![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ম কিন্তু এখন আর শুধু চর্চার বিষয় না । এটা সংস্কৃতির অংশ । আপনি কেমন পোষাক পরবেন, কোন উৎসব উৎযাপন করবেন, কোন প্রথায় বিয়ে করবেন এ সবই কিন্তু ধর্ম মতে নির্ধারিত হয়। ব্যাক্তি আপনি চান বা না চান আপনার পরিবার সমাজ এই প্রত্যাশাই রাখে । কাজেই আপনি যখন কারো ধর্মকে অপমান করে কথা বলেন সেটা যে ধর্মই হোক না কেন প্রকারন্তরে আপনি তার সংস্কৃতিকে অপমান করলেন । সমাজ পাল্টাতে হলে মানুষ আর তার সংস্কৃতিকে অশ্রদ্ধা করে পাল্টানো যায় না । মানুষের অংশগ্রহন ছারা আপনি তার পরিবর্তনের জন্য কাজ করতে পারবেন না । আর ব্যক্তির অংশগ্রহন নিশ্চিত করতে হলে আপনার তাকে, তার সংস্কৃতিকে শ্রদ্ধা করেই আগাতে হবে। এই জন্যই বলে “ বিপ্লবের কনটেকসচুয়ালািইজেশনের ” এর কথা । আপনি ভাবছেন বলেই মাস পিপুল সেটা ওন করবে এটা আপনাকে কে বলল? মাস পিপুলকে কোন চিন্তা বিষয় ওন করাতে হলে তাকে আগে তার প্রাপ্য শ্রদ্ধা মর্যাদাটা তাকে দিতে হবে । যে টা তার ধর্ম বা সংস্কৃতিকে অশ্রদ্ধা করে সম্ভব না ।
©somewhere in net ltd.