![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গায়ে ময়লা একখানা কাপড় জড়ানো। মুখ তুলে বলল - ওপারে যাব। দুদিকে হাত তুলে সিগন্যাল দেখে পাশে পাশে চলতে লাগল। একটু সময় লাগল। গাড়ি দেখে দেখে ওপারে পৌঁছে দেখে সাথে নেই।
চওড়া রাস্তা। তিনটে লেন। চোখ তুলে দেখি উল্টো দিকে ছেলে ইশারা করছে বাস এসে গেছে।
সিগন্যালের জন্য সহজেই রাস্তা পেরিয়ে বাসে উঠে পড়ল বাবা।
বাস থেকে নামার সময় ছেলে হোঁচট খেতে যাচ্ছিল। বাসের পেছনে ছিল বাইক। কণ্ডাক্টর ঠিক খেয়াল রেখেছে। শুধু আলতো ছোঁয়া। নিরাপদ।
সূত্র মিলে যাওয়া আকাশে চাঁদ। সাদা মেঘের সাঁতার। মৃদুমন্দ হাওয়া। পথের পাশে টুকটাক গাছের সারি। ফ্ল্যাটের কিছু উঁকি ঝুঁকি চোখ।
বাবা ছেলে দুজনেই বাড়ি ফিরল। মা বলল - রাস্তায় কোন কষ্ট হয় নি তো।
ছেলে বাবা আলতো হাসল।
©somewhere in net ltd.