নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপকের খোলা খাতা Dipak Ray

Dipak Ray, Kalirhat, Krishnagar, Nadia, WB, India

দীপক ৭৪ রায়

Dipak Ray, Kalirhat, Krishnagar, Nadia, WB, India, Ph. 9775179985 Mail. [email protected]আমি লিখি, লেখার চেষ্টা করি। যা বিশ্বাস করি না, তা লিখি না। শিক্ষকতা আমার পেশা, লেখালেখি-সাংবাদিকতা নেশা। আমার লেখার সমালোচনা হলে, আমি সমৃদ্ধ হই।

দীপক ৭৪ রায় › বিস্তারিত পোস্টঃ

ভ্যালেন্টাইন ডে, ভগৎ সিং ও কয়েকটি কথা -দীপক রায়

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৪


ভ্যালেন্টাইন ডে, ভগৎ সিং নিয়ে অনেক রকমের মন্তব্য ভেসে এলো। কিছু যু্ক্তিপূর্ণ, কিছু অযৌক্তিক। গত কয়েক বছর ভ্যালেন্টাইন ডে তে বলা হয়, ১৪ ফেব্রুয়ারী নাকি ভগৎ সিং এর শহীদ দিবস। সুতরাং ভ্যালেন্টাইন ডে বর্জন করো। বলা হয়, দেশীয় সংস্কৃতি ছেড়ে কেন অন্য দেশের আচার নিয়ে মাথা ঘামানো হবে। এই বিষয়ে কটি কথা তাই লিখতেই হল।
১। ভ্যালেন্টাইন ডে কে পালন করবেন আর কে করবেন না, সেটা তার নিজের ইচ্ছার উপরেই ছেড়ে দেওয়া ভালো মনে হয়। এর সাথে এই দিনটাকে ভগৎ সিংকে জড়িয়ে দেওয়া স্রেফ নোংরামো।
২। আমাদের দেশে ভাষা, ধর্ম, লোকাচার, রীতিনীতি, ঐতিহ্য, সংস্কৃতি, জাতপাত, পরিবেশ আর পাচটা দেশের থেকে আলাদা। কারন, দেশটা অনেক বড়, আর একটার সাথে আরেকটার কোন মিল নেই কোন দিক দিয়েই। একটাই মিল, আমরা সবাই ভারতীয়। এত বৈচিত্র্য নিয়ে দেশটা যে এখনো এক আছে, অখন্ড আছে- এটাই বড় পাওনা।
৩। এদেশের হাজার হাজার বছরের ইতিহাস ঘাটলে দেখা যাবে, বিভিন্ন ধর্মের শাসকের ইতিহাস। ফলে সকলের কিছু রীতিনীতির ছোঁয়া এদেশে রয়ে গিয়েছে। আর সেটা থাকবে। এত তাড়াতাড়ি কোন এক সোনার কাঠির ছোয়ায় সেটা উবে যাবে না। আর উবে যাওয়াটা কাম্যও নয়।
৪। দুনিয়াটা এখন প্রযুক্তির কল্যানে মানুষের হাতের মুঠোয়। ফলে, সারা দুনিয়ার অনেক 'কালচার' আমাদের দেশেও চালু হয়ে যাবে, যাচ্ছে- এটা ঠেকানো যাবে না। তার সাথে আছে দুনিয়াজোড়া বেনিয়াকুলের ব্যবসায়িক ভাবনা। আমাদের পোষাক, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের পড়াশুনো আমরা পাল্টাচ্ছি তো সেই কারনেই। সেটা রোধ হবে না, সম্ভব নয়।
৫। বাংলাদেশে নববর্ষ হয় যেভাবে, ভাষা দিবস হয় যেভাবে, সেটা এদেশে হবে না। কারন এদেশে বাঙ্গালী ও বাংলা ভাষা সারা দেশের একটা অংশের, সবার নয়। অন্য ভাষার জন্যেও একই কথা প্রযোজ্য। সেটা ধর্মের ক্ষেত্রেও, সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রেও। এই বিভাজন থাকবেই। সেটাই এদেশের বৈচিত্র্য।
৬। পার্লামেন্ট বা দেশের সরকারী দল যখন যে প্রনম্য ব্যক্তিদের উপরে তুলে ধরবে, তারাই সারা দেশে প্রচার পাবেন। যে কারনে গান্ধী আর নেতাজী সমান গুরুত্ব পাননি। এখন আবার বল্লভভাই প্যাটেল বা সংঘ মতাদর্শীরা পাচ্ছেন। সেটা রাজনৈতিক দৃষ্টিকোন থেকেই হয়ে এসেছে চিরকাল।
৭। ভগৎ সিং নিয়ে যারা ১৪ ফেব্রুয়ারী গলা ফাটান, তারা যদি জানেন, ভগৎ সিং এর 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান আর 'আমি কেন নাস্তিক' এর কথা, তাহলে আবার ব্যাপারটা চেপে যাবেন। কারন, ভগৎ সিং পুরোদস্তুর সাম্যবাদী (গোদা বাংলায় কমিউনিজম)। ভগৎ সিং জেলে বসে পড়তেন ম্যাক্সিম গোর্কি থেকে রুশো, ভলতেয়ার। তার কাছে দেশীয় গীতা উপনিষদের থেকে অনেক বেশি প্রিয় ছিল কমিউনিস্ট ম্যানিফেস্টো। এই বিষয়গুলো ভগৎ সিং কে নিয়ে পোষ্ট দেবার সময় মাথায় না রাখলে হবে কি করে?
৮। বড়দিন, ঈদ, পুজো একেবারেই ধর্মীয় অনুষ্ঠান। ইদানীং তাতে সামাজিক রঙ লেগেছে বানিজ্য ও রাজনৈতিক প্রয়োজনে। এটা অস্বীকার করা যাবে না। মন্দির, মসজিদ, চার্চ নির্মানের সাথে ধর্মের থেকেও বেশি জড়িয়ে আছে ক্ষমতা, প্রভাব, রাজনীতি, বানিজ্য। এটা ব্যক্তিগতভাবে আমার ধারনা। অন্য কেউ নাও মানতে পারেন।
৯। দেশীয় সংস্কৃতি নিয়ে যারা গেল গেল রব তোলেন, তারা কতটা উৎসাহী এসব রক্ষায়? কতজন সাহায্যের হাত বাড়িয়ে দেন পঁচিশে বৈশাখে? বা বসন্তোৎসবে? কতটা সাহায্য আসে নাটক বা যাত্রায়? ছৌ শিল্পীদের দূর্দশায় কাদে কজনার মন? পাড়ায় পাড়ায় ক্লাব সংস্থা গুলোর খেলা, নাচ, গান, নাটকের খবর কজন রাখেন? কোথায় হারিয়ে গেল কাবাডি, খোখো, হাডুডু, গোল্লাছুট? বাচ্চাগুলোর জীবন থেকে কাড়া কেড়ে নিলো শৈশব? ব্যাট হাতে দিয়ে ফুটবলের বারোটা বাজালো কারা? সবেতেই বানিজ্য আর সাহেবিয়ানা! সেটাও ভাবুন।
১০। কৃষ্টি, সংস্কৃতি, মহাপুরুষদের শ্রদ্ধা জানানো এগুলো এমনি এমনি হয় না। এগুলোকে সযত্নে রক্ষা করতে হয়। সিরিয়ালের 'বাহা' দিয়ে আদিবাসী সংস্কৃতি রক্ষা হয় না। বড় মেলার আয়োজন করে দেশীয় 'কালচার' রক্ষা হয় না। বড় বইমেলা করে 'লিটিল ম্যাগ' বাচানো যায় না। বড় উৎসব করে 'গ্রুপ থিয়েটার' বাচানো যায় না। নিরন্তর প্রচেষ্টা, চর্চা, আত্মত্যাগের ভিতর দিয়েই এসব বেঁচে থাকে। আর এই বাচিয়ে রাখার কাজটা নীরবেই করে যান এদেশের লক্ষ লক্ষ মানুষ। সেখানেই ভারতবর্ষের 'বৈচিত্র্যের মধ্যে ঐক্য'।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.