![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দরজা ঢুকতে পায় নি মিনি দাঁড়িয়ে থাকল না। নীচে গেল। আশে পাশে উঁকি মারল। না, জানলাও খোলা নেই। ভেতর কিছু প্রাণের আওয়াজ আছে। কিছু কথাবার্তা এবং কিছু না বলা একে অপরের হাত ধরাধরি করে আছে। বারান্দায় তার আভাস পাওয়া যাচ্ছে।
আবার দরজার কাছে চলে এল। কলিং বেল দিল। টোকা দিল। সাড়া আছে। তবে দরজা খুলছে না। মিনি নিজেকে নিজে ভাবাতে থাকে। এ কি রে বাবা। বলছে ভেতরেই আছ। আবার দরজা খোলা না। হয়তো এ বাড়ির চৌহদ্দির মধ্যে সেঁধিয়ে গেছি। তার মানেই কি আমি এ বাড়ির ? ভেতরে কে?
মিনি ভাবতে ভাবতে আর ভাবতে পারছে না। চলে যাওয়া সহজ। তবে চলে গেল না। কলিং বেল আর টোকা দেওয়া ভরসায় মিনি পৃথিবীর প্রান্তে দাঁড়িয়ে।
মানুষ বার্তা দেবেই দেবে মিনি।
©somewhere in net ltd.