![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত দিন বই পত্তরে পরেছি পিরামিড নাকি রাজ রাজরার কব্বর খানা আছিলো । হাজার হাজার দাস শ্রমিক বাধ্য হয়েছে পিরামিড বানাতে। মজার বিষয় হলো যে এরায় মিশরে পিরামিড তৈরি হয় সেই এরা ছিলো মানব সভ্যতা বিকাশের স্বর্ণ যুগ, দাস প্রথার কোন অস্তিত্ব সেখানে ছিলো না । তার মানে দারায় হাজার হাজার শ্রমিক শুধু মাত্র স্বেচ্ছা শ্রম দিয়েই পিরামিড কে দার করিয়েছিলো। এবং এটাও প্রমান আছে যে এই কারিগর রা সব ছিলো শিক্ষিত আর্কিটেক্ট এবং ইন্জিনিয়ার । তাহলে প্রশ্ন আসে কি এমন মটিভেশন ছিলো যা পুরো একটা নেশনকে এক করে ফেলল এরকম বিশাল একটি কর্ম যজ্ঞে? আমিতো শুনে তাসকির উপরে যদি কিছু থাকে তাই খায়া গেছি। পিরামিড নাকি আসলে একধরনের ট্রান্সমিটার যা প্রাকৃতিক আলো এবং শব্দকে ব্যবহার করে এক ধরনের তরংগ ট্রান্সমিট করত যা মানুষের চেতনা জগতে প্রভাব ফেলতে সক্ষম ছিলো । এবং মজার বিষয় হলো এর ফ্রিকোয়েন্সি কাভারেজ সম্ভবত পুরো পৃথিবী ছিলো । এবং আরো মজার বিষয় হলো এর একটুকুও ফিকসন না, পুরোটাই সাইন্স দ্বারা প্রমানিত এবং হায়ারো গ্লিফিক্স সব লিপি বদ্ধ আছে।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৩
শাহ আজিজ বলেছেন: এই তথ্যের লিঙ্ক দেবেন দয়া করে । পিরামিড , রাজা যারা নিজেদের ঈশ্বর ঘোষণা করেছিলেন তাদের বিশ্রামস্থল ছিল । তারা বিশ্বাস করত একসময় তারা আবার জেগে উঠবেন। তবে এর নির্মাণ কৌশল , লুকায়িত মরদেহের চেম্বার খুব আশ্চর্য করে দেয় আধুনিক মানুষকে । মমি দেখেছেন ? দাস প্রথা ওই সময় ব্যাপকতর ছিল । আফ্রিকা থেকে মানুষ ধরে আনা হতো এইসব কাজের জন্য । বিস্তর এ কাহিনী খুবই আগ্রহউদ্দিপক ।