![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(অণুগল্প)
হ্যারিকেন নিভিয়ে শুয়ে পড়ে রাধে। সারা ঘরে ছড়িয়ে পড়ছে জোৎস্নার আলো। মণি বিছানায় এপাশ ওপাশ করছে।
বেচারা! ছেলে মেয়েকে দেওয়ার পরে আর যে সামান্যই ছিল। তাতে কি পেট ভরে?
আগের দিন কেউ না কেউ পরের দিনের কাজের কথা বলে যায়। আজ যে কেউ এল না? কাজ না পেলে এতগুলো মুখে কি তুলে দেবে?
এগিয়ে এল এক বাবু - এই নে রাধে। এসব তোদের জন্য।
খাবার গন্ধে ম ম করছে সারা ঘর। মণি, মণির কোলে পাপাই, পাশে অঞ্জু। সবাই রাধের দিকে তাকিয়ে আছে। শুধু হ্যাঁ বলার অপেক্ষায়।
রাধে বলল - বাবু, কিছু একটা কাজ দিন। তারপরে খাব। না হলে আমার মনে হবে আমাকে খাইয়ে আপনি কিছু একটা অনৈতিক করাবেন। আর আপনার মনে হবে বেটারা সব জঞ্জাল শুধু খায় আর খায়।
বাবু হাসলেন। বললেন - তাহলে সমস্ত খাবারগুলো ওদিকে রান্নাঘরে রেখে আয়। একটু পরে আবার এখানে নিয়ে আয়।
রাধে একে একে খাবারগুলো নিয়ে গেল। মণি অঞ্জু বসে দেখতে লাগল হাঁ-করে। তাহলে খেতে পাবে না?
শেষ খাবারের ডেচকি রান্নাঘরে রেখে এসে দেখে রাধে দেখে বাবু নেই। রান্নাঘরে ফিরে গিয়ে দেখে খাবারও নেই। রাধে হাঁক পাড়ল - বাবু, তুমি আমাদের ভাগের খাবারগুলো সব সরিয়ে নিলে। তাই কি আমরা খেতে পাই না?
মণি ঠেলা দিল - অনেক হয়েছে। ওঠো। রোজ রোজ না খেয়ে শুলে এমন স্বপ্ন হয়। বাইরে এক বাবু দাঁড়িয়ে আছে। তোমাকে ডাকছে।
রাধে লাফিয়ে চলল ঘরের সামনে - অ্যাঁ! সকাল হয়ে গেছে। আলো তাহলে এসে গেছে।
০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩১
দীপঙ্কর বেরা বলেছেন: ধন্যবাদ। অনেক লড়াইয়ের পরে এই তো সবে কাঠামো হল। এবার কংকালে মাংস জমবে।
ভাল থাকবেন।
২| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
উম্মে সায়মা বলেছেন: এইতো আপনার পোস্ট প্রথম পাতায় চলে এসেছে।
শুভ ব্লগিং....
০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩২
দীপঙ্কর বেরা বলেছেন: শুভ ব্লগিং। ভাল থাকবেন।
৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ ! চমৎকার,
এমনই হয় হতভাগাদের সাথে !!
তবে আশা, আলো আসবেই,
০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৩
দীপঙ্কর বেরা বলেছেন: নিশ্চয় আসবে। আমরাই আনব। ভাল থাকবেন।
৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
অর্ক বলেছেন: প্রথম পাতায় স্বাগতম। বেশ ভালো লাগলো পোস্ট। আরও লিখুন। শুভেচ্ছা ও শুভকামনা।
০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৩
দীপঙ্কর বেরা বলেছেন: আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।
৫| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৫
প্রামানিক বলেছেন: ভালো লাগল।
০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৩
দীপঙ্কর বেরা বলেছেন: ধন্যবাদ
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
চাঁদগাজী বলেছেন:
কংকাল, মাংস নেই