![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Dipak Ray, Kalirhat, Krishnagar, Nadia, WB, India, Ph. 9775179985 Mail. [email protected]আমি লিখি, লেখার চেষ্টা করি। যা বিশ্বাস করি না, তা লিখি না। শিক্ষকতা আমার পেশা, লেখালেখি-সাংবাদিকতা নেশা। আমার লেখার সমালোচনা হলে, আমি সমৃদ্ধ হই।
'মরিচঝাপি' পর্ব-১
(আজ শুধু প্রাককথন)
দীপক রায় (২৪-১১-১৭)
'মরিচঝাপি গনহত্যা' নিয়ে অনেকেই শুনেছেন। কিন্তু এ বিষয়ে তথ্য দিয়ে কথা বলেন না কেউ। টুকরো টাকরা কিছু কথা, কিছু ছবি, কিছু লোকের নাম দিয়ে কিছু মন্তব্য, কিছু ভিডিও, কিছু বই এর ছবি মাঝে মাঝেই ফেসবুকে ছাড়া হয়। মোদ্দা কথা, বামফ্রন্ট সরকার বা সিপিএম সাতাত্তুরে ক্ষমতায় এসেই মরিচঝাপিতে ব্যপক গনহত্যা চালিয়েছিল। এর তদন্ত চাই, শাস্তি চাই।
খুব ভাল কথা। সাতাত্তুরের পরে কেটেছে বহু যুগ। রাজ্যে পালাবদল হয়েছে, তদন্তের ঘোষনা হয়েছে, তদন্ত বিশ বাও জলে। ওদিকে সাতাত্তুরে কেন্দ্রে ছিল জনতা সরকার। তারপরে কংগ্রেস, রাষ্ট্রীয় মোর্চা, বিজেপি দলের এক বা একাধিক সরকার হয়েছে। সবাই বলেছে মরিচঝাপির তদন্ত হবে। কিন্তু বাস্তবে কিছু হয়নি।
সরকারের কথা বাদ দিলাম। সব রাজ্য বা কেন্দ্র সরকারকে নয় জ্যোতি বসু পকেটে পুরেই রেখেছিলেন। মমতা বা মোদিকেও নয় রেখেছেন। তাই তারা তদন্ত করেনি। কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা বা মামলার ফয়সালা করার উদ্যোগ কি হয়েছে? আদালতও কি জ্যোতি বসুর কেনা ছিল নাকি? এখনই বা কেন আদালতের মাধ্যমে গণহত্যার বিচারের প্রক্রিয়া শুরু করা হচ্ছে না?
নাকি এও সেই হলদি নদীতে হাজার হাজার লাস, হাজার হাজার শিশুর পা চেরা আর পঞ্চাশ হাজার মহিলার স্তন কাটার গল্পো? গল্পের নিরসন হয়ে গেলে সমস্যা, তাই সমাধান না করে গল্প জিইয়ে রাখাই ভাল মনে করছেন সমালোচকেরা?
আসুন, তথ্য নিয়ে আলোচনা করুন। শুন্যে ঢিল ছুড়ে লাভ নেই। বাস্তবে গনহত্যা হয়ে থাকলে ভারতীয় আইন ও বিচার ব্যবস্থার মাধ্যমে সমাধান করুন। আর তাতে মমতা বা মোদি সরকারের আপত্তি থাকার কিছুই থাকতে পারে না। তারা সেই উদ্যোগ নিন না কেন।
বেশ কয়েক কিস্তিতে পুরো বিষয় টা আলোচনা করব। ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দেবেন, সমালোচনা স্বাগত। পরামর্শ তথ্য থাকলেও স্বাগত। গাঁজাখুরি গল্প করব না। শুধু কিছু তথ্য তুলে ধরব ধীরে ধীরে। হ্যা, তথ্য। আলিমুদ্দিন বা সেই আমলের রাইটার্সের তথ্য নয়। আন্দোলনকারী ও কেন্দ্রীয় সরকারের বামফ্রন্ট বিরোধীদের তথ্যগুলোই মরিচঝাপির গল্পের বেলুন ফুটো করতে যথেষ্ট।
আজ শুধু ভুমিকাই করলাম। তথ্য নিয়ে অল্প অল্প করে আসব পরের পর্ব গুলিতে। ভরসা রাখুন, ভুল কিছু বলব না। কারন যে মতাদর্শে বিশ্বাস করি, তা ভুল বলতে শেখায়নি।
(চলবে... পরের পর্ব... মরিচঝাপি'র পরিচিতি...)
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০২
আবু তালেব শেখ বলেছেন: আমাদের দেশের আসন্ন সংকট নিয়ে মহা চিন্তায় আছি সাধারন মানুষ।
পর্ব চালিয়ে যান পাশে আছি