![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফ্যাশনটা হল মুখোশ আর স্টাইল হল মুখশ্রী । যারা নিজের মন রেখে চলে স্টাইল তাদেরই আর দশের মন রাখা যাদের বিজনেস ফ্যাশন তাদেরই। আমি ভাই স্টাইল এ বিশ্বাসী না ফ্যাশনেই বিশ্বাসী। আমার বিজনেসের লোভ আছে ।
চার বছর পর পর মানে ৪৮ মাস পর মাত্র ১ মাসের জন্য বিশ্বকাপ আসে! একটু মজা ত করতেই হবে!
১। আপনাকে অবশই ব্রাজিল অথবা আর্জেন্টিনা সমর্থক হতে হবে কারন খেলাধুলায় প্রতিদ্বন্দ্বী না থাকলে জমে না! অন্য দল সাপোর্ট করতে এত মজা পাবেন না!
২। খেলা দেখবেন এলাকার সবাই একসাথে মিলে! ফুটবল মাত্র ৯০ মিনিটের খেলা এক সাথে খেলা দেখলে চরম মজা পাবেন । বাংলাদেশ সহ প্রিথিবির বিভিন্ন দেশে এক সাথে ফুটবল খেলা দেখার প্রচলন আছে!
৩। প্রিয় দলের পতাকা উরাবেন/জারসি কিনবেন! এতে বিশ্বকাপের তাপমাত্রা ৩০০ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে! নেগেটিভ চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন । জাস্ট মজা করবেন । মুরগীর সাথে আর পতাকার সাথে দেশ প্রেম দেখানর দরকার নাই! কামের জায়গায় দেশ প্রেম দেখান যেখানে দরকার ।
মনে রাখবেন যুবক বয়সে মাত্র কয়েকটা বিশ্বকাপ দেখতে পাবেন আপনে! তাই এই গ্রেটেস্ট আসর এর আনন্দ থেকে বঞ্ছিত হইয়েন না!!!!!
১০ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৩
লুজার ম্যান বলেছেন: থাকবে না কেন? আমি যেটা বুঝাতে চাইছি সেটা বুঝেন না! বাঙ্গালীরা সব বিদেসি পছন্দ করে । ঈদের সময় বাংলাদেশের পোশাক কেও কিনতে চায় না সবাই সান্নি লিউনের ইন্ডিয়ান মাল চায় । অথছ ব্রাজিল এর মত দল বাংলাদেশের জার্সি পড়ে খেলবে তাহলে বুঝেন বাংলাদেশের পোশাক শিল্প কত উন্নত? কিন্তু আমাদের দেশে খারাপ মাল যদি ম্যাড ইন ইন্ডিয়া হয় তাহলে বাজারে হাও কাও পড়ে যায় । সুতরাং কি করলে দেশের ক্ষতি হবে দেশের লাভ হবে সেটা বুঝত হবে
২| ১০ ই জুন, ২০১৪ দুপুর ১:১০
ড. জেকিল বলেছেন: সময় করে প্রতিপক্ষের সাথে বিতর্কের আয়োজন করা যেতে পারে।
১০ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৮
লুজার ম্যান বলেছেন: হুম
৩| ১১ ই জুন, ২০১৪ দুপুর ১:১১
পাগলামৃদুল বলেছেন: লেখক বলেছেন: থাকবে না কেন? আমি যেটা বুঝাতে চাইছি সেটা বুঝেন না! বাঙ্গালীরা সব বিদেসি পছন্দ করে । ঈদের সময় বাংলাদেশের পোশাক কেও কিনতে চায় না সবাই সান্নি লিউনের ইন্ডিয়ান মাল চায় । অথছ ব্রাজিল এর মত দল বাংলাদেশের জার্সি পড়ে খেলবে তাহলে বুঝেন বাংলাদেশের পোশাক শিল্প কত উন্নত? কিন্তু আমাদের দেশে খারাপ মাল যদি ম্যাড ইন ইন্ডিয়া হয় তাহলে বাজারে হাও কাও পড়ে যায় । সুতরাং কি করলে দেশের ক্ষতি হবে দেশের লাভ হবে সেটা বুঝত হবে
কিন্তু এর সাথে পতাকার কি সম্পর্ক?????
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৮
পাগলামৃদুল বলেছেন: পতাকার সাথে দেশ প্রেম দেখানর দরকার নাই! ????????????????