নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বাস করো, আমি বেচে আছি!!!!!

I always tell the truth. Even whn I lie.

দিপ

এক নোবেলে ! ! ! ১০০ বছর ! ! ! !

দিপ › বিস্তারিত পোস্টঃ

জাপানি আনিমে ( Anime ) ইতিহাস,বিস্তারিতসহ সেরা ১০০ লিষ্ট । [ বিতর্কের মুখে লিষ্ট চেঞ্জ করা হলো ]

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২৭





ইদানিং আমি জাপানিজ আনিমেগুলোর বেশ ফ্যান হয়ে গেছি। তাই এ বিষয়ে যাকিছু জানলাম শেয়ার করলাম। এবং জাপানের সবথেকে বিনোদনমুলক সাইটের করা সেরা ১০০ এর চার্ট শেয়ার করলাম। তথ্যসকল উইকি এবং ওই সাইট থেকে নেওয়া।



আনিমে



জাপানি アニメ আনিমে।

ইংরেজিভাষায়ঃ Anime অ্যানিমেই

বাংলা ভাষায়ঃ এনিমে।



সাধারণভাবে জাপানি আনিমশন চিত্রকেই আনিমে বলা হয়। কেননা এর বিকাশের লক্ষে এরাই। জাপান প্রথম আবিষ্কার থেকে শুরু করে যতপ্রকার উন্নতি সকল করেছে। এর দাবীদার নিশ্চিন্তে তারাই। এটাকে জাপানে মাঙ্গাও(কমিক) বলা হয় ।



জাপানের বাইরে পৃথিবীর অন্যান্য দেশে আনিমে বলতে জাপানে নির্মিত আনিমেশনকেই বোঝায়। তবে পাশ্চাত্য দৃষ্টিভঙ্গিতে আনিমে কিছটা অন্যরকম। ফলে সাধারনত আমরা আনিমে বলতে যা বুঝি, সেই সঙ্গায় সব জাপানি আনিমেশনই আনিমে হিসেবে আখ্যায়িত হতে পারে না। এক কথায় আনিমেকে আনিমেশনের একটি উপসেট ধরে নেয়া যেতে পারে।



কেননা আমরা আনিমে বলতে সাধারনত বাচ্চাদের কিছু মেসেজ ভিত্তিক ফিল্ম বুঝে থাকি। যদিও ধারনাটা ভুল, কিন্তু এটার প্রচলন অত্যাধিক বেশী। ফলে আমাদের ধারনা আলাদা একটা নিয়ম সৃষ্টি করেছে যে আনিমে হতে হলে বাচ্চাদের হতে হবে।



কিন্তু কিছু জাপানি আনিমেগুলো সে ধারা মানেনা। তারা অনেক এডাল্ট কন্টেন্ট ব্যবহার করে আনিমে ফিল্মগুলোতে। যা বাচ্চারা কেন বাচ্চার বাবাদের দেখতেও ঘামঝড়া অবস্থার সৃষ্টি করে। সাধারনত তারা রিয়েল একশনের থেকে এসব আনিমে বেশি বানিয়ে থাকেন।



প্রথাগতভাবে আনিমেগুলো হাতে নির্মিত হয়, তথাপি বর্তমানে অন্যান্য আনিমেশন চিত্রের মতো আনিমে নির্মাণেও কম্পিউটার সফ্‌টওয়্যার ব্যবহৃত হচ্ছে। আনিমের কাহিনী যেকোনও ধরণের সাহিত্য বা মিডিয়ার মত হতে পারে। চলচ্চিত্র, নাটক বা কল্পকাহিনীর যেকোনটি নিয়েই আনিমে নির্মাণ করা যেতে পারে। অন্যান্য মিডিয়ার মতোই ডিভিডি, টেলিভিশন সম্প্রচার, ভিডিও গেম্‌স, বিজ্ঞাপন, ভিএইচএস বা ভিসিডির মাধ্যমে আনিমে প্রচারিত এবং বণ্টিত হয়ে থাকে। মানে আনিমে মানেই ছোত পর্দা না। ঢাকঢোল পিটিয়ে সসম্মানে এগুলোকেও হলে রিলিজ করা হয়। পাশাপাশি ইংরেজিতে ডাবিং করে আন্তজাতিক ব্যবসা করা হয়।



আনিমে বা মাঙ্গা জাপানে খুবই জনপ্রিয় এবং তা বিশ্বব্যপী স্বীকৃতিপ্রাপ্ত। দেখা যায় জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, এবং ইন্দোনেশিয়া এসকল এশীয় দেশগুলোতে আনিমে খুব জনপ্রিয়।এবং ইদানিং এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, নরওয়ে, রাশিয়া, সুইডেন সহ এসকল পাশ্চাত্য দেশগুলোতে অধিক প্রসারিত হয়েছে।



এবং দিন দিন মুভিলাভারদের ভিতরেও প্রভাব বিস্তার করছে এর নিজস্ব সক্রিয়তায়।



বিংশ শতাব্দীর শুরু থেকেই আনিমে নির্মাণের ইতিহাস শুরু হয়েছে। ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র এবং রাশিয়াতে আনিমেশন চিত্র নির্মাণ শুরু হওয়ার পর জাপানি চলচ্চিত্র নির্মাতারা তাদের সংস্কৃতিতে এই পদ্ধতিটি প্রয়োগের চেষ্টা করে এবং তখন থেকেই আনিমের যাত্রা শুরু হয়।



সবচেয়ে প্রাচীন আনিমে নির্মিত হয়েছিল ১৯০৭ সালে।



১৯৩০-এর দশকে জাপানের তুলনামূলকভাবে অনুন্নত লাইভ-অ্যাকশন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিগুলোতে সাধারণ চলচ্চিত্র নির্মাণের পরিবর্তে আনিমের মাধ্যমে চলচ্চিত্র প্রকাশের বিষয়টি জনপ্রিয় হয়ে ওঠে। কম খরচে যেকোনও ধরণের কাহিনী চিত্রায়িত করার এ ভিন্ন কোনও উপায় ছিল না। যুক্তরাষ্ট্রের মতো জাপানের লাইভ-অ্যাকশন ইন্ডাস্ট্রি অর্থানুকূল্য পায় নি। সেখানে অর্থাভাব, বাজেট সমস্যা, স্থান সংকট এবং চরিত্র নির্মাণে সমস্যা ছিল। তাই এই বাজারটিও ছিল বেশ ছোট আকারের। জাপানে পশ্চিমা গড়নের কোনও মানুষ না থাকায় জাপান থেকে ইউরোপ, যুক্তরাষ্ট্র বা জাপানবিহীন কাল্পনিক বিশ্বের রূপায়ন এক প্রকার অসম্ভব ছিল। তাই আনিমেশন চিত্র শিল্পীদেরকে যেকোনও ধরণের চরিত্র ফুটিয়ে তুলতে সাহায্য করেছিল।



স্নো হোয়াইট নির্মাণের মাধ্যমে ওয়াল্ট ডিজনি আনিমেশন চিত্রের মাধ্যমে যেকোনও ধরণের মিডিয়া নির্মাণকে জনপ্রিয় করে তোলেন। ডিজনির জনপ্রিয়তা ও সফলতা দেখে জাপানের আনিমেশন শিল্পীরা উৎসাহিত হন।



ওসামু তেজুকা ডিজনির অনেকগুলো আনিমেশন কাহিনী জাপানি প্রেক্ষাপটে রূপায়িত করে সেখানে খরচের পরিমাণ বেশ কমিয়ে এনেছিলেন। অবশ্য তাকে অনেকটা অদক্ষ শিল্পী ও কুশলী নিয়ে প্রতি সপ্তাহে আনিমের একটি করে পর্ব নির্মাণ করতে হত। সে সময় বেশ কয়েকজন আনিমেশন শিল্পী ডিজনি বা তেজুকা ধরণের প্রচীন পদ্ধতি থেকে খানিকটা সরে গিয়ে নতুনত্ব আনেন এবং এভাবে নির্মাণ খরচ সাধ্যের মধ্যে নিয়ে আসেন।



১৯৭০-এর দশকে জাপানে ম্যাঙ্গা শিল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ইংরেজি কমিক বইয়েরই জাপানি নাম ম্যাঙ্গা। এই ম্যাঙ্গাগুলোর কাহিনী নিয়েই তখন আনিমে নির্মিত হতে থাকে। বিশেষত ওআমু তেজুকার ম্যাঙ্গাগুলো চিত্রায়িত হয়েছিল। তেজুকাকে জাপানের অন্যতম কিংবদন্তি হিসেবে মেনে নেয়া হয় এবং তাকে বলা হয় "ম্যাঙ্গার প্রভু"।



তেজুকাসহ অন্যান্যদের চেষ্টায় আনিমের মধ্যে বৈশিষ্ট্যময়তা এবং সঠিক চরিত্রের পরিস্ফুটন সম্ভব হয়ে ওঠে। এ সময় জায়ান্ট রোবট ধরণের আনিমে এই শিল্পে বিপ্লব আনে। তেজুকা এই ধরণের আনিমে নির্মাণ করেন যার মধ্যে রয়েছে গো নাগি এবং অন্যান্য। জাপানের বাইরে জায়ান্ট রোবট ধরণটি মেকা নামে পরিচিত। সেই দশকের শেষ দিকে ইওশিয়ুকি তোমিনো এই ধরণটিকে সফলতার পর্যায়ে নিয়ে যান। ৮০'র দশকে গুনডাম এবং মাকরসের মতো রোবট আনিমে সিরিজগুলো চিরায়ত শিল্পের মর্যাদা পেয়েছে। জাপান এবং বহির্বিশ্বে এখনও রোবট ধরণটি সবচেয়ে কঠিন। ১৯৮০'র দশকে আনিমে জাপানের মূলধারার শিল্পে স্থান করে নেয় এবং তখন থেকেই এর নির্মাণ শিল্পে প্রভূত সফলতা আসে। উল্লেখ্য আনিমের আগেই ম্যাঙ্গা জাপানের মূলধারায় স্থান করে নিয়েছিল। বিশ্ববাজারে ৯০ এবং ২০০০'র দশকে আনিমের গ্রহণযোগ্যতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে।



যাইহোক এবার আসুন দেখি সেরা আনিমে কি !!!!





প্রথমে এখানে একটা লিষ্ট ছিল, যেটা অনেকের কাছে গ্রহনযোগ্য মনে হয় নি। তাই হাইলি রেকমেন্ড করা একটা আনিমে সাইট থেকে, পোলের মাধ্যমের নির্বাচন করা সেরা ১০০ আনিমে দেওয়া হলো





এযাবতকালের সেরা ১০০ টি আনিমে।




Death Note

Naruto

Bleach

Code Geass

Full Metal Alchemist

Vampire Knight

One Piece

Inuyasha

Dragon Ball Z

Detective Conan (Case Closed)

Naruto Shippuuden

Dragonball

Ouran High School Host Club

Yu-Yu Hakusho

Fruits Basket

Elfen Lied

Avatar: The Last Airbender

Pokemon

Kyo Kara Maoh! (God! Save Our King)

Hunter x Hunter

Sailor Moon

D.N.Angel

Rurouni Kenshin (Samurai X)

Cowboy Bebop

Yu-gi-oh!

Blood+

Cardcaptor Sakura

Shugo Chara

CLANNAD

Gakuen Alice

Soul Eater

Trigun

Special A

Tsubasa Chronicle

Prince of Tennis

Samurai Champloo

The Melancholy of Haruhi Suzumiya

Full Metal Alchemist: Brotherhood

Chobits

Digimon

Hellsing

Full Metal Panic!

Karin (Chibi Vampire)

D. Gray-Man

Ranma 1/2

Claymore

Eureka 7

Rosario + Vampire

Neon Genesis Evangelion

Shaman King

Wolf's Rain

Shakugan no Shana

Fooly Cooly (FLCL)

Black Cat

Lucky Star

Air Gear

Ghost in the Shell: Stand Alone Complex

Darker than Black

Fate/stay night

Dragon ball GT

Vampire Knight Guilty

Fairy Tail

Love Hina

School Rumble

Fushigi Yuugi

Yamato Nadeshiko (The Wallflower)

Shuffle

.hack// Sign

xxxHolic

Gundam Seed

Black Blood Brothers

Trinity Blood

Katekyo Hitman Reborn!

Zero no Tsukaima

Inuysaha: The Final Act

Tokyo Mew Mew Power

Devil May Cry

Gundam Wing

Skip Beat!

Michael & Yanci

Kaze no Stigm

La Corda D'Oro ~primo passo~

Loveless

Outlaw Star

GetBackers

Full Metal Panic The Secon Raid

Houshin Engi

Tenjou Tenge

Kaichou wa Maid-Sama!

Toradora!

Hellsing Ultimate

Transformers

Escaflowne

Azumanga Daioh

Myself;Yourself

Full Metal Panic Fumoffu

Zoids

Yu-Gi-Oh! GX

Kuroshitsuji (Black Butler)

Black Lagoon



সিঙ্গেল মুভি ভিতরে আমার পছন্দ এবং এগুলোকে নির্ধিদায় আমি মাষ্ট সি বলতে পারি।





Spirited Away (2001)

Princess Mononoke (1997)

Howl's Moving Castle (2004)

Nausicaä of the Valley of the Wind (1984)

Ghost in the Shell

Cowboy Bebop: The Movie

Akira

Paprika

Millennium Actress

Sword of the Stranger

Grave Of The Fireflies

Whisper of the Heart

Wings of Honneamise

My Neighbor Totoro





এগুলো আমি দেখেছি। গোটা ১৫ টা টিভি সিরিজ ডাউনলোড চলছে। আগামী মাসে হয়তো হয়ে যাবে। তখন দেখা শুরু করবো।



মুভিলাভার- মুভি বিষয় ফেসবুক গ্রুপ-অংশগ্রহন করুন





জানুয়ারি মাসে দেখা ৫ (২০) টা মুভি রিভিউসহ ডাউনলোড লিঙ্ক!

মন্তব্য ৮৫ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৮৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৪৩

ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: এনিমে দেখা হয় না। অনেকদিন আগে, প্রায় বছর তিনেক আগে, রোলার স্কেট সু নিয়া একটা এনিমে পুরা দেইখা শেষ করছিলাম। সেইখানে পুলাপানে মেকানিকাল স্কেট সু ব্যাবহার করে যেগুলার চাকা আলাদা পাওয়ারে ঘুরে, পুলাপানে চলতে চলতে উড়া শুরু করে, ডানা গজায়। এই এনিমেটার নাম ভুইলা গেছি, নামটা কইতে পারবেন? এই একটা এনিমেই সময় নষ্ট কইরা আগাগোড়া দেখছিলাম, আবার দেখতে ইচ্ছা করতাছে। নাম মনে না থাকার কারণে খুইজা পাইতাছি না। নামটা জানাইতে পারলে বড় উপকার হয়।

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৪৬

দিপ বলেছেন: আমিও ভাই আনেমি কম দেখি।। এটার নাম জানিনা, তবে চেনা চেনা লাগছে।

২| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৫

মাস্টার বলেছেন: ভালো লাগলো। ওনেক ইনফো পাওয়া গেলো। :)

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৭

দিপ বলেছেন: ধন্যবাদ

৩| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৯

বিডি আইডল বলেছেন: avatar--লাস্ট এয়ার বেন্ডার থাকা উচিৎ ছিলো লিস্টে...জাপান ফেরৎ এক বন্ধুর কাছ থেকে শুনেছিলাম এটা মোটামুটি ড্রাগের চেয়া বেশি নেশার জিনিষ ওদের কাছে...

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০৩

দিপ বলেছেন: আরে তাইতো।

তাহলে লিষ্টটা কি আরো আগে করা।

তাই হবে। যাই হোক। আমি এনে দিচ্ছি

৪| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০০

ধুসর বালক বলেছেন: full metal পুরায় অস্থির। +

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০৭

দিপ বলেছেন: দেখুম দেখুম।। সব দেখুম

৫| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০৪

নাফিজ মুনতাসির বলেছেন:
একেবারে একটাও দেখি নাই =p~ =p~

এনিমি কেন জানি একেবারেই ভালো লাগে না :( :(

তবে সেরা ১০টা দেখতে হবে। জাপানের এনিমির অনেক অনেক প্রশংসা শুনেছি....যেকোন মুভি থেকে নাকি ওদের এনিমি অনেক ভালো হয়।

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০৯

দিপ বলেছেন: যেকোনো মুভি থেকে।

আমি যে সিঙ্গেল মুভির কথা বলেছিনা।

জাষ্ট ওগুলো দেখ।

Grave To the firfikes টা দেখো।

পরে পাগলের মত খুজবা শুধু

৬| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০৬

rudlefuz বলেছেন: আপনার এই লিস্টটা কিছুই হয়নি। কারন আপনি Naruto এবং Ruroni Kenshin এই দুইটা নাম প্রথম ১০ এর মধ্যে রাখেননি। বিশেষ করে Naruto Shimpuden কে এই যাবত কালের সর্বশ্রেষ্ঠ anime বলা হয়।

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:১৩

দিপ বলেছেন: আসলে আমি এব্যপারটাতে অজ্ঞ।

যাই হোক, আমি আলাদাভাবে নামগুলো যোগ করে দিয়েছি

৭| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০৮

রুদ্রপ্রতাপ বলেছেন: নারুতোর মাথা পাগল করা কুত্তার মতো ফ্যান আমি! এখন পর্যন্ত ৩৫০+ পর্ব দেখছি, মানে এমন কোন পর্ব নাই দেখিনি।লাস্টে শিপ্পুডেন এর ১৪৬ পর্ব দেখলাম। এই এখনও আরেকটি ট্যাবে নারুতোর ম্যাংগা খোলা আছে!


এনিমে রক্স!

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:১৪

দিপ বলেছেন: নারুতো

আড করে দিয়েছি

৮| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০৯

রুদ্রপ্রতাপ বলেছেন: rudlefuz এর সাথে একমত।

৯| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:১৬

শফিউল আলম চৌধূরী বলেছেন: এনিম দেখা হয়নি কখনো, দেখার খুব ইচ্ছা ছিল। মনে হয় আপনার লিষ্ট ধরেই আগাতে হবে। আপাতত প্রিয়তে রাখলাম, পড়ে দেখব।

ভাল থাকবেন।

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:২৭

দিপ বলেছেন: হিম, তাই ভালো।


আমিও এই লাইনে আগাচ্ছি

১০| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:১৭

মেমনন বলেছেন: নারুতো নারুতো।

পোস্টে প্লাস।

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:২৮

দিপ বলেছেন: নারুতো এটা না দেখে মনে হয় আর হবেনা

১১| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:১৭

রুদ্রপ্রতাপ বলেছেন: নারুতো দেইখেন, শিপ্পুডেন থেকে না, একেবারে প্রথম থেকে, দেখবেন ভালোবেসে ফেলেছেন প্রতিটি ক্যারেক্টারকে। আর কিভাবে যে প্রতিটা খুটিনাটি জিনিসকে এক্টার সাথে আরেকটা কানেক্ট করে! পুরাই অসাম! মাস্টারমাইন্ড বললে ভুল হবে যে এর স্রস্টা।

নারুতোর একটা ডায়লগ দিয়া শেষ করি- "দেত্তাবায়ো!"

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:৩১

দিপ বলেছেন: "দেত্তাবায়ো!" মানে কি ?

১২| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:২৬

rudlefuz বলেছেন: কেন জানি না, Naruto আন্যিমিটা আমার মোটেও ভালো লাগেনি। আমার দেখা প্রথম আন্যিমি Ruroni Kenshin, অনেক দিন আগে বিটিভি তে এটার english version Samurai X দেখিয়েছিল। অসাধারন একটা সিরিজ।
তবে আমার দেখা শ্রেষ্ঠ Anime হচ্ছে Death Note. সবাইকে দেখতে অনুরধ করছি।

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:৩১

দিপ বলেছেন: Naruto আর Death Note

ডাউনলোড চলছে

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:২৭

ছেড়া পলিথিন বলেছেন: Grave Of The Fireflies???

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:২৯

দিপ বলেছেন: সিঙ্গেল মুভির লিষ্টে আছে, দেখেন

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:৪৪

বাদ দেন বলেছেন: আমি আমার এনিমি টপ টেন সিরিজের একটা লিস্ট দিই

১। one piece
2. Darkar than black
3. Baccano
4. Deathnote
5. Fullmetal alchemist
6. Naruto
7. Bleach
8. Cowboy Bebop
9. Book of antora
10.Black cat

er mdhe 1,6,7 chara bakigula 50-60 porber modhe shesh

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ২:০৪

দিপ বলেছেন: Darkar than black

Black cat

Download complete

১৫| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ২:১৫

আলাভী বলেছেন: 7 Bleach (TV), 12 Dragon Ball (TV), 17 Naruto (TV), 18 Slam Dunk (TV), 21 One Piece (TV), 31 Doraemon (TV), 43 Pokemon (TV), এই গুলা আমার পছন্দের Anime .......

B-) B-) B-) B-) B-)

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ২:৩৮

দিপ বলেছেন: আপনিতো তাহলে বহুত দেখেছেন

১৬| ২৯ শে জানুয়ারি, ২০১২ ভোর ৫:৩৩

মেহ্‌দী হাসান বলেছেন: arrietty released last year but it should in first 5, i think you missed it.

১৭| ২৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:৪৭

স্বাধীনতার বার্তা বলেছেন: বিডি আইডল বলেছেন: avatar--লাস্ট এয়ার বেন্ডার থাকা উচিৎ ছিলো লিস্টে...
Avatar: The Last Airbender এনিমে না। এটা আমেরিকান। কিন্তু এটার জনপ্রিয়তা সারা ওয়ার্ল্ড এই ড্রাগের মত।

ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: এনিমে দেখা হয় না। অনেকদিন আগে, প্রায় বছর তিনেক আগে, রোলার স্কেট সু নিয়া একটা এনিমে পুরা দেইখা শেষ করছিলাম।
আপনি সম্ভবত air gear এর কথা বলছেন।


আর এই লিস্ট টা কিছুই হয় নাই!!! লিস্ট এ Death Note, Code Geass,, Great Teacher Onizuka, Kino's journey, Baccano নাই। আজব।

এই লিস্ট এর ও কয়েকটা আমার পছন্দের না। লিস্টের ১ নম্বর টাই আমার চরম অপছন্দের। তা ও এই লিস্টটা অনুসরন করা যায়ঃ Click This Link

২৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৫৫

দিপ বলেছেন: আবার চেক করেন, দেখেনতো এবার কেমন হলো

১৮| ২৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:১০

আমি মাতাল বলেছেন: hantai ভালা পাই ;)

২৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৫৫

দিপ বলেছেন: hantai জিনিষটা কি ভাই...

নাম শুনেছি, কিন্তু বুঝি না

১৯| ২৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:১৩

তিথির অনুভূতি বলেছেন: অসাধারন

২৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৫৬

দিপ বলেছেন: ধন্যবাদ

২০| ২৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:০১

রুদ্রপ্রতাপ বলেছেন: চলো! বা লেটস গো! :#)

২১| ২৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৩২

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: ভাই এই টপলিস্ট কিসের ভিত্তিতে বানাইলেন একটু বলবেন?

২৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪৮

দিপ বলেছেন: আসলে কিছু ভিত্তি করে নয়।

অনেকটা শেয়ার করার ইচ্ছা।

আমি নতুন ফ্যান। তাছাড়া এই ব্যাপারে অভিজ্ঞতাও কম। আমি সবাইকে সাগেষ্ট এবং রেকমেন্ড করার অনুমুতি দিয়েছি এবং গ্রহন করেছি। ফলে নিয়মিট লিষ্ট এডিট করা হবে।

এক ধাচ করা হয়েছে।

দেখবেন আরেকবার।

২২| ২৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪৩

নিয়নের আলো বলেছেন: এনিমরে খুব ভালা পাই।

নারুটু,শিপপুডেন,ডেথনোট,ফুলমেটালআল্কেমিস্ট,ড্রাগনবল,ড্রাগনবলজি,ওয়ানপিস--সবগুলা দেখা হইছে।

তবে ডেথনোট আর শিপ্পুডেন যারা দেখে নাই তারা সত্যি মিস করছে।এককথায় অস্থির.....।

২৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪৮

দিপ বলেছেন: ডাউনলোড চলছে।

শীঘ্রই দেখে ফেলবো।

২৩| ২৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫৪

নিমতিতা বলেছেন: আমার কাছে সামুরাই এক্স বেস্ট। এখন আলকেমিস্ট দেখতেছি (আবার)

আনিমের আবহ সংগীত যে ফাটাফাটি টাইপের কিছু হয় সেইটা ভুইলা গেলেন কিভাবে?

২৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৫০

দিপ বলেছেন: আসলে, আমি এগুলো তথ্যসগ্রহ করে লিখেছি। এ ব্যাপারে ধারনা খুব বেশী নেই আমার।

আপনি যদি জোর দিয়ে এই পয়েন্ট বলেন, তাহলে আমি এডিট করে দেই

২৪| ২৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫৫

নিয়নের আলো বলেছেন: ও ভাল কথা,এনিম আর ম্যাঙ্গা কিন্তুক একনা। B:-)

প্রায় সব এনিম টিভিসিরিজগুলারই কমিক হয়ে গেছে বা চলছে নিয়মিত।এই কমিকগুলারেই ম্যাঙ্গা বলে,টিভিসিরিজরে না।

তয় পোস্ট ভালা পাইলাম।

২৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪৫

দিপ বলেছেন: আমিতো মনে হয় বলেছি, তবে বোধহয় একটু ঘুড়িয়ে।

সাধারনত কমিক রিমেককেই মাঙ্গা।

নিত্যদিন লেখা হচ্ছে নতুন নতুন কমিক।

জাপানের খেলায় সডুকু

আর সাহত্যে কমিক বেশ গুরুত্ত্বপুর্ন

২৫| ২৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩৪

স্বর্ণমৃগ বলেছেন: দারুন পোস্ট!
অধিকাংশই দেখা হয়নি।
তবে দেখবো।
+++++
ভাল থাকবেন।

২৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৫২

দিপ বলেছেন: দেখে ফেলবেন।

বাচ্চাদের ভেবে ভুল করেছিলাম।

আর আপনিও ভালো থাকবেন

২৬| ২৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪৮

সাকিন উল আলম ইভান বলেছেন: Dragon ball z:D

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:১২

দিপ বলেছেন: সেরা ?

২৭| ২৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩১

ডেজা-ভু বলেছেন: আমি খুব বেশি দেখি নাই। তবে, ডার্কার দেন ব্ল্যাক, ডেথ নোট, নারুটো মাথানষ্ট।

চরম পোস্ট।
আরিগাতো! =p~

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:০৭

দিপ বলেছেন: ডাউনলোডীং>>>>>

২৮| ২৯ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩৩

আজবছেলে বলেছেন: samurai X আমার কাছে বেস্ট লেগেছে, ব্যাক গ্রাঊন্ড মিউজিক আর সুন্দর প্লট। আর এর মুভি trust & Betrayal সেরা এক রোমান্টিক মুভি।

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:০৮

দিপ বলেছেন: samurai X দেখবো। বলে আশা রাখি

২৯| ২৯ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০৭

দূর্যোধন বলেছেন: আনিমে একটাও দেখা হয়নি। আনিমে সম্পর্কে ভুল একটি বাজে ধারনার কারনেই হয়তো।(আপনার পোস্টেও এডাল্ট কন্টেন্টের কথাটা উল্লেখ করেছেন )


তবে ভুল ধারনাটা ভেঙ্গে গেলো আপনার পোস্ট পড়ে।আপনাকে ধন্যবাদ :)

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:০৮

দিপ বলেছেন: হেনতাই বলে ওগুলোরে।

৩০| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৫১

রুদ্রপ্রতাপ বলেছেন: দূর্যোধন ঐগুলারে হেনতাই বলে! ;)

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:১১

দিপ বলেছেন: জানা গেল

৩১| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:২৪

আশকারি রহমান বলেছেন: অনেক কিছু জানলাম

আমি সহ আরও তিনজন যাচ্ছি বৃহঃষ্পতিবার

আচ্ছা কোন মুভি চলবে সেইটা জানাটা ইমপরটেন্ট

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৩

দিপ বলেছেন: শোন, তুই ফেসবুকে যোগাযোগ কর।

এভাবে হবেনা।

৩২| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৩২

বাদ দেন বলেছেন: রুদ্রপ্রতাপ বলেছেন: দূর্যোধন ঐগুলারে হেনতাই বলে! ;) =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩৩| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:১১

কাউসার রুশো বলেছেন: Spirited Away
Grave Of The Fireflies
কমন পড়ছে

৩৪| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:১৩

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: পিলাচ না দিয়ে যাইব কই :)

৩৫| ৩০ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:২৪

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: ভাই লিস্টের নামটা এডিট করেন /:)
এযাবতকালের সেরা ১০০ টি আনিমে। এর বদলে আমার সেরা ১০০ টাইপের কিছু দেন।


এযাবতকালের সেরা ১০০ টি আনিমে। আরো কিছু এক্সপেরিএন্স গ্যাদার করে দিয়েন।

৩০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৩

দিপ বলেছেন: কোন সমস্যা আছে। থাকলে বলেন, ভেবে দেখবো।

নাম ঠিক থাকবে।

আপনার মত ভাবলে দুনিয়ার কোন লিষ্ট পারফেক্ট না।

৩৬| ৩০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৯

দূর্যোধন বলেছেন: ধন্যবাদ রুদ্রপ্রতাপ এবং দিপকে :)



;)

৩৭| ৩১ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:১৪

ধূসরধ্রুব বলেছেন: ছোটবেলায় দেখতাম । এরপর অনেকদিন দেখা হয় নি । এই বয়সে গার্লফ্রেন্ডের সাথে সাথে আমিও এনিমের প্রেমে পড়ে গিয়েছি

৩১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩৭

দিপ বলেছেন: যাওয়া ভালো।

গার্লফ্রেন্ড শব্দটা শুনলেই কেমন যেন বুকের ভিতরে চিক মারে।

৩৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:২৫

স্বাধীনতার বার্তা বলেছেন: হ্যাঁ। প্রথম দিকের গুলো তো দেখে মনে হচ্ছে খারাপ হয় নি।

যাই হোক আপনার জন্য আমার রেকমেন্ডেশনঃ আগের কমেন্টে যা বলেছি তার সাথে Darker Than Black, Cowboy Bebop, Neon Genesis Evangelion, Jyu-oh-Sei, Gundam 00, Ghosat in the Shell - Stand Alone Complex এগুলা একশন এর মধ্যে।
ড্রামা এর মধ্যে - Jigoku Shoujo, Monster
স্লাইস অফ লাইফ - Welcome to the NHK, Bakuman, Usagi Drop (Bunny Drop)
স্কুল লাইফ/কমেডি - Azumanga Daioh
এডভেঞ্চার - Fullmetal Alchemist, Fullmetal Alchemist: Brotherhood
রোমান্স - Nodame Cantabile (এটাতে কিছুটা কমেডি কমেডি ভাব আছে), Ano Hana
সাইকোলজিক্যাল - Paranoia Agent, Serial Experiments Lian
টুইস্টেড সাইকোলজি - FLCL

আর লং রানিং এ এক্টাই দেখতে বলব যদি ইচ্ছা করে। সেটা হল Naruto.

সবগুলা হয়ত ভাল লাগবে না। ট্রাই করে দেখতে পারেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩২

দিপ বলেছেন: Darker Than Black- সিজন ১ দিয়ে শুরু করলাম

৩৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:০৮

নিমতিতা বলেছেন: ভাই দুইশ পার্সেন্ট জোর দিয়া বলতেছি, কিছু কিছু আনিমেতে এমন কিছু আবহ সংগীত আছে যেইগুলা শুনলে মাথার চুলও দাড়ায়া যায়।

সামুরাই এক্স দেইখেন, শুরুর বা শেষের গান না, মাঝখানে এমন কিছু মিউজিক আছে যে কি বলব।

ধইন্যা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৩

দিপ বলেছেন: শুনে দেখবো।


গানে এশিয়ানদের উপরে কেউ নেই।,

তাছাড়া দক্ষিনের সুর গুলোও খুব ছোয়াচে হয়।

আপনাকেও ধন্যবাদ

৪০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩৯

নিঃসঙ্গ পৃথিবী বলেছেন: মিন্না, দাইজবেদেসকা?
সা, হায়া্কো হায়াকো
কচ্চি কচ্চি
সনো নামায়েউয়া ওসসোদারো।
:) :D B-) ;) ;) B-) :D :)

০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৫

দিপ বলেছেন: উপস

৪১| ১৬ ই এপ্রিল, ২০১২ রাত ১:২২

উপল জামান বলেছেন: আমিতো জানতাম DRAGON BALL Z GT ১ নাম্বার! বেশ কয়েকজন সিডির দোকানদারের কাছেও শুনেছি DRAGON BALL সিরিজের ডিভিডি নাকি বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে।

৪২| ০৫ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:০৮

কিংবদন্তী হাসিব বলেছেন: ভালো লিখেছেন, কাজে লাগবে।

৪৩| ০৫ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২০

কিংবদন্তী হাসিব বলেছেন: Since its release, Dragon Ball has become one of the most successful manga and anime series of all time. It is widely regarded as one of the greatest manga series ever made and was arguably one of the most influential in greatly boosting the popularity of Japanese animation in Western culture.
-http://en.wikipedia.org/wiki/Dragon_Ball

খাইছে B:-) B:-)

০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৬

দিপ বলেছেন: হিম।

এটা ভয়াবহ।

কিন্তু একটু বাচ্চা বাচ্চা।

ডেথ নোট দেখে ফেলুন

৪৪| ০১ লা নভেম্বর, ২০১২ রাত ১:৩৮

poops বলেছেন: 1.DRAGON BALL Z
2.DEATH NOTE


কম এপিসোড এ শেষ এমন কয়েকাট ভাল এনিমে সাজেস্ট করেন। ৫০ এপিসোড এর মাঝে।

৪৫| ০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৭

মাম্বা জাম্বা বলেছেন: Grave Of The Fireflies খুব খুব টাচি.....

৪৬| ০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:২১

উৎস১৯৮৯ বলেছেন: 1. Naruto Shuppuden.
2. Naruto.
3.Samurai X.
4. Fairy Tale.
5. Dragon Ball Z.

সেইসব দিনের কথা ভুলবনা। গ্রামীনফোনের ১৫ কেবি ডাউনলোড স্পিড দিয়ে ১২.৮ গিগা Dragon Ball Z নামাইছিলাম। প্রায় ৬ দিন আমার আমার পেন্টিয়াম ৪ মেশিন টানা চালু রাখছিলাম ডাউনলোডের জন্য।

৪৭| ১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০০

আজবছেলে বলেছেন: gintama দেইখেন বস, তাহলে সব এনিমে পানসে হয়ে যাবে। খালি হাসবেন আর বলবেন কি বানাইছে।
বুঝতে পারলাম না এত এনিমে লাভার আছে কেউ gintama এর নাম নিল না।

৪৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

ইকবাল পারভেজ বলেছেন: ভাই বেস্ট ১০০টা এনিমের লিস্ট মনে হয় আপনি ঘুমায়ে ঘুমায়ে করছেন। অনেক আলতু ফালতু এনিমে ঢুইকা গেছে কিন্তু এই অসাধারণ এনিমেগুলা লিস্টে নাই

*Honey and Clover
*Serial Experiments Lain
*Spice and Wolf
*Planetes
*Maison Ikkoku
*Berserk
*Great Teacher Onizuka
*Haibane Renmei
*Rose of Versailles
*Genshiken
*Touch
*Ef: A Tale of Memories
*Ef: A Tale of Melodies

আমার কথা আউ ফাউ বলে উড়াইয়া দিয়েন না। বিভিন্ন সাইটে এনিমে রিভিউ লিখতেছি আজ অনেক বছর হয়ে গেছে, লোকে মোটামুটি বিশেষজ্ঞ বইলেই মানে। কিন্তু আপনার এই লিস্ট দেখে আমি ব্যাপক ব্যাজার হইছি। আমি মিনিমাম আরও ২০/২৫টা এনিমের নাম বলতে পারব যেগুলা বেস্ট ১০০টার লিস্টে থাকার যোগ্য।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০২

দিপ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

আপনি যা দিয়েছেন সেখান থেকে আমি একটাও দেখি নাই।

আমি পোষ্টের সবও দেখি নাই।

আমি সাইট রিসার্চ করে পরে এনেছি।

৪৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

ইকবাল পারভেজ বলেছেন: দুর মিয়াঁ, আপনি দেখি কোন প্রকার খোঁজ খবর ছাড়াই লিস্ট করতে নাইমে গেছেন; আসল এনিমেরই নাম নাই আপনার লিস্টে। ১০০টা বেস্ট এনিমের লিস্ট করছেন, কিন্তু সবাই যেইটাকে বেস্ট এনিমে কয় সেইটার নাম ছাড়া-
Legend of the Galactic Heroes

এজন্যই বাংলা সাইটগুলাতে এনিমে নিয়া প্যাচাল পাড়তে ভাল লাগে না X(

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৪

দিপ বলেছেন: আপনার খুব রাগ দেখা যায় !!

আপনি একটা করে ফেলুন।
আমার লিষ্টটা সত্যি ভালো হয় নাই।
এটাই আমার সবথেকে সমালোচিত পোষ্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.