন্তানের মতো
ওরা খুব যত্ন পায়
আমি সেই ভালোবাসা দেখে লোভাতুর হই
আমার অবশিষ্ট চাহিদাগুলো লালন করার ভার
অর্পিত করি কোন সেই দেবালয়ে!
দিনদিন যতো বড় হয়ে ওঠে ওরা
আর ততোটাই দূরে চলে যায় আমার থেকে।
না ঠিক দূরে না,
ওরা থাকে গহীন অন্ধকার অরণ্যের ইচ্ছা সম্রাজ্ঞীর নিয়ন্ত্রণে।
আমার চাহিদাগুলো এখন আর আমার কাছে থাকেনা,
ওরা এখন বড় হয়েছে।
বুকপকেটে ওদের আর জায়গা হয় না!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৫০

বিজন রয় বলেছেন: মানুষ বড় হলে তার চাহিদাগুলো অন্যের হয়ে যায়।
এটাই নিয়ম।

সুন্দর কবিতায় ভাললাগা।

২| ২১ শে নভেম্বর, ২০২৩ সকাল ৭:৫৮

দিগন্তপথ বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ।

৩| ২১ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: কবিতাটা পাঠ করে ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.