নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

dilshan

dilshan › বিস্তারিত পোস্টঃ

শীতে আপনার নিউবর্ন বেবীর নাক বন্ধ হলে যা করবেন

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫২

আশেপাশের অনেকেরই দেখা যাচ্ছে ছোট ছোট বাবুর ছবি প্রোফাইলে আপ হচ্ছে। কিছু খুবই কমন বিষয়, বেশির ভাগ মানুষের জন্য ইহা প্রযোজ্য নহে তবে নতুন মা দের জন্য ইহা অপরিহার্য । শীত আসছেতো হঠাৎ মাঝরাতে উঠে আবিষ্কার করবেন আপনার ছানাটা কোন কারন ছারাই ট্যা ট্যা করে কাঁদছে । আমার টাকে তিনবার হসপিটালে নিয়ে গেছি ভয়ের চোটে, এমনি বিকট কান্না । আসলে কিছুই না । ঠান্ডায় নাক বন্ধ হয়ে যায় । নাক বন্ধ হলে মুখ দিয়ে কেমন করে শাস নেয়া যায় এই জিনিষতো এখনো রপ্ত হয় নি। তার মধ্যে খেতেতো পারে না কাযেই তাহাদিগের মক্ষম অস্ত্র ট্যা ট্যা ট্যা ......... সমাধান সবার জানারই কথা তাও একবার বলি। মাঝরাতে উঠে যখনই কাদবে, যদি বোঝেন নাক বন্ধ, নাকের দুই ফুটায় দু ফোটা করে নেজাল ড্রপ দিয়ে দিন। এইটা সিম্পল লবন পানি তো, কোন পার্র্শ প্রতিক্রিয়া নেই, নাক বন্ধ হলেই দেয়া যায়। তবে দু ঘন্টার গ্যাপে ব্যবহার করা ভালো । এটা বিশ টাকা করে ফামের্রসি গুলোতে কিনতে পাওয়া যায় । এখন যদি হাতের কাছে এই জিনিষ না থাকে হালকা গরম পানিতে এক চিমটি লবন মিসিয়ে সেই পানিও কাজে লাগাতে পারেন। তবে অবশ্যই বাবুর নাকে দেয়ার আগে সাবধানে নিজের হাতে একবার তাপমাত্রাটা পরখ করে নিতে হবে। আমার ছেলেকে সরিষার তেল দিতাম না যদি স্কিনে র‌্যাশ উঠে এই ভয়ে। কিন্তু মুরুব্বিরা সব সময়ই যে ভূল বলে এমন কিন্তু না । সরিষার তেল, রসুন থেতলানো এবং কালো জিরা একসাথে চুলায় গরম করে, সেই তেল ঠান্ডা করে হাত পায়ের তালু এবং বুকে মালিস করলে অনেক অনেক উপকার পাবেন, তবে অবশ্যই তেলটা যেন খাঁটি হয় সেটা খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিষ আছে এইটা বাংলাদেশে পাওয়া যায় কিনা জানি না । ইউক্যালিপটাস গাছের তেল। এই জিনিষ ঘুমানোর সময় তুলায় একটু খানি নিয়ে মাথার কাছে রেখে দিতে হয় । সারা ঘর ঝাঝালো গন্ধে ভরে যায় আপনার বাবুর সাথে সাথে আপনারও নাক বন্ধ হওয়া ঠিক হয়ে যাবে। এই লিখাটার জন্য অনেকেই হাসবে কোন সন্দেহ নাই । তবে নতুন মা বাবারা যে ডিসেম্বর মাসে আমাকে অনেক ধন্যবাদ দেবে তাতেও কোন সন্দেহ নাই !

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৬

ইউরো-বাংলা বলেছেন: দরকারী পোষ্ট, প্রিয়তে রাখলাম।

২| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৭

নীল আকাশ ২০১৪ বলেছেন: ধন্যবাদ দিলাম।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৬

মেহেরুন বলেছেন: একটু বলে রাখি, ছোট বাবুদের নেজাল ড্রপ কখনো সরাসরি নাকে না দেয়াই ভালো। ডাক্তারদের মতে ছোট (০-৬/৭ মাস) বয়সী বাবুদের জন্য নেজাল ড্রপ দুই ফোঁটা কটন বাড়ে লাগিয়ে নাকের ভেতরটা সাবধানে মুছে দিলেই চলবে। আমার বাবুকেও এভাবেই দিয়েছি।

আর একটা ব্যাপার আপনার সাথে একমত। সরিষার তেল এ রসুন ও কালোজিরা দিয়ে গরম করে বাচ্চাদের বুকে, পিঠে, হাতের তালু আর পায়ের তালুতে মালিশ করলে ঠাণ্ডা অনেক কমে যায়। ধন্যবাদ।

৪| ২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১০

মদন বলেছেন: ++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.