![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজা উজির সাধারণ ভিখারী
সবাই বিত্ত খোঁজে,
একেবারে হা-ঘরে বোঝবুদ্ধিহীন চালচুলোহীন ছাড়া
সবাই নিজেকে মধ্যবিত্ত ভাবে।
সবাই আরো চাই আরো চাই
এরকম আকণ্ঠ বিত্ত পিপাসায় ডুবে থাকে।
সবসময় সম্মানের এপাশে ওপাশে ঘোরাঘুরি করে
একটু একটু করে মর্যাদার সিঁড়িতে ওঠার চেষ্টা করে
প্রতিষ্ঠার লক্ষ্যে বেশ জাঁকিয়ে বসে
বিলাসিতার এককাঠি এককাঠি করে
প্রায় সর্বোচ্চের দিকে বরাবর এগিয়ে যায়।
এবং প্রায়ই মধ্যবিত্তের মত ভান করে
- জানেন ওসবে আমার একটুও লোভ নেই
আমি মাটির মানুষ হয়ে থাকতে চাই।
কেউ কেউ একে অপরের দিকে আঙুল তোলে
ও বেটা উচ্চবিত্ত,
আমাদের মত মধ্যবিত্তের মর্ম কি করে বুঝবে?
তাই আদপে সবাই মধ্যবিত্ত।
০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫
দীপঙ্কর বেরা বলেছেন: ধন্যবাদ
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩২
রাজীব নুর বলেছেন: একদম সত্য কবিতা।