নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

dilshan

dilshan › বিস্তারিত পোস্টঃ

বৃটিশ চলিয়া গেছে সেই কবে ! কিন্তু তাহার গায়ের দূর্র্গন্ধ রাখিয়া গেছে সবত্র !

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৫

বৃটিশ চলিয়া গেছে সেই কবে ! কিন্তু তাহার গায়ের দূর্র্গন্ধ রাখিয়া গেছে সবত্র ! বলুনতো জাতে ওঠা মানে ইংরাজীতে বলিলে স্ট্যাটাস পরিমাপের ইন্ডিকেটর মানে পরিমাপক কি? আপনি কতখানি ইংরাজদের অনুকরনে খাইতে পারেন, ঠিক সে রকম কেতাদূরস্থ ভংগিতে কথা বলিতে পারেন কিনা , বেশ ভূষায় আপনি কতকখানি তাহাদিগকে অনুকরন করিতে পারেন বেচারা মধ্যবিত্তগন সকল ছারিয়া দিয়া তাহা পরিমাপ করিয়া আপনাকে ছারপত্র দিবে আপনি কতখানি জাতে উঠিলেন । সকাল বেলা ব্রেড বাটার ব্রেকফাষ্ট (এখন যদিও সকলেই তাহা খাই), কেতাদূরস্ত প্যান্ট, চিবিয়ে চিবিয়ে কথা বলা, নিচু স্বরে কথা বলা, নিচু স্বরে হাসা এসকলই আপনাকে জাতে উঠার সদ পত্র সরবরাহ করিবে । হায়রে মধ্যবিত্ত সেই আমলে বৃটিশের যে যত বড় চাকর ছিলো এই আমলে তাহাদগের বংশ ধররা তত বেশী বৃটিশ সংস্কৃতিকে আকরাইয়া ধরিয়া নিজের যে কত বড় জাতে উঠিয়াছে তাহা প্রমান করিতে ব্যাস্ত । ভাতৃকূল আমাকে মন্দগাল করিয়েন না । চলুন মধ্যবিত্তের আওরানো কতগুলো গালি বিশ্লেষন করিলেই সব পরিষ্কার হইবে । “ব্যাটা চাষার বাচ্চা”, “কামলা নাকি”, ”রিকশাওলার মতো কথা বলে”, পুরাই গার্মেন্টেসের মেয়ে ,ম্যাথরনি ,ছি: ছি: জোলার ছেলে , কাজের বেটি কথাকার !!!!!!! ইত্যাদি ইত্যাদি !!!!!! আরে অদ্ভূত ! বৃটিশ আসার আগে এই দেশ লোক ব্যাবসা আর ক্ষেতি করেইতো চলিতো ! চাকরগিড়ির বীজ বোপিত করিয়া তাহারা স্বজাতির সহিত বেইমানি করাইতে ব্যবহার করিয়াছে ইহার চাইতে বেশী কিছু নহে ! তাহার পূবর্পুরুষ চাষা সমাজের চাকা এখোনো সচল রাখিয়াছে ইহা লইয়া গর্বোবোধ করিব নাতো উহার পিতা কত বড় বৃটিশের চাকর ছিলেন উহা লইয়া গবির্ত হইব? কি করিব ওতো মূর্খতো হইতে পারিব না !!!!!!!!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৩

সাদী ফেরদৌস বলেছেন:
বৃটিশ চলিয়া গেছে সেই কবে ! কিন্তু তাহার গায়ের দূর্র্গন্ধ রাখিয়া গেছে সবত্র ! তার সবচেয়ে বড় প্রমান আপনি নিজে, লেখেন বাংলা ভাষায় ব্লগ নিক নেম নিছেন ইংরেজিতে, আর এস এস ফিডে বানী লিখছেন ইংরেজিতে। ভণ্ড আর কাকে বলে

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৫

পথেরদাবী বলেছেন: জনাব সাদী ফেরদৌস, লেখক যখন একাউন্ট খুলেছে তখন হয়তো তিনি বাঙলা লিখতে পারতেন না। কথায় কথায় ভন্ড বলা বাদ দেন। তিনি কি বিষয়ের উপর লিখেছেন এটা নিয়ে কথা থাকলে আলোচনা করেন। লেখকের লেখা ভালো লেগেছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৩

dilshan বলেছেন: Dear Brother how do you understand my situation such accurately???? I really got surprised ! And thanks a lot for explaining on behalf of me ! Again explaining why this answer is in English, I am not able to write Bangla without Bangla keyboard. So when I dont have the keyboard I have to express my self in this international language. Thanks again

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.