![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনুসারি চলনে আঁকড়ে গতিপথ
চোখের ভেতরে চোখের জ্বলন
অথবা কিছু আস্ফালন
মাটি হয়ে মটিকে মনে রেখে দেয়
সে এদেশ হোক আর অন্য প্রদেশ
মানুষের এক পার্শ্বীয়
হাজার প্রতিসম হয়ে আছড়ে পড়ে
প্রতিটি রাজত্বের দিগন্ত
একক হয়ে যাওয়া আবর্জনায়
পারস্পরিক মিলন সূত্র বড় ভঙ্গুর
দম্ভের সুতো রাজত্বের অপসারী
দিনান্তের আগামী আলোক
তুমি তার মাঝে কিছু ফুল
আমার হৃদয় কথামালা।
©somewhere in net ltd.