নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বাস করো, আমি বেচে আছি!!!!!

I always tell the truth. Even whn I lie.

দিপ

এক নোবেলে ! ! ! ১০০ বছর ! ! ! !

দিপ › বিস্তারিত পোস্টঃ

বুক লিষ্ট ২০১৬ - এ বছরে যেসব বই পড়ব।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৩

২০১৫ চলে গেল। সে বছর অনেক বই পড়েছি। তার কথা কোথাও বলা হয়নি। বছরের শেষের দিকে এসে আমি নিজের মধ্যে এক নতুন পাঠক আবিষ্কার করলাম। আমি খেয়াল করলাম বই পড়া আর সিনেমা দেখার একটা ব্যাপক ব্যপ্তি আমি অর্জন করে ফেলেছি। আমি হয়তো আমার প্রিয় লেখকের সব লেখা পড়িনি কিন্তু আমি প্রচুর " রকমের" বই পড়েছি এবং সিনেমা দেখেছি। এবং প্রথম পড়ায় বা দেখায় আমার যে ভালোলাগা তৈরী হয়েছিল টা এখনও সেরকম আছে এবং আমি চাইলেই যেকোন ধরনের বই বা সিনেমা উপভোগ করতে পারি। তিন গোয়েন্দা শেষ করে হয়তো হুমায়ুন আযাদের একটা বই ধরলাম।

যতগুলো ভাষায় সিনেমা হয়, সব ভাষার ভালো ছবি বেঁছে বেছে দেখেছি। ফ্রান্স থেকে ব্রিটেন - চায়না থেকে রাশিয়া , বাংলাদেশ থেকে ইরান, ওশেনিয়া এবং জাপান থেকে ভারতের ৮ ভাষার বহু চলচ্চিত্র আমি দেখে ফেলেছি। বিভিন্ন ফিল্মি মুভমেন্ট যেমন ঃ জার্মান নিউ ওয়েভ, ফ্রান্স নিউ ওয়েভ, নিও ক্লাসিকাল, ফিল্ম নয়ার- ইত্যাদি বহুরকমের চলচ্চিত্রের ধরন। শহীদুল ইসলাম খোকন থেকে সত্যজিৎ, কারান জোহার থেকে- নোলান- মহাদেশ থেকে মহাদেশ- আমি খুজেছি ভালো ভালো সিনেমা। আমার বই খুব পছন্দ, বইতে ষ্টার দের কোন জায়গা নেই, সেখানে আমার কল্পনাই সব। আমি স্টার দেখে সিনেমা দেখিনা, কিন্তু কারও কারও প্রতি দুর্বলতা আছে। আমাকে সবথেকে বেশী টানে পেক্ষাপট অথবা বিষয়বস্তু। সিনেমাটার সাবজেক্ট কি ? এই প্রশ্নটার উপরে ৭০ ভাগ নির্ভর করে সিনেমাটা আমি দেখব কিনা। হয়তো একটা সুপার হিরোর প্রতিবাদ, পর্নস্টারের জীবন কাল, ছাত্রের মানসিক সমস্যা, ইতালির মাফিয়া, ভিয়েতনাম যুদ্ধ ফেরত সৈনিক, নিউওয়ার্কের রাতের রাস্তা, নারির প্রতিবাদ, কম্যুনিস্ট দেশে প্রেম, স্বাধিন দেশের ধর্ষন, ইজিপ্ট,মহাকাশ আরও কত কি ? বৈচিত্রময় পেক্ষাপট আমাকে টানতেই থাকে। ফলে নানা দেশের নানা ভাষার সিনেমা আমি প্রচুর পরিমানে দেখে ফেলেছি।

বইয়ের ক্ষেত্রে কথাটা অতটা সত্য নয়। কিছু সত্যির খুব কাছে। মাল্টিপল পারসোনালিটি ডিজওডার নামে একটি রোগ আছে। সেই রোগে এক মানুষের মনে অনেক রকমের সত্ত্বা বাস করে। ক্ষতিকরও হতে পারে, উপকারিও হতে পারে। আমার আছে এই রোগ। উপকারি। আমি এই মুহুর্তে হয়তো একটা বইয়ের সাথে চায়নার বাশ বাগানের একটা পাথরের উপর বসে আছি আর আমার সামনে বৌদ্ধ ভিক্ষু মন্ত্রপাঠ করছে, পরের ঘন্টায় আমি তক্ত টববগে রোদ্দুরে অ্যারিজোনার প্রেইরি চিড়ে ঘোড়া ছোটাচ্ছি। তাতে আমার রুচিগত কোন সমস্যা হচ্ছেনা, পাঠ্যরস উপভোগ করছি ষোলআনা।

দোজখনামা--রবিশংকর বল
( মির্জা গালিবকে নিয়ে লেখা। তার সাথে মিলেমিশে গেছে উপমহাদেশের রাজনৈতিক পেক্ষাপট। গালিবের প্রতি আমার আগ্রহ বেশ কিছুদিন আসে। তাছাড়া এক বন্ধুর সাথে আর্মি স্টেডিয়ামে ক্লাসিকাল অনুষ্ঠানে আড্ডার এক জায়গায় গালিব উঠে আসে। সেদিন থেকেই মাথায় ছিল গালিবের সমন্ধে বিস্তারিত কিছু পেলে- পড়ব। উপন্যাসই পেয়ে গেলাম।)

রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেন নি----মোহাম্মদ নাজিম উদ্দিন
( বর্তমানে বাংলাদেশের লেখকদের মধ্যে মোহাম্মদ নাজিম উদ্দিন এর নাম শোনা যায়। তার অনেক মৌলিক লেখা আছে শুনেছি কিন্তু একটাও পড়া হয়নি। এ বইটার নাম বেশ রহস্যময়।)

বিষাদ সিন্ধু - মীর মোশারফ হোসেন
জলপুত্র- হরিশংকর জলদাশ
রাইফেল, রোটি, আওরাত -আনোয়ার পাশা
ভাটির দেশ - অমিতাভ ঘোষ
হেমন্তের পাখি - সুচিত্রা ভট্টাচার্য
সাক্ষী ছিল শিরস্ত্রাণ- সুহান রিজওয়ান
চিলেকোঠার সেপাই- আখতারুজ্জামান ইলিয়াস
ছোটদের রাজনীতি ছোটদের অর্থনীতি By অধ্যাপক নীহার কুমার সরকার
দু চাকার দুনিয়া - বিমল মুখার্জি
হেল কমান্ডো - মেজর এম আনোয়ার হোসেন ( সেবা )
হলো না,রত্না - লেখক: কাজী আনোয়ার হোসেন ( সেবা )
কামিনী কাঞ্চন ১-২ - লেখক: সুধাময় কর ( *** )
বিশ্বের শ্রেষ্ট রহস্য গল্প - সম্পাদনা: অদ্রীশ বর্ধন
রেবেকা - লেখক: ড্যাফনে দু মরিয়ে ( সেবা )
পৃথিবী শুধু বিবাহিত পুরুষদের জন্য - লেখক: জ্যাকি কলিন্স
প্রদোষে প্রাকৃতজন -শওকত আলী
কেরী সাহেবের মুন্সী- প্রমথনাথ বিশী
দ্য অ্যালকেমিস্ট - পাওলো কোয়েলহো
মা -ম্যাক্সিম গোর্কি
অগ্নিপক্ষ - এ. পি. জে. আবদুল কালাম
হলদে গোলাপ-স্বপ্নময় চক্রবর্তী
মরুতীর্থ হিংলাজ - অবধূত
উদ্ধারণপুরের ঘাট - অবধূত
জাগরী - সতীনাথ ভাদুড়ী
মুসলমানমঙ্গল - জাকির তালুকদার
কবি ও কামিনী - জাকির তালুকদার
পিতৃগণ - জাকির তালুকদার
অলীক মানুষ- সৈয়দ মুস্তাফা সিরাজ
ওঙ্কার - আহমদ ছফা
হাজার চুরাশির মা - মহাশ্বেতা দেবী
মনের মানুষ – সুনীল গঙ্গোপাধ্যায়
রাজপাট - তিলোত্তমা মজুমদার
দ্যি ভার্জিন অব দ্যা সান- হেনরি রাইডার হ্যাগার্ড
সলোমনের গুপ্তধন - হেনরি রাইডার হ্যাগার্ড
রানি শেবার আংটি - হেনরি রাইডার হ্যাগার্ড
মুন অব ইজরায়েল - হেনরি রাইডার হ্যাগার্ড
দ্য ব্রেদরেন - হেনরি রাইডার হ্যাগার্ড
কিওপেট্রা - হেনরি রাইডার হ্যাগার্ড
সাম্ভালা-শরীফুল হাসান
ঈশ্বরের বাগান + অলৌকিক জলযান + মানুষের ঘরবাড়ি + নীলকন্ঠ পাখির খোঁজে - অতীন বন্দ্যোপাধ্যায়
কলকাতার কাছেই, উপকন্ঠে, পৌষ-ফাগুনের পালা- গজেন্দ্রকুমার মিত্র
সাইলাস মারনার
হিরে বসানো সোনার ফুল - সমরেশ মজুমদার
বিশ্বাসঘাতক - নারায়ন স্যানাল
ক্রাচের কর্নেল- শাহাদুজ্জামান
মহাকাশের ঠিকানা + পৃথিবীর ঠিকানা + প্রাণের ইতিবৃত্ত + মানুষের ঠিকানা - অমল দাশ গুপ্ত
সিদ্ধার্থ - হারমান হেস
সখী রঙ্গমালা - শাহীন আখতার
ময়ূর সিংহাসন - শাহীন আখতার
লাল নীল দীপাবলি বা বাঙলা সাহিত্যের জীবনী – হুমায়ুন আজাদ
দামেস্কের কারাগারে - এনায়েতুল্লাহ আল্‌তামাশ
স্পেনের রূপশী কন্যা-১,২ - এনায়েতুল্লাহ আল্‌তামাশ
ন হন্যতে : মৈত্রেয়ী দেবী
নিঃসঙ্গতার একশ বছর-গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
গভীর নির্জন পথে-সুধীর চক্রবর্তী

-
আমি দেখি, বইগুলো সমন্ধে দু এক কথায় কিছু লিখে দিচ্ছি। আপনি কি পড়া শেষ করলেন বা কোনটা পড়তে চান বা দেখতে চান- তা এখানে জানাতে পারেন। আমাকে যদি কিছু রেকমেন্ড করেন তবে কৃতজ্ঞ থাকব। লিষ্ট যত বড় হবে আমার তত আনন্দ হবে।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪১

আবু আবদুর রহমান বলেছেন: আমি আপনাকে বলবো প্রথমে পড়ুন পবিত্র কুরআন , এরপর পড়ুন নবী জীবনী । এরপর আপনি অন্যগুলো নিজে বেছে নিন । যদি আপনি পবিত্র কুরআনটা না পড়েন আপনার জীবনটা বৃথা । ধন্যবাদ ।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

হাসান সাইদুল বলেছেন: নিঃসঙ্গতার একশ বছর-গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
এই বইটা পড়তে চাই

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

দিপ বলেছেন: অনেক প্রশংসা শুনেছি।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

অপু তানভীর বলেছেন: ১. রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেন নি
২. বিষাদ সিন্ধু
৩. রাইফেল, রোটি, আওরাত
৪. চিলেকোঠার সেপাই
৫. দ্য অ্যালকেমিস্ট
৬. সলোমনের গুপ্তধন
৭. রানি শেবার আংটি
৮. সাম্ভালা

মাত্র এই ৮ টা পড়া ।

আর সাজেশন যদি দিতে হয় তাহলে আমি বলবো যে আপাতত নাজিম উদ্দিনের সব বইগুলো পড়ে ফেলেন । আর বাতিঘর থেকে প্রকাশিত অনুবাদ গুলো । সময় খারাপ কাটবে না এই টুকু বলতে পারি !

০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৬

দিপ বলেছেন: বাতীঘরের নাম এখন খুব শোনা যায়। অনুবাদগুলোও বেশ বিক্রি হচ্ছে। কিন্তু এরা কিন্তু অবৈধ উপায়ে অনুবাদ করে। আমাদের বোধহয় সেটাও মাথায় রাখা উচিত। এত জনপ্রিয় হচ্ছে দিনকে দিন, কিন্তু সম্পুর্ন অবৈধ উপায়ে- এই ভাবনাটা আমাকে ব্যথা দেয়। যাই হোক ওদের অনুবাদ আমাকে আগ্রহি করেছে, বিশেষ করে আমাজনিয়া- সেবার আডভেঞ্চারের মনটা থাকে থাকে জেগে ওঠে।

তাহলে আপনার কথাই চুড়ান্ত হল, নাজিম উদ্দিনের সব বইগুলো পড়ে ফেলব ফাকে ফাকে।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২০

আরজু পনি বলেছেন:
দিপ !

কতোদিন পর ! অথচ মাত্র কদিন আগেই পোস্ট দিয়েছেন দীর্ঘ বিরতির পর..দেখিনি ।
খুব মিস করি কিন্তু আপনাকে/আপনাদেরকে।

আপনার বই পড়ার পরিকল্পনা জেনে ভালো লাগলো ।

০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫

দিপ বলেছেন: আমাকে বা আমার লেখাকে মিস করেন জেনে ভালোলাগল। আমার ক্ষেত্রেও বিষয়টা ব্যাপক আরজুপনি আপু। আমি পুরো সময়টাকে মিস করি। ব্লগে ঢুকলেই মন কেমন করে ওঠে, নষ্টালজিক মুড এসে যায়, কিন্তু এরকমতো হওয়ার কথা ছিলনা। দৈনিক পত্রিকা আর ব্লগের মধ্যে কোন পার্থক্য থাকা উচিত না। একটা অনলাইন প্লাটফর্ম কিভাবে এত শক্তভাবে গ্রাস করতে পারে তা এখনও আমার মাথায় আসে না। যাই হোক, আপনার কমেন্ট পেয়ে প্রচন্ড ভালোলেগেছে।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২৯

গেম চেঞ্জার বলেছেন: বাহঃ

ভালো লিস্ট করেছেন দেখি......

দেখি কটা বই পড়তে পারি। সময় নিয়া বড়ই গরিবি হালতে আছি ....... :(

৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

কোডনেম ৬৬৬ বলেছেন: Goodreads এ একাউন্ট খুলুন। বইয়ের রেটিং এবং রিভিউ দেয়া যায়; পছন্দের বই ফ্রেন্ডদের রিকমেন্ড করা যায়। সাইটটা বইপড়ুয়াদের ফেসবুক।

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২

দিপ বলেছেন: আছেত আমার। আসলে কতগুলা নেটওয়ার্ক একা নিয়ন্ত্রন করা যায় ?

রেডিট,বিবিস অনলাইন, বাংলা পোর্টাল, ব্লগ, ফেসবুক, লেটার বক্স এরকম আরও অসংখ্য।

পাগল হয়ে যাবার মত অবস্থা হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.