![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতা। আমার জন্য আমার দেশের ভূমি
যেটুকু পাই তাকেই আপন করে চূমি।
স্বাধীনতা। আমার কর্ম আমাকে দেয় ভাতরুটি
আজ দেশের সম্মান আজ নয় কোন ছুটি।
স্বাধীনতা। আমি তোমার হিস্যা দেশের নাগরিক
পাই নি এবার পাব, অন্যকে দেব সর্বাধিক।
স্বাধীনতা। স্যালুট জানাই দেশের আমি নির্মাণ
অনধিকার সম্পদে নেই কোন অভিমান।
২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯
দীপঙ্কর বেরা বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো থাকবেন
২| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: হুম
২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০০
দীপঙ্কর বেরা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৪
কামরুননাহার কলি বলেছেন: স্বাধিনতা তো নামে আছে কাজের বেলায় নাই ভাইয়া।
আমরা স্বাধিনতা দেখিনি শুনিছি , তাতেই বড়ই বিচলিত হয়েছি।
তাই এখন খুব অনুশোচনা হয় কি পেলো তারা স্বাধিনতা করে।
আর আমরাই বা কি পেলাম স্বাধিন এই দেশে।
যেখানে মিথ্যে, অন্যায়, অনিয়ম, অনাচার অত্যাচার-নির্যাতন, কুকর্ম , কুসংস্কার সেখানে কি পেলাম আমরা এই প্রজন্ম।
তবে ভাইয়া আপনার কবিতাটি খুব সুন্দর হয়েছে।