নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথহারা পথিকের মত আমি খুজে চলেছি স্বপ্নের গলি....স্বপ্নের গলির সন্ধান পেতে ছুটে চলেছি শহরের এ গলি থেকে ও গলি, এমন কি বাদ রাখিনি কানা গলি গুলোও। দিন শেষে বিষাদ আর ক্লান্ত দেহ নিয়ে ফিরে যাই আপন নীড়ে...

উন্মাদ বালক

মেতে আছি নষ্টামিতে....নষ্ট লোকেদের ভিড়ে।

উন্মাদ বালক › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা এ বছরের শেষ সূর্যদয়

৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

বছর শেষ হয়ে যাচ্ছে আজ। সারা বছর ধরে অনেকের জীবনে অনেক রকমের ঘটনা ঘটে গেছে। কোনটা ভালো আবার কোনটা অনেক খারাপ। অনেকে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেয়েছেন আবার অনেকে নুতুন করে সমস্যায় পরেছেন। অনেকে জীবনে গতি এসেছে আবার অনেকের জীবন হয়ে পরেছে স্তিমিত। অনেকেই অনেককে হারিয়েছেন আবার অনেকে পেয়েছেন অনেকে নুতুন করে।



যাই হক না কেন, মানুষের জীবন কখনই থেমে থাকে না। সবকিছু ঝেড়ে ফেলে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের নিজেদের প্রয়োজনেই। সবাই কে আগাম নুতুন বছরের শুভেচ্ছা।







মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২২

পরিবেশ বন্ধু বলেছেন: শেষ নয় শুরু
আবার আসবে
দিন ক্ষন মুহূর্তে
সে রক্তিমতায় হাসবে

সুন্দর লেখা
অভিনন্দন

৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫২

উন্মাদ বালক বলেছেন: ধন্যবাদ। আপনাকেও অভিনন্দন।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

সাদা মনের মানুষ বলেছেন: শেষ সুর্যোদয়ের ছবি উঠাইতে পারিনি, তবে শেষ সূর্যাস্তের ছবি উঠানোর ইচ্ছে আছে।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

উন্মাদ বালক বলেছেন: আমিও টেরাই মারমু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.