![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম থেকে উঠে দেখি বাবা কাজে গেছে
রাতে ঘুম যাই দেখি বাবা এসে গেছে
সারা দিন মাঠে ঘাটে বাবা কাজ করে
ঘরে ফিরে দুখ সুখ যোগ ভাগ করে,
ফুল বনে কাঁটা কীট বাবা দূরে রাখে
ভালোটুকু বেছে বেছে বাবা খুঁজে রাখে
একা হাতে মেঘ ঝড় বাবা ছাতা ধরে
বট গাছ ছায়া তল বাবা স্নেহ ‘পরে।
শুধু হাসি খুশি খুশি বাবা ভর্তি ঘর
কথা শুনি শ্রোতা সব বাবা দৃঢ় স্বর
পথ চেনা পথ দেখা বাবা মোহ যথা
রোদ তাপ মহী টান বাবা কিছু কথা।
চেয়ে দেখি আমি বাবা শুনি তার পরে
বাবা ডাক বুকে ভরা বাবা নাই ঘরে।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৬
দীপঙ্কর বেরা বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৬
সকাল রয় বলেছেন:
কবি
কবিতা
ভালো
লাগছে
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৭
দীপঙ্কর বেরা বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো থাকবেন
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩০
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: সত্যিই বাবা বটবৃক্ষের ছায়ার মতন।
শুভ কামনা কবি।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৭
দীপঙ্কর বেরা বলেছেন: ঠিক তাই। ভাল থাকবেন।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৭
ওমেরা বলেছেন: বাবা নিয়ে কবিতা ভাল হয়েছে ।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৭
দীপঙ্কর বেরা বলেছেন: ধন্যবাদ । ভাল থাকবেন ।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: বাবা যেন সংসারের এক মহিরুহ।