![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মিলে মরিতে হবে রে জানে তো সবাই
তবু মরণে মরণে অনেক
ফারাক আছে ভাই রে, সব মরণ নয় সমান ”
আমি রাজনিতী করতে এসেই প্রথম শিখেছিলাম “সব মরন নয় সমান “। হুমায়ূন আজাদের উপর আক্রমন বা অভিজিত রায়ের উপর আক্রমন শুধু একজন ব্যাক্তির উপর আক্রমন না । এই সহজ জিনষিটা সহজ ভাববেই বুঝতে হবে । এইটা একটা স্কুল অব থটের উপর আক্রমন। রাস্ট্র যন্ত্রের অনেক গুলো ইকুইপমেন্টের মধ্যে সবচেয়ে শক্তিশালি ইকুইপমেন্ট হচ্ছে ”মেনিপুলেশন অব থট” । যে টাকে একমাত্র ফাইট দেয়ার ক্ষমতা রাখে বৈজ্ঞানিক দৃষ্টিভংগি । ইতিহাসে মানব সভ্যতার প্রগতি রাজনিতী নিধার্রন করেনি , প্রগতি নিধার্রিত হয়েছে বিজ্ঞান দারা । যে রাজনিতী যত বেশী বৈজ্ঞানিক দৃষ্টিভংগী আয়ত্ব করতে পেরেছে প্রগতির ক্ষেত্রে তারা তত বশি গতিশিল ভূমিকা রাখতে পেরেছে । কাজেই অভিজিত রায়ের হত্যার বিচার আর দশটার হত্যার বিচার চাই বলেই চাই না । এইটা প্রগতিবাদীদের অস্ত্বিত্বের লড়াই হওয়া উচিত । এই লড়াইটাকে ” মধ্যবিত্তের আবেগ বা চিন্তার স্বাধিনতা নামক ডগমা বনাম শোষিত জনগোষ্ঠির ধর্মীয় আবেগ “ এই সাইনবোর্ড লাগানোর মতো ভূল বিশ্লেষন আর কিছু হতে পারে না ।
©somewhere in net ltd.