![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতটা দিই তার চেয়ে বেশি ফেরত পাই
তবু পাই না পাই না করে খুব চেঁচাই
সম্মান এমনই নিজেকে খুঁজতে নিজে যাই
গর্বের রংমশালে মর্যাদার জুড়ি মেলাই।
যারা দিয়ে গেছে তাদের কতটা দিয়েছি
যারা দেয় নি তাদের নিয়ে ভাবি নি
যারা দেবেই দেবে তাদের নজরে রেখেছি
সম্মান এমনই সূর্যের ছায়া দেখি নি।
মৃদু মন্দ বাতাসে গোলাপ দুলছে শাখে
ছিঁড়ে নিয়ে গেল পূজারী হাত
সেই ফুল হৃদয়কে কাছাকাছি করে রাখে
সম্মান এমনই হাতে থাকে হাত।
মাটির খুঁড়তে খুঁড়তে পেয়ে যাওয়া রত্নে
উৎসব করে প্রাপ্তিযোগের আশা
গর্তের ভেতরে গর্ত, আধার থাকে অযত্নে
সম্মান এমনই শুধু জীবনের পাশা।
৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৯
দীপঙ্কর বেরা বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো থাকবেন
২| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর লিখেছেন
৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৯
দীপঙ্কর বেরা বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন
৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যত পাই তত চাই,
...চাওয়ার কোন শেষ নাই,
কাটার পথে যদিও হাঁটি
ফুলের গদির নরম চাই
সুখের অসুখ এরেই বলে
এই অসুখেই সুখী তাই .....
‘যত পাই তত চাই’ ফরমূলা
নিত্য তাড়িয়ে বেড়ায়।
অধিক পাওয়ার তাড়নায়
যা কিছু আছে তাও হারাই।
তাহলে মূল কোথায়?
৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২০
দীপঙ্কর বেরা বলেছেন: খুব ভাল বলেছেন।
ধন্যবাদ। ভাল থাকবেন ।
৪| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২০
রাজীব নুর বলেছেন: বেশ লাগলো।
৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২১
দীপঙ্কর বেরা বলেছেন: ধন্যবাদ
৫| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৮
ওমেরা বলেছেন: সন্মান চেয়ে পাওয়া যায়,অন্যকে সন্মান করলে এমনি এমনি পাওয়া যায়। ভাল লিখছেন ধন্যবাদ ।
৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৮
দীপঙ্কর বেরা বলেছেন: আন্তরিক ধন্যবাদ
ভালো থাকবেন
৬| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২২
সকাল রয় বলেছেন:
৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৮
দীপঙ্কর বেরা বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
তারেক ফাহিম বলেছেন:
সম্মান জীবনের পাশা।
চমৎকার লিখছেন।