![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলকে রাখীর অনেক অনেক অনেক শুভেচ্ছা----
তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে।
সূর্য যেমন ধরার করে আলোক-রাখী জড়ায় প্রাতে।।
তোমার আশিষ আমার কাজে সফল হবে বিশ্ব-মাঝে,
জ্বলবে তোমার দীপ্ত শিখা আমার সকল বেদনাতে।।
কর্ম করি যে হাত লয়ে কর্ম বাঁধন তারে বাঁধে
ফলের আশা শিকল হয়ে জড়িয়ে ধরে জটিল ফাঁদে।
তোমার রাখী বাঁধো আঁটি – সকল বাঁধন যাবে কাটি,
কর্ম তখন বীনার মতন বাজবে মধুর মূর্ছনাতে।।
---রবীন্দ্রনাথ ঠাকুর
০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৫
দীপান্বিতা বলেছেন: রাখী বন্ধনের উপর বাংলা কবিতা খুঁজছি......পেলে যানাবেন.....
২| ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩২
বিপ্লব কান্তি বলেছেন: হুম
০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৬
দীপান্বিতা বলেছেন:
৩| ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৫
সোহানা মাহবুব বলেছেন: দীপ...........তোমাকেও শুভেচ্ছা। কেমন আছ?
ছবি আর কবিতা কিউট হয়েছে।
+++
নতুন লেখা দিয়েছি।
পড়ে এসো।
শুভকামনা।
০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৪২
দীপান্বিতা বলেছেন: অনেক ধন্যবাদ.....
ভাল আছি......রাখীর শুভেচ্ছা নেবে.....
আমার তরফ থেকে একটা রাখী তুমি হাতে বেঁধো......ভাল লাগবে......বন্ধুত্বের বন্ধন .....
এক্ষুনি দেখছি...আগেই দেখা উচিত ছিল!...নিজের তালেই আছি...
৪| ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৬
সিটিজি৪বিডি বলেছেন: তোমারেই করিয়াছি জীবনের ধ্রবতারা.................... গানটা শুনছি।
০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৪
দীপান্বিতা বলেছেন: অপূর্ব!.........রাখীর শুভেচ্ছা রইল......ভাল থাকবেন.....
৫| ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৪০
তায়েফ আহমাদ বলেছেন: হাতে বাইন্ধ্যা লইলাম।
০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫০
দীপান্বিতা বলেছেন: খুব প্রিত হলাম......রাখীর শুভেচ্ছাও নেবেন....
৬| ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৫
বুলবুল আহমেদ পান্না বলেছেন: শুভ রাখী বন্ধন।
০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫১
দীপান্বিতা বলেছেন: আপনাকেও রাখীর অনেক শুভেচ্ছা .....
৭| ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৮
হাসান মাহবুব বলেছেন: কবিতার শ্যাষে বুইড়ার নাম না ল্যাকলে তো ভাব্তাম যে এইডা আপ্নার্লেখা, মাইনাচ দেয়ার প্রস্তুতি নিতাসিলাম......
শুভ রাখী বন্ধন!
০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৪
দীপান্বিতা বলেছেন: বাঃ...... 'বুইড়া’ ছিল বলেই উত্রে গেলাম .......
আপনাকেও অনেক রাখীর শুভেচ্ছা ....
৮| ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৮
রনি রাজশাহী বলেছেন: লইলাম বিনিময়ে থ্যান্কু দিলাম।
০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৬
দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ .....
বাঃ!......রাখী কেবল ছেলেদের নয় আর এখন! ইচ্ছে করলে আপনিও পরাতে পারেন .....
৯| ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৯
ভেবে ভেবে বলি বলেছেন: রাখি তো সাধারণতঃ বোনরা ভাইদেরকে দেয়, এক্ষেত্রে সেই চান্স নেই (কারণ আপনি বা আমি কেউই পুরুষজাতির কর্ণধার নই )। তো আসেন, নতুন রাখীর প্রচলন করি, যে রাখি এক বোন আরেক বোনকে পরিয়ে দেবে।
মাই গ্রেট প্লেজার, প্রথমে আমি আপনাকে পরিয়ে দিলাম।
০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:০০
দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ .....ধন্যবাদ ......
আমিও পরালাম......আর সঙ্গে মিষ্টিও......
আমরা স্কুলে(মেয়েদের) চুটিয়ে বন্ধুদের আজ রাখী দেওয়া-নেওয়া করতাম......টিচারদেরও.........কলেজেও মজা হত...
১০| ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫২
জনৈক আরাফাত বলেছেন: চমৎকার
০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:০২
দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ......শুভ রাখী .....
১১| ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৮
লেখাজোকা শামীম বলেছেন: আমি রাখী পড়লাম। আপনে এইডা পড়েন।
Click This Link
০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৯
দীপান্বিতা বলেছেন: অনেক ধন্যবাদ.......
এই তো ১ম একজন এলেন......
পড়লাম, আর কলেজেও আজ প্রচুর এবসেন্ট হয় এই ভেবে, পেট ফেটে যাচ্ছে ....
১২| ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৮
সিউল রায়হান বলেছেন: ওকে......... আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা.......
আপনার কথামত রাখীও পড়লাম:
আর এইটা আপনার জন্যে......:
ভাল থাকবেন....... আর হ্যা, আপনার উপর হিংসা লাগছে....আমার ৬ মাসে যত কমেন্ট ও হিট আপনার এক মাসেই অতগুলো হয়ে গেছে...... আপনিতো সেইরকম ফেমাস হয়ে গেছেন
০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৯
দীপান্বিতা বলেছেন: উঁহু! চলবে না!......২টোতেই আমি আপনাকে পড়াচ্ছি মনে হচ্ছে...
হাঃ...হাঃ .........মজা করছি......অনেক অনেক ধন্যবাদ....
বারে!......ওটা আবার আমি ‘নারী’ আপনি ‘পুরুষ’......এ কারনে নয় তো!!!......
আমরা আগে –‘মানুষ’......তার মানে! আমি আপনার চেয়ে ভাল লিখছি!......কি মজা
হাঃ...হাঃ .........এটাও মজাই করলাম......কিছু মনে করবেন না, যেন!
১৩| ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৯
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: প্রিয় বোন আমার,
সোহাগ জড়ানো দুটি হাতে
পড়াও যখন রাখী,
সুখের জোয়ার উথলে ওঠে
ছলছল করে আঁখী।
অন্যরকম ভাল লাগায়
মনটা ভরে যায়,
আঁধার কষ্টের জীবন আমার..
শান্তির ছোঁয়া পায়...
০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৫
দীপান্বিতা বলেছেন: অসংখ্য ধন্যবাদ .......
এটা আপনার লেখা!......খুব ভাল লাগল......
যানেন সকালে ভাইকে রাখী পড়িয়েই ব্লগের কথা মনে পরল......
তো, কি লিখি!......কবিতা ভাল লাগে কিন্তু ও আমার দ্বারা হয় না......
বেশী যানিও না!......তা, কবি গুরু রক্ষা করলেন......
আবারও ধন্যবাদ......রাখীর শুভেচ্ছা নেবেন...
১৪| ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:২১
জটিল বলেছেন: হুম কখনো এই অভিজ্ঞতা হয়নি অবশ্য , তবে শুভেচ্ছা রইল , বন্ধন দৃঢ় হোক সকলের এটাই কাম্য
০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫০
দীপান্বিতা বলেছেন: অবশ্যই ......
আপনাকেও রাখীর অনেক শুভেচ্ছা ......
১৫| ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৭
শান্তির দেবদূত বলেছেন: আজকে কি ভাইফোঁটা দিবস !
এক সময় এই দিনটার জন্য কত অপেক্ষা করতাম ,আর এখন ভুলেই যাই
শুভেচ্ছা রইলো
০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৫
দীপান্বিতা বলেছেন: না, দাদা! আজ রাখী দিবস!
ভুলবেন না, প্লিস্!
আমার তরফ থেকে ২টো রাখী গেল......
রাখী দিবসে প্রণাম নেবেন...
১৬| ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৭
সিউল রায়হান বলেছেন: লিংক দিতে ভুল হয়ে গেছে.......... যাই হোক, আপনার জন্যে এটা
:
আর তুলনাটা শুধুই ফান......... নাথিং সিরিয়াস....... নারী পুরুষ না...... একটু অপেক্ষা করেন...... পরীক্ষাটা শেষ হোক, আবার ফুল স্পীডে ব্লগিং শুরু করে আপনাকে কাটিয়ে যাব
০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:০০
দীপান্বিতা বলেছেন: আরিব্বাস্! চকলেট! Tnks… Tnks....
কি পড়া হয়!......অনেক ছোট মনে হচ্ছে!......মন দিয়ে পড়বে…সারাদিন ব্লগ নয়
…রেজাল্ট ভাল হওয়া চাই!
(একটু জ্ঞান দিয়ে গেলাম)
১৭| ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৬
নকীবুল বারী বলেছেন: এইটা আবার কুন দিবস??????!!!!!!!!!!!!!!!
০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:০৩
দীপান্বিতা বলেছেন: রাখী দিবস .....সৌভাতৃত্তের দিবস ....
শুভেচ্ছা নেবেন ...
১৮| ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৬
জানা বলেছেন:
রাখীর শুভেচ্ছা আর অশেষ ভালবাসা রইলো সবা----র জন্য।
'বুড়ো'র আর একটা অসাধারণ গান এখানে পড়ুন:
"আমারে দিই তোমার হাতে
নূতন করে নূতন প্রাতে।
দিনে দিনেই ফুল যে ফোটে, তেমনি করেই ফুটে ওঠে
জীবন তোমার আঙিনাতে
নূতন ক'রে নূতন প্রাতে।
বিচ্ছেদেরই ছন্দ লয়ে
মিলন ওঠে নবীন হয়ে।
আলো-অন্ধকারের তীরে হারায়ে পাই ফিরে ফিরে,
দেখা আমার তোমার সাথে
নূতন করে নূতন প্রাতে।"
(পর্যায়: পূজা)
০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৭
দীপান্বিতা বলেছেন: খুব ভাল লাগল......রাখীর অনেক শুভেচ্ছা ......
গানের লিংকটা দিতে পারেন!
১৯| ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫১
তাজা কলম বলেছেন: ব্লগের সব লুলুবাবু, ফুলবানু সহ সবার সাথে সবার হোক রাখী বন্ধন।
HAPPY RAKHI DAY!!
০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪০
দীপান্বিতা বলেছেন: আচ্ছা, অনেকগুলো শব্দ আছে ব্লগে এসে দেখছি......১মে বুঝতাম না......এখন বুঝি এগুলো ভাল শব্দ না......সবচেয়ে বেশি দেখি ‘লুলু’ মানেটা কি! এখানে যেমন জেলকে ‘শ্বশুড়বাড়ি’ বলে, অমন ব্যাপার, নাকি!...অন্যের ব্লগে গিয়েতো জিজ্ঞেস করাটা বোকা বোকা হয়ে যায়......ভালই হল!......এই যে তাজা কমল আপনি ঠিক কি! লুলুবাবু না ফুলুবাবু......আপনিই বলুন............মানেটা ঠিক কি?
আর রাখীর অনেক শুভেচ্ছা ...
২০| ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:১০
ইমন জুবায়ের বলেছেন: "আমারে দিই তোমার হাতে
নূতন করে নূতন প্রাতে।
দিনে দিনেই ফুল যে ফোটে, তেমনি করেই ফুটে ওঠে
জীবন তোমার আঙিনাতে
নূতন ক'রে নূতন প্রাতে।
০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৫
দীপান্বিতা বলেছেন: কথাটা কি সুন্দর, তাই না!
ইমন রাখীর উপর আর কিছু কবিতা জানেন!
আপনাকে অনেক....অ-নে-ক রাখী বন্ধনের শুভেচ্ছা.........
২১| ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫০
ইমন জুবায়ের বলেছেন: পেলে দেব।
০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ......
২২| ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫২
শ।মসীর বলেছেন: রিস্কি একটা দিন কি বলেন ?? যেকোন সময় ধরা খাওয়ার চান্স আছে।
শুভেচ্ছা রইলো
০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৮
দীপান্বিতা বলেছেন: হাঃ...হাঃ....তা আর বলতে! ........
আপনাকেও অনেক শুভেচ্ছা ....
২৩| ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৩
শাওন৩৫০৪ বলেছেন: রাখী দেখি নাই....
০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
দীপান্বিতা বলেছেন: সে কি!......এইতো উপরে কবিগুরুর কবিতাটির আগেই মিষ্টির সাথে আপনার জন্য রেখেছি!
ঠিক আছে আপনাকে আরেকটা পরাছি ....
২৪| ০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০০
শান্তির দেবদূত বলেছেন: ও, আমি তো জানতাম ভাই ফোঁটা আর রাখি বাঁধা একই দিনে হয়। আপনাদের ঐখানের ব্যাপার তাহলে জানি না, কিন্তু বাংলাদেশে মনে হয় তাই হয়।
ওকে, যাই হোক, রাখী দিবসের শুভেচ্ছা
০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৯
দীপান্বিতা বলেছেন: দেখেছেন! আমি কিচ্ছু জানি না!......আপনাদের রাখী আর ভাইফোঁটা একসাথে হয়!......কখন!......আমাদের তো কালীপূজোর একদিন পরে ভাইফোঁটা হয়!
আপনাকেও রাখী দিবসের শুভেচ্ছা ....
২৫| ০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৩
তাজা কলম বলেছেন: আরে বাবা, শব্দের কি দোষ আপু। নির্ভর করে তা ব্যবহারের উপর। ধরে নিন লুলু বাবুরা হচ্ছে পুরুষ প্রজাতির রোমান্টিক ব্লগার আর ফুলবানুরা হচ্ছে নারী প্রজাতির রোমান্টিক ব্লগার। আসলে সবকিছুই আমাদের ভাবনায়, দৃষ্টিভঙ্গীও আপেক্ষিক। মহামতি আইনস্টাইন তো তার রিলেটিভিটি সূত্রে এটিই শিখিয়েছেন। শব্দের দোষ ধরিয়েন না আপু, শব্দের ব্যবহারের উপর নির্ভর করে শ্লীল কিংবা অশ্লীল।
তা আমার ব্লগে ঢুকে কবিতাগুলো পড়লে না কেন! হয়তো ভালো লাগতো।
০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯
দীপান্বিতা বলেছেন: আমি দোষতো বলিনি, ভাই!......মানেটা জানতে চাইলাম.....
বাঃ!..'লুলু বাবুরা হচ্ছে পুরুষ প্রজাতির রোমান্টিক ব্লগার আর ফুলবানুরা
হচ্ছে নারী প্রজাতির রোমান্টিক ব্লগার' ভালই তো ...
সরি ওটা বানু ছিল!......আমি বাবু ভেবেছি......
'আপু' বোধ হয় –দিদি, তাই না!....ভাল লাগল...
রাখীর শুভেচ্ছা নেবেন....
বাঃ! আমি তো আপনার কবিতা পড়েছি!......আপনিই ভুলে গেছেন......দেখুন মন্তব্যও করেছিলাম!......তো, শেষ পর্যন্ত তার আবার দেখা পেলেন!
২৬| ০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭
স্পর্শহীন কিছুদিন বলেছেন:
০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
দীপান্বিতা বলেছেন: কিছু বলবেন!..... রাখীর শুভেচ্ছা রইল...
২৭| ০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৫
০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫২
দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ......এটা কি আপনার ব্লগ!
২৮| ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩৩
সুরঞ্জনা বলেছেন: ভাইরা শুধু রাখী পরেই গেলেন? বোনের মিষ্টি কোথায়?
আপনাকেও অনেক শুভেচ্ছা।
০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০২
দীপান্বিতা বলেছেন: হাঃ...হাঃ. ....তা কেন!.........আমি ভাই-বোন সকলকেই রাখী পাঠিয়েছি......
হোস্টেলে-স্কুলে আমরা মেয়েরা একে অপরকে নিজেদের হাতে তৈরি রাখী পরাতাম......আপনাকেও অনেক ভালবাসার সঙ্গে তা পাঠালাম ...রাখী দিবসের অনেক শুভেচ্ছা নেবেন....
২৯| ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:২২
ইমন জুবায়ের বলেছেন: না। না। আমার ব্লগ না।
আর এই যে বোনের মিষ্টি
০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৪০
দীপান্বিতা বলেছেন: হাঃ...হাঃ...হাঃ... এত্তো!!!...
আপনার জন্য......
৩০| ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৩১
লালসালু বলেছেন: রাখি দিবসের এই ছড়া পইড়া দেখেন
Click This Link
০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৪৪
দীপান্বিতা বলেছেন: মজার ছড়া......শুভেচ্ছা রইল...
৩১| ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১০:০৩
পারভীন রহমান বলেছেন: তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে।
সূর্য যেমন ধরার করে আলোক-রাখী জড়ায় প্রাতে।।
তোমার আশিষ আমার কাজে সফল হবে বিশ্ব-মাঝে,
জ্বলবে তোমার দীপ্ত শিখা আমার সকল বেদনাতে।।
কর্ম করি যে হাত লয়ে কর্ম বাঁধন তারে বাঁধে
ফলের আশা শিকল হয়ে জড়িয়ে ধরে জটিল ফাঁদে।
তোমার রাখী বাঁধো আঁটি – সকল বাঁধন যাবে কাটি,
কর্ম তখন বীনার মতন বাজবে মধুর মূর্ছনাতে।।
০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১০:১৮
দীপান্বিতা বলেছেন: স্বাগতম.....
আপনার প্রফাইলের ছবিটা খুব সুন্দর......
আজ দিনটা বেশ সুন্দর কাটল......রাখী দিবসের শুভেচ্ছা নেবেন....
৩২| ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১০:১১
ইমন জুবায়ের বলেছেন: একা খাব?
০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২১
দীপান্বিতা বলেছেন: না......আইসিস-এর মনে আজ বড় দুঃখ দেখলাম!......ওকেও সঙ্গে নিন....
৩৩| ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১০:১৭
সহেলী বলেছেন: nice post ( bangla ashte deri hosse )!
০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২৪
দীপান্বিতা বলেছেন: তাতে কি!......অনেক ধন্যবাদ......রাখী দিবসের শুভেচ্ছা যানাই .....
৩৪| ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩৮
আকাশ অম্বর বলেছেন:
তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে।
সূর্য যেমন ধরার করে আলোক-রাখী জড়ায় প্রাতে।।
০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪৬
দীপান্বিতা বলেছেন: শুভ রাখী দিবস......আমার তরফ থেকে রাখী পরেছেন তো!
৩৫| ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ২:১৫
মে ঘ দূ ত বলেছেন: "শ।মসীর বলেছেন: রিস্কি একটা দিন কি বলেন ?? যেকোন সময় ধরা খাওয়ার চান্স আছে"
আসলেই রিস্কি । হেঃ হেঃ
শুভেচ্ছা নিবেন।
০৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮
দীপান্বিতা বলেছেন: তাই বলি!......মেঘদূত কোথায় গেলেন! ঘাপ্টি মারা হয়েছিল! ....
হাঃ...হাঃ...হাঃ....আপনিও এলেন, বন্ধনে বেঁধেই গেলেন .....
অনেক অনেক শুভেচ্ছা নেবেন ....
৩৬| ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ২:২৩
আলী আরাফাত শান্ত বলেছেন: শুভেচ্ছা!
০৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯
দীপান্বিতা বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা....
৩৭| ০৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:১০
তাজা কলম বলেছেন: হ্যা, আপু=দিদি। না, তাকে আর পাবো কোথায়। স্মৃতিতে রয়ে গেলেও বাস্তব জীবনে যে সে হারিয়ে গেছে। দিদি, আরেকটি কবিতা আপনার পড়ার জন্য। হয়তো বা ভালো লাগবে। নীচে ক্লিক করুন--
Click This Link
০৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩
দীপান্বিতা বলেছেন: উদাস হবেন না......তাকে যতক্ষণ পেয়েছিলেন, সেই তো কত সুখের!
হারাবে কোথায়!.....পৃথিবীটা যখন গোল আবার দেখা হয়েই যাবে...
অবশ্যই! এক্ষুনী পড়ছি......
৩৮| ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ১:২৩
রুবেল শাহ বলেছেন:
আমার টা কই..........
০৯ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩৪
দীপান্বিতা বলেছেন: সবার উপরেরটা আপনার......আপনি তো আমার ব্লগে আসেন নি না!......আমিও কিন্তু ম্যাওকে খুব ভালবাসি! ....
৩৯| ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ১:৪৭
উদাসী স্বপ্ন বলেছেন: এই দিন নিয়া কতজনরে যে সাবধান করলাম, মাগার কেউ শুনে নাই! অখন বুঝো ঠেলা!
০৯ ই আগস্ট, ২০০৯ রাত ১:৫২
দীপান্বিতা বলেছেন: হাঃ...হাঃ...হাঃ....কি হল, আবার!
৪০| ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ১:৫৯
উদাসী স্বপ্ন বলেছেন: Click This Link
০৯ ই আগস্ট, ২০০৯ রাত ২:০৪
দীপান্বিতা বলেছেন: হ্যা, আগেই দেখেছি...মন্তব্যও করেছি...খুব হেসেছি লেখাটা পড়ে ...
৪১| ১০ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:১৮
সমীরণ বলেছেন: কেমন আছো দ্বীপান্বিতা বোনটি...
রাখী পড়িয়ে গেলাম তোমার হাতে, ভাতৃত্বের বন্ধন অটুট হোক, চিরঞ্জীবি হোক।
তোমার জন্য অনেক শুভকামনা।
১০ ই আগস্ট, ২০০৯ রাত ৮:০০
দীপান্বিতা বলেছেন: সমীরণ! আপনাকে দেখে কি যে ভাল লাগছে!......আপনার সেই বোন ভাল আছেন নিশ্চয়ই!......আমার তরফ থেকে আপনি অনেক মিষ্টি মুখ করবেন এবং স্পেশালী আপনার জন্য
৪২| ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২৬
মুক্ত বয়ান বলেছেন: "মনে করে সখি বাঁধিয়া রাখিয়ো আমার হাতের রাখি
তোমার কনক-কঙ্কনে.."
এক রাখি কতরকমে ব্যবহার করা যায়.. বুইড়ায় দেখায়া গেছে!!!
১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩১
দীপান্বিতা বলেছেন: বাঃ!...অনেক ধন্যবাদ .......পুরটা দেওয়া যায়!
৪৩| ১৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৯
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
ক্ষমাপ্রার্থনা করেই বলি, আপনি একটা গানের লিঙ্ক চেয়েছিলেন আমার এক পোস্টে। কীভাবে কীভাবে জানি নজর এড়িয়ে গেলো সেটা। এই নিনঃ
ভিডিও লিঙ্কঃ
http://www.youtube.com/watch?v=Yxzs1q50MeE
অডিও লিঙ্কঃ
Click This Link
উইকি লিঙ্কঃ
Click This Link)
রাখী বন্ধনের বিলম্বিত শুভেচ্ছা, যদিও রাখী বাঁধার কেউ নাই।
১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২৬
দীপান্বিতা বলেছেন: খুব সুন্দর ভিডিওটা...অসংখ্য ধন্যবাদ.........সবাই আমরা ‘যুদ্ধ নয়, শান্তি চাই’ তবু কেন যে চারদিকে এত হানাহানি!!! .....তবে আশা রাখি......আমি-আপনি-আমরা যখন আছি ভাল অবশ্যই হবে.....
সৌভাতৃত্তে বিলম্বিত কি! আমার তরফ থেকে আপনার জন্য....
৪৪| ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১:০৪
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
ধন্যবাদ, অনেকটা আপ্লুত।
১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১:১৬
দীপান্বিতা বলেছেন: আপনার লেখা পড়ে আমি তার চেয়েও বেশি ............
৪৫| ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১:০৫
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১২:২১
দীপান্বিতা বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩২
ভাঙ্গন বলেছেন: রাখির বন্ধন সে এক অন্যরকম বন্ধন!