![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার ভাবনাকে আপনি কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবেন? যতদূর আপনি ভাবনার গণ্ডি তৈরি করতে পারবেন।
এই ভাবনার গণ্ডি আপনি কতদূর প্রসারিত করতে পারবেন? যতদূর আপনি আপনার জ্ঞান বোধ বুদ্ধি প্রসারিত করতে পারবেন।
এই জ্ঞান বোধ বুদ্ধি আপনি কতদূর প্রসারিত করতে পারবেন? যতদূর যত বেশি আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন।
এই শিক্ষা আপনি কতদূর কতটা বেশি প্রসারিত বা জমা করতে পারবেন। যতদূর বা যতটা বেশি আপনি প্রকৃতির থেকে মানুষের থেকে বই থেকে আপনার দুচোখ খোলা জীবন থেকে গ্রহণ করতে পারবেন।
ভাবনা হল পুঞ্জীভূত জীবনের দু এক ফোঁটা রস। সেই ভাবনার মধ্যে সৃষ্টি থাকলে অথবা সৃষ্টিমূলক কিছু ভাবলে তার অনেকদিক অনেক মুখ তৈরি হয়ে যায়। কিন্তু ভাবনার মধ্যে ধ্বংসমূলক কিছু থাকলে তার মুখ একটা। শুধু ধ্বংস বা শেষ। যার আর অন্য কোন ভাবনা নাই। দিক নাই। দিশা নাই।
কিন্তু সৃষ্টির শুরু নাই শেষ নাই শুধু তৃপ্তি আছে। আদিগন্ত জীবন আছে। তাই ভাবুন। ভাবার জন্য জীবন সঞ্জয় করুন। তার থেকে ভাবনার নির্যাস বের করে জীবনকে রসসিক্ত করুন।
২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১১
দীপঙ্কর বেরা বলেছেন: ধন্যবাদ
ভাল থাকবেন
২| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:২৩
রাফা বলেছেন: শতভাগ সত্য ,ধংসের পথ একটাই।
আর সৃষ্টির পথ শতধাবিভক্ত।
সৃষ্টিতেই সন্তষ্টি ।
ধন্যবাদ,দী.বেরা।
২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১০
দীপঙ্কর বেরা বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল থাকবেন
৩| ২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৬
রাজীব নুর বলেছেন: সুন্দর ভাবনা।
২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১১
দীপঙ্কর বেরা বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল থাকবেন
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৩৬
সুদীপ কুমার বলেছেন: অনেকদিন পর আপনার লেখা পেলাম।