![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেন স্তব্ধ সময়ের ধারায় মাটির কলবর
রাত নেমে আসে না-বলা ইঙ্গিতের স্বর
হৃদয়ের সেই সব যন্ত্রণা তীর্থ করে রোজ
সবুজ ধ্বংসের যেন বসেছে আজ মহাভোজ
অস্বস্তির পাহাড়জুড়ে শুধুই ভাঙন বোধ
ঝরে পড়া ঝর্ণা স্রোতে পাথরের ক্ষোভ
সময়ের সেইসব আমাদের বাসনায়
মিটিয়ে নিই শুধু তৃষ্ণা রসনায়।
©somewhere in net ltd.