নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ জালো

জবানবন্দী : যাহা বলিব সত্য বলিব; অপ্রিয় হইলে ঘুরাইয়া বলিব, তবুও সত্য বৈ মিথ্যা বলিব না.... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ এই প্রফাইলের চরিত্র মোটে-ই কাল্পনিক নহে, সম্পূর্ণ বাস্তবিক| জীবিত বা মৃত অন্য কাহার চরিত্রের সাথে ইহার কোনো প্রকার মিল থাকার কোনো রূপ সম্ভাবনা-ই নাই| এই প্রফাইলের মালিক সম্পূর্ণ অরাজনৈতিক নহে, তবে পরিচিত বা অপরিচিত, প্রকাস্য বা অপ্রকাস্য, প্রসিদ্ধ বা নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের সাথে ইহার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের যোগাযোগ কেউ খুজিয়া পাইলে তাহা কাকতালীয় ঘটনা ছাড়া আর কিছু-ই নহে বলিয়া সজ্ঞানে স্বীকারোক্তি দেওয়া হইলো| দাড়ি থাকার কারণে যদি কেউ জঙ্গি বলিয়া ভ্রম করেন তাহা হইলে তাহা তাহার একান্ত-ই বেক্তিগত দৈন্য চিন্তার বহিপ্রকাশ বলিয়া বিবেচিত হইবে, কারণ দাড়ি কোনো জঙ্গি কিংবা মৌলবাদী গোষ্ঠির ট্রেডমার্ক নহে| প্রফাইলের মালিকের কোনো পোস্ট বা কমেন্ট কাউকে আহত করিলে, তাহা ইচ্ছাকৃত হউক আর অনিচ্ছাকৃত-ই হউক...তাহার জন্য আইন-আদালত মামলা-মোকাদ্দমা করিবার কোনো রূপ প্রয়োজন নাই, অত্যন্ত নিরীহ বিধায় ইহাকে আড়ালে ডাকিয়া নিয়া মৃদু ভর্ত্সনা করিলেই ইহার যথেষ্ঠ শিক্ষা হইবে|

দীপ জালো › বিস্তারিত পোস্টঃ

ব্রেকিং নিউজ

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪১

ব্রেকিং নিউজ : বেলা ১২ টায় সংসদ ভবন-এর মিডিয়া সেন্টারে পৃথক ভাবে সংবাদ সম্মেলন ডেকেছেন মাননীয় প্রধান মন্ত্রী ও বিরোধী দলীয় নেতা।

♥♥☆;★:☆:★;☆♥♥☆;★:☆:★;☆♥♥☆;★:☆:★;☆♥♥



বেলা ১২টা। বাংলাদেশ অচল। সাংবাদিক-সহ বিভিন্ন পেশাজীবি ও বিশিষ্ট মানুষে কানায় কানায় ভর্তী সংসদ ভবন ও এর আশেপাশের সকল এলাকা। সারা দেশ কেউ রাস্তায় নেই, কোন কাজে নেই, কেবল অধীর আগ্রহে টিভি সেটের সামনে নিশব্দ অবস্থান সবার। কি বিষয় ! আলাদা আলাদা ভাবে কিন্তু একই স্থানে একই সময়ে ২ নেত্রীর সংবাদ সম্মেলন ! অবশেষে ঘড়িতে কাটায় কাটায় ১২টা। সারাদেশের দম বন্ধ।



নির্ঘুম চোখ নিয়ে ২ নেত্রীর একই সাথে মিডিয়া সেন্টারে প্রবেশ, ফোলা চোখে কিছুটা কান্নার ছাপ। পাশাপাশি ২জন বসে একজন আর একজনকে শুরু করার অনুরোধ করলেন। প্রতিটি সেকেন্ড যেন এক-একটি যুগ। সব দলীয় শীর্ষ নেতারা হতবাক! তারা কেউই কিছু জানেন না কি হতে চলেছে।



অবশেষে নিরবতা ভাঙ্গলেন প্রধানমন্ত্রী।

”আপনারা আমাদের কি ভেবেছেন ? দেশ নিয়ে কি আপনারা আমাদের চেয়ে বেশী চিন্তিত ?“

দীর্ঘশ্বাস ফেলে এইবার শুরু করলেন বিরোধী দলীয় নেতা “দেশ কি আমাদেরও না? আমরা কি দেশ নিয়ে ভাবি না!” কট্টরপন্থী কিছু নেতাদের গা কাপছে রাগে ও হতাশায়, এ সব হচ্ছে কি! তারা কিছুই জানেন না! পধান মন্ত্রী বললেন “একান্ত গোপনে দীর্ঘসময় নিয়ে আমরা বৈঠক করেছি, দেশী-বিদেশী কোন কুটনৈতীক তৎপরতায় না, একান্ত নিজেদের উদ্যোগে আলোচনা করে ঠিক করেছি দেশের জন্য আমাদের কি করা উচিৎ। আমাদের কোন নেতাদের সাথে এবিষয়ে কোন আলোচনা করা হয়নি, আশা করি উনারা এটাকে গ্রহন করবেন।”

প্রধান মন্ত্রী বিরোধী দলের নেতার চোখে চোখ রাখলে এবার তিনি শুরু করলেন, “জীবনের শেষ সময়টুকু আমরা কোন দলের নেত্রী নয়, গোটা দেশের “মা” হিসেবে দেশটাকে লালন-পালন করে যেতে চাই। ক্ষমতার কেন্দ্র নয় নিজেদের আমরা ভালোবাসা আর বন্ধনের কেন্দ্রে পরিনত করতে চাই।” তাদের চোখের কোনে জলের ঝিলিক।



রুদ্ধ শ্বাসে গিলছে বাংলাদেশের মানুষ, কারো কারো চোখের কোন ভিজে উঠতে শুরু করেছে গভীর শ্রদ্ধা আর আবেগে । গোটা জাতী কবরের নিরবতা আর বেহেস্তের স্নিগ্ধতায় আপ্লুত। প্রতিটি শব্দ যেন গোগ্রাসে গিলছে আর পরের শব্দটি শুনতে অধীর অপেক্ষায় মোহময়...



♥♥☆;★:☆:★;☆♥♥☆;★:☆:★;☆♥♥☆;★:☆:★;☆♥♥



চলেন, সবাই মিলে আজ না হয় এই একই স্বপ্ন দেখি, আর স্বপ্নটিকে ছড়িয়ে দেই হতাশাবাদী সকল মানুষের হৃদয়ে .....

জয় বাংলা, বাংলাদেশের জয়~~~~

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫১

রিওমারে বলেছেন: ৪২ বছর আগেও বলেছেন জয় বাংলা এখন ও বলছেন জয় বাংলা ।। তার মানে জয় এখন ও করতে পারেন নাই।। আসলে চোর আর ডাকাতদের জয় ঠিকই হয়েছে বাংলার মাটিতে শুধু পরাজয় হয়েছে সাধারন খেটে খাওয়া মানুষ দের যারা দেশের জন্য যুদ্ধে ঝাপিয়ে পরে জীবন দিয়েছিল ।।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

দীপ জালো বলেছেন: একমত!

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৩

স্বপ্নবাজ শয়ন বলেছেন: ৪২ বছর আগেও বলেছেন জয় বাংলা এখন ও বলছেন জয় বাংলা ।। তার মানে জয় এখন ও করতে পারেন নাই।। আসলে চোর আর ডাকাতদের জয় ঠিকই হয়েছে বাংলার মাটিতে শুধু পরাজয় হয়েছে সাধারন খেটে খাওয়া মানুষ দের যারা দেশের জন্য যুদ্ধে ঝাপিয়ে পরে জীবন দিয়েছিল ।।

একমত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.