![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(গল্প কিংবা গল্পের মত)
পুরো সাদা হ্যাট কোট বুট পরে ঠিক একটার সময় এক্সাইডের ফাইভ স্টার রেস্টুরেণ্টে ঢোকে স্বপন(পদবী মনে নেই)। দারোয়ান সেলাম ঠুকে আগে থেকে বুক করা সিট দেখিয়ে দেয়।
ঠিক বিকেল তিনটে নাগাদ ময়লা ছেঁড়া কটূ গন্ধ জামা প্যাণ্ট পরে ধর্মতলায় ভিক্ষে করে সত্তু।
আমি চিনি। বলল – দাদা, ইদানিং সুখভোগে মন দিয়েছি। কাটমানি খেপমারির চেয়ে তো ভাল।
– আর ওসব
– ওসব ভুলে গেছি।
পথ চলতি সবাইকে দেখিয়ে স্বপন ওরফে সত্তু আমাকে বলল – দুটো ভিক্ষে দেন, বাবু। কতদিন খাই নি।
(এ রকম হতেও পারে। আমি দেখেছি, হয়)
২০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২০
দীপঙ্কর বেরা বলেছেন: আন্তরিক ধন্যবাদ
ভাল থাকবেন
২| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৩
কাইকর বলেছেন: সুন্দর
২০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২২
দীপঙ্কর বেরা বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল থাকবেন
৩| ২০ শে জুলাই, ২০১৮ রাত ১২:১০
রাজীব নুর বলেছেন: আপনি ঠিক লাইনেই আছেন।
২০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
দীপঙ্কর বেরা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৯
দৃষ্টিসীমানা বলেছেন: হ্যাঁ এর কাছাকাছি দেখেছি , আপনার বর্ণনাটি অল্প কথায় চমৎকার লাগল ।