![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরতের পূর্ণচন্দ্র তুমি সাহিত্যের ,
কথার প্রাঞ্জল ভাষা লোক সমাজের ;
নারীর বিচিত্র রূপ তোমার কলমে
নিখুঁত দেখার মন ভাবনা মরমে ।
সব চরিত্র মোদের খুব জানা শোনা
পাই খুঁজে ‘গৃহদাহ’ ও ‘দেনা পাওনা’,
‘পল্লীসমাজ’ ‘শ্রীকান্ত’ ‘নিষ্কৃতি’ ‘দত্তা’য়
সামাজিক প্রতিচ্ছবি ‘অরক্ষণীয়া’য় ।
প্রেমের অমরা রূপ তুমি ‘দেবদাস’
‘পরিণীতা’ ‘চরিত্রহীন’ ও ‘বিপ্রদাস’ ।
স্নেহের আঁচলে বাঁধা ‘রামের সুমতি’
‘বিন্দুর ছেলে’ ‘মহেশ’ ‘মেজদিদি’ প্রতি ।
‘নারীর মূল্য’ আজও ভাবনা সার্বিক ,
শরৎচন্দ্র আমার প্রিয় সাহিত্যিক।।
২| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২২
নার্গিস জামান বলেছেন: সুন্দর
৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৯
কিরমানী লিটন বলেছেন: একরাশ মুগ্ধতা - নান্দনিক.....
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ২:২৩
জগতারন বলেছেন:
প্রিয় শরৎচন্দ্র চঃ -এর দেবাদাস বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ।
প্রিয় শরৎচন্দ্র চঃ -এর প্রতি শ্রদ্ধা।