![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ছেলেকে আমার মেয়েকে
আমি মানুষের মত মানুষ করবই।
কথাটা শুনে ভবা পাগলা বলেছিল
মানুষ করবে মানে কি করবে?
তোমার ছেলে তো মানুষই, মেয়েও তো মানুষ।
আরে বাবা, শুধু হাত পা মুখ চোখ থাকলে হবে
বোধ বুদ্ধি জ্ঞানে সবার সেরা করে গড়ে তুলবো।
একথা শুনে ভবা পাগলা হেসে বলেছিল
সেই তো প্রথা শিক্ষায় শিক্ষিত করবে
স্কুলে যাবে কলেজে উঠবে
আশপাশ চিনবে আকাশ মাটি জল চিনবে
বই শিক্ষায় বোধ বুদ্ধি জ্ঞান
খুঁটে খুঁটে মানুষ চিনে মানুষ হবে।
তা তো অবশ্যই।
তাহলে তো সেই ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর
কিংবা এ রকম কিছু পেশায়
বোধের আকাশ চাইবে
মানুষের মত মানুষ গড়ে তুলবে।
এভাবেই মানবতা আকাশ ছুঁয়েছে
ধ্বংসের মুখে জীবন বাঁচিয়েছে
বুকের মাঝে হৃদয় লালন করেছে
মাটি চিনে দশতলা বিশতলা বানিয়েছে।
তাই তো?
তুমি যদি বলো ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর
কিংবা এসব পেশায় না ঢুকিয়ে
মানুষের মত মানুষ করবে
তার মানে তোমার ছেলে মেয়েরা
ঠিক কি করবে?
তাদের পরিচয় কি হবে?
শুধু মানুষ। আমরা সবাই তো মানুষই।
আমিও তাই
আমার ছেলেকে আমার মেয়েকে
বই পড়াই
বইয়ের আনুষঙ্গিক নিয়ে জীবন কাটাতে উৎসাহ দিই
আর তাতেই
আমার ছেলেকে আমার মেয়েকে
আমি মানুষ করি।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৬
অভিশপ্ত জাহাজী বলেছেন: সবাই ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার হচ্ছে আজকাল। মানুষ হচ্ছে কজন।
সুন্দর কবিতা। ++
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৬
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাচ্চাদের মানুষ করানোই হোক মূল উদ্দেশ্য। শুভেচ্ছা।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৩৪
শুভ্র বিকেল বলেছেন: প্রতিটি ছেলে মেয়ে মানুষ হোক। শুভ কামনা।
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৬
দীপঙ্কর বেরা বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৪
মেহেদী হাসান হাসিব বলেছেন: মানুষের মতা মানুষের বড় অভাব সমাজে। নতুন প্রজন্মকে মানুষের মত মানুষ করাই উচিত।
আমার জন্য শুভ কামনা করবেন ভাই।