![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফ্যাশনটা হল মুখোশ আর স্টাইল হল মুখশ্রী । যারা নিজের মন রেখে চলে স্টাইল তাদেরই আর দশের মন রাখা যাদের বিজনেস ফ্যাশন তাদেরই। আমি ভাই স্টাইল এ বিশ্বাসী না ফ্যাশনেই বিশ্বাসী। আমার বিজনেসের লোভ আছে ।
আমার উচ্চতা খুব কম । আমার বয়স ২০+ , এখন কিভাবে আমি ২ ইঞ্ছি লম্বা হতে পারি? কোন মেডিসিন নাই? ইন্টারনেটে অনেক বিজ্ঞাপন দেখি । ব্যায়াম করলে কি লম্বা হতে পারব? টিপস দেন প্লিয
০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৮
লুজার ম্যান বলেছেন: কাম হয় না ভাই । দুধের সাথে হরলিমক্স মিশাইয়া খাই
২| ০৬ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:১৮
ইমাম হাসান রনি বলেছেন: লম্বা হওয়া না হওয়া জন্মগত,অনেকটাই বংশগত জেনেটিক্যাল ব্যাপার। সাধারণত ২২ থেকে ২৫ বছর বয়স পর্যন্ত মানুষ লম্বা হতে পারে। এর পর কোন ভাবেই শরীর উচ্চতার দিক দিয়ে আর লম্বা হয় না। সাঁতার আর সাইক্লিং খুব ভালো ব্যায়াম, কেননা এতে একই সময়ে শরীরের সমস্ত অঙ্গ-প্রতঙ্গের ব্যায়াম হয় । নিয়মিত ব্যায়াম ও পুষ্টিকর খাবার খান ।
০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১০
লুজার ম্যান বলেছেন: ধন্যবাদ ভাই । আমি আর ১ দের ইঞ্ছি লম্বা হতে চাই । হারালে গেলে কাজ হবে?
৩| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৭
নক্শী কাঁথার মাঠ বলেছেন: মেরুদন্ড সোজা করার ব্যায়াম করতে পারেন, এতেই একমাত্র ১ ইঞ্চি উচ্চতা বাড়ানো যেতে পারে। কোন কিছু খেয়েই আসলে উচ্চতা বাড়বেনা, কোন ওষুধও নেই।
০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৪
লুজার ম্যান বলেছেন: ভাই আপনাকে ধন্যবাদ , এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য লিঙ্ক দিলে আরও ভাল হইত ।
৪| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৭
মুঘল ভাই বলেছেন: আপনি নিয়মিত যোগ ব্যায়াম করুন ,সাইকেল চালান,২-৪ টা ডিম এক গ্লাস দুধ ও কলা খান। এতে ২-৩ ইঞ্চি লম্বা হবেন।তবে ৬-৮ ঘণ্টা ঘুমাতে হবে।
৫| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার স্বাভাবিক মাপে হাত উচু করে দেয়ালে দাগ দিন।
এবার পায়ের বুড়ো আঙুলে ভর করে হাত উচু করে যেস্থানে পৌছায় সেখানে দাগ দিন।
তার উপরে ২/৩ সেন্টিমিটার পরপর আরও কয়েকটা দাগ কাটুন।
এবার
প্রতিদিন উপরের দাগটাকে ছোয়ার চেষ্টা করুন।
আর মুঘল ভাইয়ের যোগ ব্যায়ামও সাথে চালিয়ে যান।
এতকিছূর পরও লম্বা না হলে ,
বাইট্রা মাইয়া বিয়া করুন। নিজেকে তারচে লম্বা দেখতে পাবেন
০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৯
লুজার ম্যান বলেছেন: এতকিছূর পরও লম্বা না হলে ,
বাইট্রা মাইয়া বিয়া করুন। নিজেকে তারচে লম্বা দেখতে পাবেন
তরা কেও আমারে ধর !!!!!!!!
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৬
দালাল০০৭০০৭ বলেছেন: যদি লম্বা হতে চাও তাহলে হরলিক্স খাও।