নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বাস করো, আমি বেচে আছি!!!!!

I always tell the truth. Even whn I lie.

দিপ

এক নোবেলে ! ! ! ১০০ বছর ! ! ! !

দিপ › বিস্তারিত পোস্টঃ

৩৭ টা বাংলা মুভি কিনলাম ও গুলিস্তা্নে বাংলা চলচিত্রের বাজার দেখে এলাম

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২

হাতে ৫০০ টাকা পেয়ে অমনি গুলিস্তান ছুটলাম। ৬ খানা বাংলা মুভির এইচ ডি ( অরিজিনাল ) ডিভিডি কিনে আনলাম। ওখানে গেলে যেকোনো বাংলা মুভি প্রেমিদের মাথা আউট হয়ে যাবে। প্রত্যেকটা কম্পানি মাথা নষ্ট সব সমগ্র করেছে। বিশেষ করে নিউ ঈগল ভিডিও প্রচুর সেইরকম সব ছবির অসাধারন প্রিন্ট নিয়ে সিলভার ডিস্কে এসব মুভি বাজারে এনেছে। এটা একরকমের হুজুগ। কদিন পর ব্যবসা লাটে উঠবে আমি একরকমের শিওর। তখন আর এইসব মুভি পাওয়া যাবেনা। তাই সংগ্রহ করার এখনই সময়। আমি শুরু করে দিয়েছি। যেসব ছবি এনেছি তার বিস্তারিত নিচে দিলামঃ



কাজী হায়াৎ ও মান্না জুটি কালেকশন ( নিউ ঈগল ভিডিও )



১) দাঙ্গা

২) বর্তমান

৩) ত্রাস

৪) তেজী

৫) দেশদ্রোহী

৬) সিপাহী



এইটা হয়েছে সবথেকে সুপার কালেকশন। অসাধারন সব মুভি অসাধারন যাদের প্রিন্ট। টিভি চ্যানেলগুলো যেরকম দেখায় একদম সেরকম। এক্সট্রা লাভ বিজ্ঞাপন মুক্ত, কাটাকাটি নেই, সাউন্ড কোয়ালিটি হাই লেভেল এবং যখন ইচ্ছে তখন দেখতে পারবেন। আর কাজী হায়াৎ এর মুভি মানেই অন্যরকম কিছু। এবং সাথে আছে ওয়ান এন্ড অনলি মান্না।



ফোক কালেকশন- ভলিউম-১ ( নিউ ঈগল )



১) কাসেম মালার প্রেম

২) দুখিনী জোহরা ( এটা এইসময়ের ছবি)

৩) অরুন শান্তি ( এটাও এই সময়ের ছবি )

৪) সাগর কন্যা

৫) দ্বীপ কন্যা

৬) আয়নামতি



এটা দুইদিন আগেই কেনা। এটার মুভি যেরকমের রেয়ার সেইরকমের সুন্দর।



ফারুক রঙ্গীন মুভি কালেকশন- ভলিউম-১ ( নিউ ঈগল)



১) ঝিনুক মালা

২) সাহেব

৩) দুখিনী মা

৪) পদ্মা মেঘনা যমুনা

৫) ভুল বিচার

৬) দাঙ্গা ফ্যাসাদ



এই কালেকশন নিয়ে নতুন কিছু বলার নেই। এরকম আরও ২ টা ভলিউম আছে। সেগুলো আগামীতে ক্রয় করার ইচ্ছা রাখি।



বাংলা ওল্ড মুভি কালেকশন- ভলিউম-১ ( সিডি ভিশন)



১) আবার বনবাসে রুপবান

২) রাজকুমারী চন্দ্রবান

৩) নাগিন

৪) দর্পচূর্ণ

৫) সমাপ্তি



এইরকম ভইউম আরও একটা আছে। এবং আরও আসবে ওরা বলেছে। এইটা অন্যতম একটা সমগ্র বলতেই হয়। এই সমগ্রের প্রতিটি মুভি আলাদা আলাদা ধরনের। "নাগিন" হলো রাজ্জাক এবং সুচরিতা অভিনীত সব থেকে বিখ্যাত সাপের মুভি। "সমাপ্তী" নিয়ে আমার যাবতীয় আশা। তাছাড়া ইবনে মিজান আমার অতিশয় পছন্দের পরিচালক, তার "আবার বনবাসে রুপবান " না দেখা পর্যন্ত শান্তি হবেনা।



ইলিয়াস কাঞ্চন কালেকশন-ভলিউম-১ ( নিউ ঈগল)



১) প্রেম যমুনা

২) স্বজন

৩) সহযাত্রী

৪) সিপাহী ( এইটা কাজী হায়াৎ এর কালেকশনেও আছে)

৫) গোলাপী এখন ঢাকায়

৬) অভিযান



স্পেশালী "অভিযান" এর জন্য এটা আমাকে বেশী আকর্ষিত করেছে। কাজী হায়াৎ এর "সিপাহী" আজকেই দেখবো। এবং "সহযাত্রীর" উপরে অন্যরকম টান অনুভব করছি। আর "গোলাপী" সিরিজ নিয়ে কিছু নাই বললাম।

রোজিনা কালেকশন-ভলিউম-১ ( নিউ ঈগল )



১) রঙ্গীন রুপবান

২) রাজ সিংহাসন

৩) জারকা

৪) সতীপুত্র আবদুল্লাহ

৫) রতন মালা

৬) রাজা মিস্ত্রী



রোজিনা হলো আমার সোনালী যুগের সবথেকে প্রিয় নায়িকা। এই একতাই ভলিউম নিউ ঈগল বের করেছে। আগামী যতই করুন আমি সব কালেকট করবো। রোজিনার চলচিত্র বাদ দেবার প্রশ্নই ওঠেনা। সবার কথা জানিনা এই সমগ্রের সব কটা ছবি গোগ্রাসে গিলবো। আর " জারকা " এবং "রাজা মিস্ত্রী" সবথেকে আকর্ষনিয়।



শাবানা কালেকশন ( সিডি প্লাস)



১) গরীবের ওস্তাদ

২) মরনের পরে

৩) গরীবের সংসার

৪) বন্ধন

৫) বৌ রানী



শাবানা নামটাই যথেষ্ট। ওর ছবি ভালো হবেই। কিন্তু এটা কিনে মস্ত বড় বোকামি করেছি। একদম প্রথমে এটাই কিনেছি, একরকম কিছুই খেয়াল না করে। একটু পরে ঈগলের সরুমে গিয়ে পুরো বোকা সেজে গেছি। নিউ ঈগল শাবানার তিনটা ভলিউম বের করছে। এই ৫ টা তাদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন একটু কিরকম লাগলো। এটা কাউওকে গিফট দিয়ে দিতে হবে। পরে ঈগল থেকে তিনটেই নিতে হবে। ঈগল বাংলা দেশের প্রায় সকল সিনেমার সেলিব্রেটিদের নিয়ে কালেকশন করবে। যেরকম ওরা বললো।





আগামীতে যেগুলো কিনবো বলে ঠিক করে রেখেছিঃ ( শপথ করেছি, ঈগল ছাড়া অন্য কম্পানি ব্যক্তিগতভাবে বন্ধ করলাম, ঈগলের সাথে সিরিয়াল ধরেই এগোতে হবে )



১) নায়িকা জিনাত ( সাগর কন্যা) কালেকশন- ভলিউম-১ ( জিনাত আমার অন্যতম প্রিয় নায়িকা)

২) শাবান কালেকশন- ভলিউম- ১,২,৩

৩) আলমগীর কালেকশন- ভলিউম- ১,২,৩

৪) জসীম কালেকশন- ভলিউম ১,২,৩,৪

৫) রুবেল কালেকশন- ভলিউম ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯

৬) মান্না কালেকশন- ভলিউম ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,১০,১১,১২,১৩

৭) ববিতা কালেকশন- ভলিউম ১ ( একটাই আছে, রোজিনারও একটা মাত্র। আগামী আরও আসবে)

৮) কবরী কালেকশন- ভলিউম ১ ( সাদা-কালো ),ভলিউম-২ ( রঙ্গীন)

৯) আজিজুর রহমান কালেকশন ভলিউম - ১ ( একটা মাত্র পরিচালকের কালেকশন ঈগল করেছে )

১০) ওয়াসীম কালেকশন- ভলিউম ১

১১) অঞ্জু ঘোষ কালেকশন ভলিউম ১

১২) হেলাল খান কালেকশন- ভলিউম-১

১৩) রাজীব কালেকশন- ভলিউম ১,২

১৪) হুমায়ুন ফরিদী কালেকশন- ভলিউম-১

১৫) ফোক কালেকশন ভলিউম ২,৩,৪,৫,৬,৭

১৬) রাজ্জাক কালেকশন ভলিউম ১,২,৩



এগুলোতো কিনবোই এবং আমার আরও দরকার রোজিনা, শাবানা,জিনাত,তামান্না,অঞ্জনা,নাঈম-শাবনাজের চলচিত্রগুলো। ওমর সানীর কালেকশন আসবে সেই অপেক্ষায়। এবং সোহেল রানার মুভিগুলো খুব দরকার। এগুলো আগামী আসবে আমি একরকম শিওর।

এছাড়াও আরও অনেক কালেকশন আছে। যেরকম



১) চম্পা কালেকশন

২) নুতন কালেকশন

৩) শাপ কালেকশন

৪) মা কালেকশন

৫) বউ কালেকশন



এইরকম ক্লাসিক মুভি আরও অনেক আছে।

ঈগল ও ওইসব কম্পানিগুলো কত ভালো কিছু দিল। মাত্র ৫০ টাকা দিয়ে সিলভার ডিস্কের ৬ টা করে মুভি সত্যি অনেক সুলভ। ( প্রিন্টার গ্রারান্টি আমি নিজেই )। তারপরেও আমি ওদের উপর খুশী না। কিছু করার নেই, মার্কেটতো কারও বাবার না। সেখানে যে ইচ্ছে সে দোকান খুলে বসতে পারে। ঈগল,সিডি চয়েস,সিডি প্লাসের দোকানে ভিড় নেই বললেই চলে। অথচ যেইটেতে সবথেকে বেশী ভিড় সেটার নাম " লাভা ভিডিও "। ভিড় দেখে ঢুকে ছিলাম। হাতাহাতি করে, নেড়েচেড়ে ডিভিডি দেখে মাথা আউট হয়ে গেল। ( এগুলো কিনতে মন চায় :P)

ওদের কালেকশন সবথেকে বেশী। যেগুলো পাবলিক ডিমান্ড বেশী সেগুলোর নামই অন্যরকম। যেরকম



১) নিষিদ্ধ নারী কালেকশন

২) নষ্ট মেয়ে কালেকশন

৩) টই টুম্বুর ময়ুরী কালেকশন

৪) হট মুন মুন কালেকশন

৫) সেক্সি নায়িকা পলি কালেকশন

৬) আলেক কালেকশন

৭) মেহেদী কালেকশন

৮) ঝর্না কালেকশন



দুক্ষের বিষয় নায়িকা নদীর কোন কালেকশন পেলাম না :((। অশ্লীন যুগের আমার সবথেকে প্রিয় নায়ীকা নদী। একভাবে হলেও নদীর সব মুভি আমাকে জোগাড় করতেই হবে।





বাজারের অবস্থাঃ



সবথেকে বেশী খাচ্ছে পাবলিক ডিমান্ড দেখা যায় লাভা ভিডিওর মুভিগুলোর প্রতি।



এর পরে আছে শাকিব কালেকশন।



অনন্তর কালেকশনে মানুষ কম ঝুকছে। ( কালেকশনে অনন্তর নাম থাকলেও ছবি কিন্তু বর্ষার দেওয়া )।



অপু বিশ্বাসেরর কালেকশন একটা আসছে ( সিডি চয়েজ)। তার বাজার ভালো না।



এইদিকে সবথেকে বেশী নায়িকা কালেকশনে বিক্রয়ে এগিয়ে আছে শাহারা। ( সিডি চয়েজ ৪ টা ভলিউম বের করেছে। এটা একরকম রেকর্ড)।



সব থেকে বেশী ভালো পজিশনে আছে পিতা-পুত্র কালেকশন।



আমিন খানের কালেকশনের অবস্থাও ভালো।



মান্না -রুবেলের শেষের দিকের ছবিগুলো ঈগল করেনি, অন্য কম্পানি করেছে। সেগুলো বেশ খাচ্ছে।



কিন্তু এগুলো ছাড়িয়ে সবথেকে বেশী ব্যবসা করছে অন্য দুইটি বিশেষ বস্তু। বাজারে গড়ে ১০০ কপি করে নিয়মিত যাচ্ছে দুইটা স্পেশাল বস্তু।



অনুমান করুন কি হতে পারে ?



এই দুই বস্তুর নাম কি ?



হাহ হাহ হাহ।



মা- স্টার জলসা সিরিয়াল। ভলিউম মোট ৩০ টার মতো। ১-৫০-৫০-১০০ এইরকম করে ভলিউম। পাবলিক গোগ্রাসে গিলছে।



রাশি- জি বাংলার সিরিয়াল- এইটাও বাজার ফাটাচ্ছে।




এই ঘটনা লিখতে গিয়ে মেজাজ খারাপ হয়ে গেল। আর লেখার ইচ্ছে নেই।



@@@@@



আপনি যদি কিনতে চান বাংলা মুভি। সেই বিষয়ে বিস্তারিত জানতে আমাকে ইমেল করুন ।



[email protected]





অথবা ফেসবুকে যোগাযোগ করুন



http://www.facebook.com/jubaead.dip



অথবা সরাসরি গুলিস্তান স্টেডিয়াম সুপার মার্কেটে চলে যান।



মন্তব্য ৬২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১

এখন ও চলছি নিরন্তর বলেছেন: মাধুরী কালেকশন কোথায় পাওয়া যাবে? আমার মিনিমাম ৫০ টা সিনেমা লাগবে।

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯

দিপ বলেছেন: মাধুরীর কালেকশনটা আই ডি বি পেতে পারেন। আমার কাছে ২ টা ভলিউম ছিল। তা হারিয়ে ফেলেছি অথবা কেউ নিয়ে গেছে আর ফেরত দেই নি।

নিদিষ্ট ভলিউম আকারে মাধুরির ফিল্ম কোন কম্পানি বের করেছে বলে আমার মনে হয়না।

কিন্তু আপনি যেকোন ডিভিডির দোকানে গিয়ে অর্ডার দিলে ওরা বানিয়ে দিতে পারবে। হয়তো টাকার পরিমান বাড়বে। এক ডিভিডিতে ১০০-১৫০ পড়তে পারে।

২| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২

মামুণ বলেছেন: হাড্ডি নিয়া কবে আসবো । কালেকশন গুলো নিতে হবে ।

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০

দিপ বলেছেন: আমার পিসিতে সমস্যা আছে কপি হয়না। আপনি একটা ল্যাপটপ নিয়ে আজই চলে আসুন। আজ না পারলে যেকোন দিন।

বা বলুন আমি আসি আপনার কাছে।

৩| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৩

রিফাত হোসেন বলেছেন: আপ্লোড করেন

৪| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬

উড়োজাহাজ বলেছেন: ওয়াক!

৫| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০০

বিডি আমিনুর বলেছেন: আপনি দেখি বাংলা মুভি নিয়ে বেশ গবেষণা চালাচ্ছেন , কিছু কিছু বাংলা মুভি দেখতে মুঞ্চায় যেমন - জীবন থেকে নেয়া, সীমানা পেরিয়ে, সূর্যস্নান, ছুটির ঘন্টা, আগুনের পরশমনি, শঙ্খনীল কারাগার ইত্যাদি

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩

দিপ বলেছেন: বেশী কিছুতো করছিনা। যতটুকু করছি ভালোলাগা থেকে।

এবং

যে মুভিগুলোর কথা বলেছেন সেগুলো নিশ্চিত ভালো ছবি। সবগুলোই দেখেছি। সব অসাধারন।

৬| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

স্পেলবাইন্ডার বলেছেন: গুলিস্তানের কোথায় কিনব?

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩

দিপ বলেছেন: স্টেডিয়াম সুপার মার্কেট

৭| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১

সুস্ময় পাল বলেছেন:

উড়োজাহাজ বলেছেন: ওয়াক!

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

কালেকশান ত ভাল। তাহলে হোমওয়ার্ক বেশ ভালভাবেই হচ্ছে দেখছি! :)

আর 'রাশি' সম্ভবত জি বাংলার! অবাক হলাম। এই অতিশয় বাজে সিরিয়ালটা মানুষ গিলে কিভাবে? :||

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪

দিপ বলেছেন: কিছুতো একটা ব্যাপার আছেই।

আর আমি এডীট করে দিচ্ছি

৮| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

নীরব দর্শক বলেছেন: গুলিস্তা্নে বাংলা চলচিত্রের বাজার ! যেতে হপে।

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪

দিপ বলেছেন: আমার দেখে তাই মনে হলো, তাই বাজার নাম দিয়ে দিলাম

৯| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

কোডনেম ৬৬৬ বলেছেন: আপনি দেখি বাংলা মুভির সেইরকম খাদক।

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬

দিপ বলেছেন: তা বলতে পারেন।
একসময় খুব দেখতাম। মাঝে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু একদম না। অনিয়মিত হলেও দেখতাম। সবথেকে বেশী দেখেছি অশ্লীন যুগের মুভিগুলো। ওইসময়ে আমার প্রিয় নায়িকা ছিল নদী।

বাংলা আধুনিক এবং প্রাচীন মুভির উপর আগ্রহ এসেছে এই ব্লগ থেকেই।

এই দুজনের নাম বলতেই হয়।

এবং

১০| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

মওদুদ মোমেন মিঠু বলেছেন: ভাই আমি মৌসুমির বড় ভক্ত। মৌসুমির কথা কিছু লেখলেনা কেন???? :(
মৌসুমির কালেকশন পাওয়া যাবে কি?????
গুলিস্থানের কথা বলেছেন, কিন্তু গুলিস্থানের কোন জায়গায়, বা কোন পয়েন্টে সেটা বলেন????????????????

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৮

দিপ বলেছেন: ভুল হয়েছে ভাই। একদম ভুল হয়ে গেছে।

মৌসুমী আমারও প্রিয়।

মৌসুমীর দুটো ভলিউম আছে সিঙ্গেল।

আর তিনটে আছে মিক্সড।

একটা মান্নার সাথে।

একটা শাবনুর। তামান্না
একটা শালমান এর সাথে।

সানীর সাথে ওর কালেকশন আসবে বলে শুনেছি। ওটা খুব স্পেশাল হবে। অপেক্ষায় আছি

১১| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

এস বাসার বলেছেন: হায় হায় একি কাহিনি ভাই B:-) B:-) B:-)

পুরান কালের ২/৪ টা বাংলা মুভি আমারো চাই, কিন্তু আপনার হট লিস্টে সেগুলান নাই B:-/

স্পেসিফিক করে বলবেন গুলিস্তান ঠিক কোথায় এগুলোর খোঁজ নিতে পারি?

১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:১২

দিপ বলেছেন: স্টেডিয়াম সুপার মার্কেট।

গুলিস্তান নামলেই দেখবেন ফুতফাতে ডিভিডির দোকান আছে। ওইসব সিডিগুলোর নিচেই দেখবেই সরুমের সম্পুর্ন ঠিকানা দেওয়া আছে

১২| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

লিন্‌কিন পার্ক বলেছেন:
আগে কাজী হায়াৎ আর মান্নার মুভি খুব জোশ নিয়া দেখতাম :#)

১৩| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

ইয়েন বলেছেন: ভাই আমার আপনি যে কালেকশন দিয়েছেন সেখান থেকে আমার কোনটাই দেখা হয়নি এবং দেখার তেমন ইচ্ছাও নেই (আমি বাংলা মুভি তেমন দেখি না ) :( কয়েকটা ছারা ...পুরানো দিনের ক্লাসিকাল মুভি গুলোর কালেকশন দেখার ইচ্ছা আছে যদিও ...সত্যজিৎ রায়ের কি কোন কালেকশন আছে? / ভাল পুরানো ছবি (যেমন. রাজ্জাক এর রংবাজ,ওরা ১১জন ) ব্লু-রে ডিস্ক পাব? আপনি কি দয়া করে আমাকে কোন মুভির লিস্ট দিতে পারবেন যেগুলো খুব সুন্দর? তবে আমাকে সাকিব খান/ অনন্ত র /সমসাময়িক কোন নায়কের ছবির নাম দিবেন না ...ধন্যবাদ আর হ্যাপি মুভি টাইম...

১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:১০

দিপ বলেছেন: এই ব্লগ দেখুন

http://www.somewhereinblog.net/blog/Kobiokabbo

১৪| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

নাফিজ মুনতাসির বলেছেন: স্টেডিয়াম এর জাস্ট উল্টাপাশে আরেকটা মার্কেট আছে.........শিল্প ব্যাংকের সাথের গেট দিয়ে ঢুকে ডান দিকে একটু গেলেই পাবেন......৩/৪ তলা মার্কেট.........প্রায় সবগুলাই মুভি ডিভিডি/ভিসিডির দোকান.........বিশাল কালেকশন এবং পাইকারী দরে দাম......স্টেডিয়াম মার্কেট নামে সবাই চিনে.............সেইখানেই নিউ ঈগল, লাভাসহ সব ধরণের বাংলা মুভির ডিভিডির দোকান পাবেন একসাথে...............

১৫| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

নাফিজ মুনতাসির বলেছেন: উপরের কমেন্টটা দিপকে করি নাই......দিপ তো নিজেই কিনে এনেছে সেখান থেকে.........কমেন্টে অন্যান্য যারা লোকেশনটা খুজছেন তাদেরকে উদ্দেশ্য করেই কমেন্টটা :)

১৬| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

ইমরোজিফিকেশান বলেছেন: + on post

on showcase

১৭| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৩

সৌরদীপ্ত বলেছেন: ভাই দারুণ সব কালেকশান দেখছি। আচ্ছা, মৌসুমীর কোন কালেকশান নাই ? বিশেষ করে নব্বইয়ের মাঝামাঝি মৌসুমী যেসব হট মুভি করেছিল সেগুলা। নাম দিচ্ছি -

১। পরাধীন (অবশ্যই আনকাট ভার্সন হতে হবে)
২। বৌয়ের সম্মান (এটাও আনকাট চাই)
৩। মোস্তফা ভাই
৪। রক্তের অধিকার
৫। আমার প্রেম আমার অহংকার (আনকাট নাহলে চলবে না)
৬। গিরিঙ্গীবাজ
৭। পাষাণের প্রেম
৮। কুসুম কুসুম প্রেম

ভাই, উপরের ছবিগুলো যদি পাওয়া যায় জানাবেন প্লিজ। পারলে ওদের ফোন নাম্বার দেন, আমি যোগাযোগ করবো।

১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৯

দিপ বলেছেন: Faysal Vidio

01711-488940 + 01919-492067

Fariha Vidio

01712-109792

T.A. Cd/Dvd
01685-385000
01911-162995

এগুলো এমনি দোকান, কোন কম্পানি না। এদের কাছে সকল কম্পানিরটা একত্রে পাবেন।

১৮| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:২২

htusar বলেছেন: অনন্ত কালেকশন অবশ্যই কিনবো। আর রুবেলের ভণ্ড ও বিচ্ছু সিনেমাদয়।

১৯| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৪

অনেকের মধ্যে একজন বলেছেন: + লন

২০| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৪

আমি তুমি আমরা বলেছেন: ভালোইতো

২১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:১০

সুইট টর্চার বলেছেন: একটা জায়গায় আপনার সাথে আমার মিল আছে, আমিও নায়িকা"নদীর" ভক্ত ;) আরেকজন আছে সে হল অপু বিশ্বাস। ওদের সংগ্রহ গুলো পেলে জানাবেন B-)

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬

দিপ বলেছেন: পুর আছেতো। মিক্সড আছে কয়েকটা। শাবনুর।অপু।নিপুন এইরকম তিনজন বা দুইজন করে মিক্সড।
অপুর সাকিহিন সিনেমা কম করেছে তাই অপুর থেকে সাকিবের কালেকশন বেশী ভলিউমও বেশী।

আর নদীর কথা আর বলবেন না।

নদীর কথা মনে পরলে কিরকম শুরশুর করে বুকের মধ্যে।
যখন অশ্লীন ফিল্ম নিয়ে ঝামেলা শুরু হয়। তখন প্রমানিত হয় নায়িকা নদী একজন প্রফেশনাল বেশ্যা। এই কথা শোনার পর খাওয়া দাওয়া বন্ধ কইরা দিছিলাম।

২২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৮

মোঃমোজাম হক বলেছেন: বাংলা সিনেমার প্রতি এই প্রজন্মের মুভিখোরদের আগ্রহ দেখে ভাল লাগছে।আপয়ানাকে ধন্যবাদ।
আমরা প্রবাসীরা ইন্টারনেট থেকে বাজে কোয়ালিটির ছবিও ডাউনলোড করে দেখছি।আপনার দেখা এই ডিভিডি গুলি কবে এদেশে আসবে সেই প্রতীক্ষায় রইলাম।সম্ভব হলে দুএকটা ভাল প্রিন্ট আপলোড করুন।

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪

দিপ বলেছেন: আপলোড করার প্রচুর ইচ্ছে ছিল। ৬৫ দিয়ে ২০০০ সাল পর্যন্ত প্রায় ২৫০০ সিনেমা এদেশে হয়েছে। ঈগলের কালেকশনে প্রায় ১৫০০ এর মতো থাকার কথা। সেগুলো সংগ্রহ করার ইচ্ছা আছে। কিন্তু আপলোড না করার জন্য প্রচুর পরিমান অনুরোধ করা হচ্ছে, প্রত্যেকটা ফিল্ম শুরু হবার আগে এই বিষয়ে মাজহারুল ইসলামের দরাজ কন্ঠে একটা সর্তক বানী থাকে।

কিন্তু আপনি চাইলে, ব্যক্তিগত ভাবে আপলোড করতে পারি, যেহেতু আপনি বিদেশে। কেনার সুযোগ সুবিধা। কিন্তু যারা দেশে তারা কিনেই দেখুক। সেই উদ্দেশ্যেই আমার এই পোষ্ট দেওয়া।

২৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:০৪

অনন্ত আরেফিন বলেছেন: গুলিস্তান যেতে হয় দেখছি। জানানোর জন্য ধন্যবাদ। এই ডিভিডি গুলো তো পাইরেটেড না তাই না। বাংলা মুভিতে নিজের অবদান রাখতে চাচ্ছিলাম আর কি! :P :p অরজিনাল ডিস্ক কিনতে চাই। :)

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১

দিপ বলেছেন: অরিজিনাল সিলভার ডিস্ক। ৫০-৬০ টাকা দাম। ৮ গিবি স্পেশ। ৩,৫,৬ এইরকম ভাবে কালেকশনগুলো করা হয়। ফলে প্রিন্ট নিয়ে আতংকিত হওয়ার কিছুই নেই। একেকটা ফিল্মে প্রায় ১.২ জিবি করে পায়।

২৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৭

সত্যচারী বলেছেন: প্রিয় পোষ্টের তালিকায় নিলাম, আমার সবগুলা কালেকশান চাই, ভাই একেকটা ডিক্সের দাম কত হতে পারে?
যেই দুইটা নাম্বার দিলেন, সেগুলো কি নির্ভরযোগ্য? মানে আমি চাইছি সবগুলো কালেকশান পোষ্ট করে আমার কাছে পাঠানো হোক। কিভাবে আমি সেটা পেতে পারি?

১১ ই মার্চ, ২০১৩ রাত ২:১৭

দিপ বলেছেন: আপনার যদি ঢাকায় কোন বন্ধু থাকে তবে তাকে বলুন। এ ব্যাপারে আমিও সাহায্য করতে পারি। কিন্তু আমার টাকার সল্পতা রয়েছে।

একটা ডিস্কের দাম ৫০-৬০ টাকা মাত্র

২৫| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২০

চান্দের গাড়ি বলেছেন: নদীতে ডুব দেন ;)

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৯

দিপ বলেছেন: নদীর কথা মনে পরলে কিরকম শুরশুর করে বুকের মধ্যে।
যখন অশ্লীন ফিল্ম নিয়ে ঝামেলা শুরু হয়। তখন প্রমানিত হয় নায়িকা নদী একজন প্রফেশনাল বেশ্যা। এই কথা শোনার পর খাওয়া দাওয়া বন্ধ কইরা দিছিলাম।

২৬| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪০

সত্যচারী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, টাকা তেমন সমস্যা হবেনা, আপনি চাইলে আমি অগ্রীম টাকা আপনার কাছে পাঠিয়ে দেব (পোষ্ট করার টাকা সহ)। আপনার ইমেইল এড্রেসটা পেলে বিস্তারিত কথা বলা যেত।
ধন্যবাদ।

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৭

দিপ বলেছেন: [email protected]

ইমেলে আপনার ব্লগ নেম এবং ফোন নম্বর দিয়ে দিন। আমি ফোন করবো আপনাকে সন্ধার পর।

২৭| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৮

ম.র.নি বলেছেন: ভ্যারাটি কালেক্শান দেখলাম।কিন্তু আমার দারুন ইচ্ছা ৭১ থেকে ৭৫/৭৬ পর্যন্ত যতগুলি মুক্তিযুদ্ধভিত্তিক মুভি হয়েছে তা দেখার।আমি দেখতে চাই ৭১ এর ঘটনা বাংলাদেশী মুভিতে কিভাবে ফুঁটে উঠেছে।আপনি জানেনকিছু এমন কালেক্শান তাদের আছে কিনা??আর লাভা, ঈগল ওদের ওয়েবসাইট আছে নাকি??দয়া করে জানাবেন।

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৬

দিপ বলেছেন: http://neweaglevideo.com/

লাভার কোন সিডি কিনিনি, তাই ওয়েবসাইটের ঠিকানা দিতে পারছিনা দুক্ষিত।

মুক্তিযুদ্ধের চলচিত্রের বিস্তারিত জানতে ফিল্ম বাফ ব্লগার দারাশিকো এর পোষ্ট দেখতে পারেন।

Click This Link

যতদুর জানি সিমফনি কম্পানি ১০০ টি সাদাকালো মুভি রিলিজ করেছে।

ওই কালেকশনে নিশ্চিত আপনার কাংখিত কিছু মুভি পেয়ে যাবেন

২৮| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১২

মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
আপনার ইমেইল এড্রেসটি দিবেন?
কমেন্টে না দিলে এখানে দিবেন
abul6974@জিমেইল.কম

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২২

দিপ বলেছেন: [email protected]

২৯| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪

সত্যচারী বলেছেন: আপনাকে মেইল করেছি, পাইসেন কিনা জানাবেন, কারন এখানে ফেইলড দেখায়। আর ফেবুতেও রিকু পাঠাইসি। মেইলে ফোন নাম্বার দিলাম, একটা এস.এম.এস দিলে কল করবো।

১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৯

দিপ বলেছেন: ভাই ইমেইল পাইনি। কিন্তু ফেবুতে রিকু পাইছি

৩০| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বাংলা সিনেমায় নদী ই আছিলো আমার সব চাইতে প্রিয় নায়িকা । শরমে কাওরে কইতে পারি নাই :P :P

আসেন ভাই বুক মিলাই । :( :(

১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:২০

দিপ বলেছেন: আহেন আহেন।

এক্কেরে বুকের লগে লাইজ্ঞা থাকেন

৩১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:২৮

সানড্যান্স বলেছেন: রেসিডেনশিয়ালের পুলাপান মানেই রক্স!!!! শাবাশ!!!

ভাল্লাগ্লো এত বাংলা মুভিপ্রেম দেখে!

১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:২১

দিপ বলেছেন: রেসিডেনশিয়ালের পুলাপান মানেই রক্স!!!! শাবাশ!!!

আমার এই কমেন্টটা পছন্দ হইছে খুব।

ড়েসিডেন্টসিয়াল আমার জীবনের বড়রকমের মাইলফলক।

আপনিও কি রেসিডেন্টসিয়ালের

৩২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

জালাটান বলেছেন: সাহারার কি মুভি ছিল? আমি সাহারার সব মুভি আর গান কালেকশন করার চেষ্টা করতেসি। কিন্তু কোন কিছু কারনে ২০০৩-২০০৬ এর কিছু মুভি অ্যান্ড গান খুঁজেই পাচ্ছি না?
মুভিঃ সাগরের গর্জন, দমন, ঘরের দুশমন।
গানঃ নাইট ক্লাব, ভাঁড়াটে খুনি, মাস্তান নাম্বার ওয়ান, ক্ষমটা

কোন একটা কারণে সাহারার গান গুলা ওর মুভি ডিস্ক এ কাটা থাকে। অন্য সব নায়িকার গান থাকে কিন্তু ওর গান গুলা থাকে না। জানি না কেন?

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

দিপ বলেছেন: আপনাকেতো দিয়েছি।

৩৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:২২

হাবিবউল্যাহ বলেছেন: নদিকে নিয়েই শুরু করি।

তাকে এরকম ভাবে সম্বোধন পছন্দ হয়নাই দ্বীপ।লো বাজেটের নায়িকাদের নিয়ে অনেক রকম গল্প ই আমাদের সিনেমায় চালু আছে।

এরকম করে বলতে গেলে মৌসুমি পপি শাবনুর কে নিয়েও বলতে হয়।
৯০ এর প্রথম দিকে মৌসুমি শাবনুরকে নিয়েও অনেক রসালো কথাবার্তা চালু ছিল।ম্যাগাজিন ওয়ালারা সেটাতে আরো বেশী রস ঢেলে পাঠকের সামনে উপস্থাপন কর্ত।

শাকিল খান পপির ঝামেলার পরেও অনেক কথা চালু ছিল।
এমনকি কুলি মুভির রিলিজের পরেও অনেক রসালো ঘটনা শুনেছি।

এরকম্ভাবে বেশ্যা বলে অন্তত নদির লেভেলের(পলি শায়লা থেকে সে একটু উপরের লেভেলের ছিল)
নায়িকাদের সম্বোধন করা যায়না।

প্রথমদিকে সে কিছু মুভি করেছে আজাদ খান এর এনায়েত করিমের পরিচালনায়। তাও অল্প কয়টা ই হইবে।

কিন্তু পরবর্তিতে ভাল মুভি ই করতেছিল।

শাকিব আমিন আর মান্নার সাথে সে ভাল মুভি করা শুরু করেছিল।

মান্নার মৃত্যুতে শাকিবের সাহার দিকে ঝুকে যাওয়া,অপুর উত্থান নায়িকা হিসেবে নদিকে পিছনে ফেলে দিয়েছে।


আমি এখনো মনে করি কমার্শিয়াল মুভিতে নদীকে এখনো ফেলে দেওয়ার মত না।

তাকে যদি একটু মেরামত করা যায়,তাহলে তাকে দিয়ে ভাল কিছু এখনো সম্ভব!


অনেক কিছু বলে ফেললাম।কারন নদিরে আমার খুব খারাপ নায়িকা মনে হয়নাই।

পলি শায়লা ময়ুরিদের থেকে নদিকে ভাল ই মনে হয়েছে।

নদি ফিরে আসুক
ভাল ভাল মুভিতে পরিচালকেরা তাকে কাষ্ট করুক সেই কামনা রইল!



মুভির কালেকশনের পোস্ট চরম হইছে।অনেক পুরান মুভি দেইখা মন আনচান কর্তেছে।আপলোডের ব্যাবস্থা কেমনে করা যায়?

বিশেষ কৈরা কাজী হায়াতের আর কাঞ্চনের মুভিগুলা।কোন রাস্তা কি খোলা নাই?

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

দিপ বলেছেন: নদী আমারও খুব-ই পছন্দের।

কিন্তু ঐ খবরগুলো শোনাতে যে তাকে আর অছন্দ করতে পারিনি, তা কিন্তু নয়। প্রচুর খারাপ লেগেছিল। নদীকে আমার এখনো ভালোলাগে। ভালোলাগবে আগামীতে।

আশার কথা নদীকে কাজী হায়াৎ আবার ফিরিয়ে এনেছেন।

সম্প্রতি সে সিনেমা করেছে একটা ( যদিও সেটা ফ্লপ)

আগামীতে আরও করবে বলে জানি।

নদী ফিরবেই


@

পাবলিকালি আপলোড করা সম্ভব হবেনা।
ব্যক্তিগতভাবে করা যেতে পারে, তবে সেটা এখুনি সম্ভব নয়।
আমার ব্রডব্যন্ড নেই। মডেম দিয়ে চালাই।

২,৩ মাস পরে আবার ব্রডব্যন্ড নিব। তখন অবশ্যি আপলোড করে দিব আপনাকে

৩৪| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪৬

তন্ময় ফেরদৌস বলেছেন: দিপের এই স্পিরিট টা আমার মারাত্মক ভালো লাগে।

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩২

দিপ বলেছেন: ধন্যবাদ তন্ময় ভাই।

সামনে এইচ এস সি, দোয়া কইরেন

৩৫| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২০

হাবিবউল্যাহ বলেছেন: ওহ দ্বীপ,উপরে একজন আইসা বইলা গেল উনার অশ্লীল মুভি অনেক ভাল লাগে।

সেই ভদ্রলোক আবার হৃদয়ের আয়না মুভির গানের পোষ্টে গিয়ে বলে এসেছিল বাংলা মুভি কেউ দেখে নাকি।

এতদিনে এই লোকের ল্যাঞ্জা বাইরাইছে!

অপুর্ব রানার একটা সিনেমা আছে,আমিন খান নিশু মেহেদি শাহিন আলম আরো কে কে যেন ছিল সেই মুভিতে।

মুভির নাম ছিল টর্চার!

বুদ্ধিমানের জন্যে এখানে রয়েছে নিদর্শন!

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪

দিপ বলেছেন: টর্চার দেখছিলাম হলে।

ভালোই লেগেছিল।

৩৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

মুহাম্মদ শামসুল ইসলাম বলেছেন: পুরাতন বাংলা চলচ্চিত্রের কথা শুনলে অন্যরকম এক অনুভূতি জাগে। চমৎকার পোস্ট।
দীপ ভাই, আপনার মেইলে মেইল করেছি। পেয়েছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.