নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ জালো

জবানবন্দী : যাহা বলিব সত্য বলিব; অপ্রিয় হইলে ঘুরাইয়া বলিব, তবুও সত্য বৈ মিথ্যা বলিব না.... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ এই প্রফাইলের চরিত্র মোটে-ই কাল্পনিক নহে, সম্পূর্ণ বাস্তবিক| জীবিত বা মৃত অন্য কাহার চরিত্রের সাথে ইহার কোনো প্রকার মিল থাকার কোনো রূপ সম্ভাবনা-ই নাই| এই প্রফাইলের মালিক সম্পূর্ণ অরাজনৈতিক নহে, তবে পরিচিত বা অপরিচিত, প্রকাস্য বা অপ্রকাস্য, প্রসিদ্ধ বা নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের সাথে ইহার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের যোগাযোগ কেউ খুজিয়া পাইলে তাহা কাকতালীয় ঘটনা ছাড়া আর কিছু-ই নহে বলিয়া সজ্ঞানে স্বীকারোক্তি দেওয়া হইলো| দাড়ি থাকার কারণে যদি কেউ জঙ্গি বলিয়া ভ্রম করেন তাহা হইলে তাহা তাহার একান্ত-ই বেক্তিগত দৈন্য চিন্তার বহিপ্রকাশ বলিয়া বিবেচিত হইবে, কারণ দাড়ি কোনো জঙ্গি কিংবা মৌলবাদী গোষ্ঠির ট্রেডমার্ক নহে| প্রফাইলের মালিকের কোনো পোস্ট বা কমেন্ট কাউকে আহত করিলে, তাহা ইচ্ছাকৃত হউক আর অনিচ্ছাকৃত-ই হউক...তাহার জন্য আইন-আদালত মামলা-মোকাদ্দমা করিবার কোনো রূপ প্রয়োজন নাই, অত্যন্ত নিরীহ বিধায় ইহাকে আড়ালে ডাকিয়া নিয়া মৃদু ভর্ত্সনা করিলেই ইহার যথেষ্ঠ শিক্ষা হইবে|

দীপ জালো › বিস্তারিত পোস্টঃ

দেশী সনদপ্রাপ্ত বিদেশী গম

০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৬

আমার এক স্কুল শিক্ষকের কাছ থেকে একটি গল্প শুনে ক্লাস রুমে হেসে গড়াগড়ি খেয়েছিলাম ! ক্লাস ফাইভ হবে তখন, তাই হয়তো বাস্তবতা না বুঝে- সিরিয়াস গল্পেই হেসেছিলাম।

আজ কেন সে গল্প মনে পড়লো, তা বলার আগে গল্পটা বলি:

যুদ্ধক্ষেত্রে যুদ্ধবিরতী চলছিল। সে অবস্থায় রেডক্রস-এর কর্মীরা ছড়িয়ে-ছিটিয়ে থাকা লাশ সরাচ্ছিল আর অসুস্থদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছিল। অভিজ্ঞ এমবিবিএস-এফআরসিএস ডাক্তারগন হেটে হেটে যুদ্ধে মৃত লাশগুলোর গায়ে সীল মেরে মেরে এগুচ্ছিল আর পেছন পেছন ডোম-রা সীল দেখে দেখে লাশগুলোকে তুলছিল লাশবাহী গাড়িতে আর সীল ছাড়া অসুস্থদের এ্যম্বুলেন্সে।
হঠাৎ ডোমরা একটা সীলমারা লাশ উঠাতে গেলে সেটি নড়েচড়ে উঠলো। ডোমরা কেয়ার করলো না.. লাশবাহী গাড়ীটির দিকে তাকে নিয়ে রওয়ানা করলো, অবস্থা সুবিধার না আঁচ করতে পেরে যুদ্ধাহত সৈনিকটি চিৎকার করে উঠলো, “আমাকে কই নিয়া যাও? আমিতো মরি নাই, আমিতো আহত”।
ডোমরা কর্নপাত করলো না, বললো “গায়ে সীল মারা আছে”।
সৈনিকটি সমানে চিৎকার করছে, “আরে ভুলে সীল দিছে, আমি নিজে কথা বলে বলছি আমি বেঁচে আছি....”
ডোমরা নির্বিকার, এক ডোম বললো, “চুপ থাক, ফাইভ পাশ সেপাই, তুই কইলেই হইবে! বড় বড় পাশ দেওয়া ডাক্তারদের চেয়ে তুই বেশী বুঝস? ডাক্তাররা মরাগো সীল মারে, তারা যখন তোরে সীল মাইরা দিছে- তখন তো তুই মরা, চুপ কইরা পইরা থাক”।

গম বিষয়ক ভাবনাই আমাকে স্কুলের গল্পটা মনে করিয়ে দিয়েছিল। ছোটবেলা থেকেই আটা চিনতাম, গম চিনতাম না। আস্তা আটা বা গুড়া হওয়ার আগের অবস্থার গম দেখছি বেশী দিন হয়নি। গমের আমরা কি বুঝি!! খাদ্য অধিদপ্তরের প্রতিবেদনে যে গম সম্পর্কে বলা হয়েছে “গমের দানা ভাঙ্গাচোরা, পুৃঁচকানো বা পোকাওয়ালা হলেও তা খাবার উপযোগী (বাংলাদেশ প্রতিদিন, ৬ জুলাই, ২০১৫)”। প্রতিবেদনে আরো বলা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে এ গম প্রেরন করা হলে তাতে প্রোটিনের মাত্রা যাচাই করে চুক্তিপত্রে বর্নিত নির্দেশের চেয়ে বেশী প্রোটিন রয়েছে মর্মে ফলাফল দেওয়া হয়। খাদ্য মন্ত্রনালয় কর্তৃক ১৪টি নমুনা বিসিএসআইআর-এ (সাইন্স ল্যাব) পাঠানো হলে গমের মান ভালো বলে প্রত্যয়ন করা হয়।”
“প্রসঙ্গত, গত ৩০ জুন ব্রাজিল থেকে আমদানী করা প্রায় ৪০০ কোটি টাকা মূল্যের গম মানুষের খাওয়ার উপযোগী কি না- তা জানতে চান হাইকোর্ট।”

ফাইভ পাশ সৈনিকের বোকামীর কারনে ফাইভে পড়ুয়া আমি তখন হেসেছিলাম কিনা, তা মনে নেই, তবে এখন আর হাসছি না! এখন আমি জানি যে, গম বিষয়ে আমার কোন ধারনা নাই, গমের আমি কিচ্ছু বুঝি না... বিদেশী এ গম নিয়ে দেশীয় সংশ্লিষ্ট অভিজ্ঞরা যখন সনদ প্রদান করেছে তখন আমাদের মুখ বন্ধ করে এই গমের তৈরী সুস্বাদু খাবার খাওয়াই শিক্ষিতের লক্ষন।

গম খেলে আয়ুর্বেদ মতে: গম মধুর বায়ু ও পিত্ত নাশ করে, গুরুপাক অর্থাৎ হজম করতে দেরি হয়, শুক্রবৃদ্ধি করে, স্নিগ্ধ, শরীরে বল আনে, ভাঙাকে জোড়া দিতে সাহায্য করে (ভগ্নসংযোজক), সারক (মল, মূত্র, বায়ু নিঃসরণ করে), শরীরের দৃঢ়তা বৃদ্ধি করে, গায়ের রঙ পরিষ্কার করে (বর্ণপ্রসাদক) ও রুচি বৃদ্ধি করে (রুচিকর)।

আর যদি দেশী সনদ প্রাপ্ত এই বিদেশী গম খাওয়া যায়, তাহলে তো অবশ্যই সবকিছু বেশী বেশী মাত্রায় অর্জন সম্ভব। এখন প্রয়োজন, টেলিভিষন চ্যানেলগুলোতে রান্না বিষয়ক অনুষ্ঠানগুলোতে বেশী বেশী করে গম-জাত খাবারের রেসিপি দেখানো এবং দেশের সচেতন জনগনের বেশী বেশী করে গমের রেসিপি লিখে গুগল সার্চ দেয়া।
তাহলেই দ্রুত ব্যবস্থা হয়ে যাবে দেশী সনদপ্রাপ্ত বিদেশী গমের।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫১

ভ্যাম্পায়ার রনি বলেছেন: গমের ব্যাবহার ,গমের সাথে সেলফীঃ গম পার্টিতে গমের সাথে সেলফী মানে গমফী তুলে ফেসবুকে আপলোড দিয়ে সবচেয়ে বেশি লাইক পেলেই সরকার উপহার দিতে পারে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.