নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুখ ফেরানো মুখ

দীপঙ্কর বেরা

আমি ভাষা বাংলা ভালোবাসি

দীপঙ্কর বেরা › বিস্তারিত পোস্টঃ

না হলে আমার প্রেম হতো না

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩১


ভাগ্যিস দেখাশুনা করে বিয়ের ব্যবস্থা ছিল
না হলে আমার প্রেম হতো না।
চেনা নেই শোনা নেই এমনকি জানাও নেই
ভাগ্যিস এমন একজনের সাথে চারহাত এক করার প্রথা ছিল
না হলে আমার প্রেম হতো না।
দুটো পরিবার মেলামেশা করে
হৃদয়ের যদিদং তদিদং করার সমাজ সাক্ষী নিয়ম ছিল
তাই আমার বিয়ে হল হৃদয়ে হৃদয় এল
না হলে আমার প্রেম হতো না।

সংসারের উদয় অস্ত পরিশ্রমে
বসন্তে আমার হৃদয় কাঁপত কি না
খেয়াল করি নি,
কতজন ভালো লেগেছিল
হৃদয়ের কথা হৃদয়ে রয়ে গেছে
মুখে বলার সাহস যোগাতে পারি নি,
স্কুল ফাঁকি দিয়ে কলেজ কাট করে
কিংবা কাজ ডিট রেখে আমি
অন্য কাওকে পার্কে ডেকে নিয়ে যাওয়ার হিম্মত দেখাতে পারি নি
কসবার কোন বদ্ধ হোটেলে হাতে হাত
বলা না বলা কথায়
অন্য কারও চোখে চোখ আমার চোখে পড়ে নি।
তাই আমার কারো সাথে প্রেম করা হয়ে ওঠেনি।

ভাগ্যিস দেখাশুনা করে বিয়ের ব্যবস্থা ছিল
না হলে আমার প্রেম হতো না।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

মাহমুদুর রহমান বলেছেন: মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়!

২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৬

দীপঙ্কর বেরা বলেছেন: ধন্যবাদ ।ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.