নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথহারা পথিকের মত আমি খুজে চলেছি স্বপ্নের গলি....স্বপ্নের গলির সন্ধান পেতে ছুটে চলেছি শহরের এ গলি থেকে ও গলি, এমন কি বাদ রাখিনি কানা গলি গুলোও। দিন শেষে বিষাদ আর ক্লান্ত দেহ নিয়ে ফিরে যাই আপন নীড়ে...

উন্মাদ বালক

মেতে আছি নষ্টামিতে....নষ্ট লোকেদের ভিড়ে।

উন্মাদ বালক › বিস্তারিত পোস্টঃ

মানুষের মল থেকে ‘সংগ্রহ করা’ পানি পান বিল গেটসের

১২ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৪



মানুষের মল থেকে ‘সংগ্রহ করা’ পানি পান করেছেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। পানি বিশুদ্ধ করার একটি পদ্ধতির নির্ভরযোগ্যতার প্রমাণ দিতে গিয়ে এ কাজ করেন তিনি।

পানি বিশুদ্ধ করার এই প্রযুক্তিটি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আশা ব্যক্ত করেন বিল গেটস। আর্ন্তজার্তিক সাহায্য সংস্থা ‘ওয়াটার এইড’-এর কাছেও প্রকল্পটি সমাদৃত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ওয়াটার এইডের চালানো সমীক্ষা থেকে জানা যায়, পৃথিবীতে প্রায় ৭৪.৮ কোটি মানুষ দূষিত পানি পান করতে বাধ্য হয়।

বিল গেটসের নিজস্ব ব্লগে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, তিনি মানুষের মল থেকে পরিশোধিত পানি পান করছেন। পোস্টটিতে তিনি বলেন, “এই প্রক্রিয়ায় পাওয়া পানি যে কোনো বোতলজাত পানির চেয়েও বেশি সুস্বাদু। আমি এই প্রযুক্তির উপরে এতটাই বিশ্বাস করি যে এই পানি প্রতিদিন পান করতেও আমার কোনো অসুবিধা হবে না”।

ভিডিওতে বিল গেটস এ পদ্ধতির উদ্ভাবনকারীদের প্রশ্ন করেন, “কেন প্রযুক্তিবিদরা অন্য উৎস বাদ দিয়ে মানুষের মল থেকে পানি বা বিদ্যুৎ উৎপাদনের কথা চিন্তা করবেন?” জবাবে ‘অমনিপ্রসেসর সিস্টেম’-এর প্রতিনিধি পিটার জানিক্কি জানিয়েছেন, পৃথিবীতে প্রতিবছর প্রায় ৭০ লাখ শিশু কেবল সঠিক পয়ঃনিষ্কাষণ ব্যবস্থার অভাবে মারা যায় এবং এই অপরিচ্ছনতা অনেক শিশুর সঠিক শারীরিক ও মানসিক উন্নতির পথে বাঁধা হয়ে দাঁড়ায়। তিনি আরও বলেন, ‘মানুষের তৈরি বর্জ্য পরিশোধনের মাধ্যমেই শিশু মৃত্যুহার কমিয়ে তাদেরকে একটি উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়া সম্ভব’।

বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটসের তৈরি দাতাসংস্থা বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এ প্রকল্প পরিচালনায় অর্থসহায়তা দিচ্ছে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

নতুন বলেছেন: মানুষের মল থেকে ‘সংগ্রহ করা’ পানি পান বিল গেটসের


মানুষের মল বিষয়টাই আপনার লেখায় বেশ গুরুত্ব পেয়েছে মনে হইতেছে...

বিষয়টা সুরয়েজের ময়লা থেকে সার+বিদ্যুত+পানি উতপাদনের প্লান্ট তৌরি করেছে.. এই থেকে উতপাদিত বিদ্যুত বিক্রি করতে পারবেন....নিরাপদ পানি এবং সার ও পাবেন...

এটা বজ` ব্যবস্হাপনার একটা খুবই ইনোভেটিভ সলিওসন... আমাদের দেশের জন্য খুবই দরকরারী একটা জিনিস...


১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫১

উন্মাদ বালক বলেছেন: ভাই অনেকই মানব বর্জ্য অর্থ বুঝত না তাই।

২| ১২ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

টয়ম্যান বলেছেন: :-P

৩| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৯

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: সিংগাপুরে এটা বেশ আগে থেকে চালু আছে। এটা নতুন কিছু না। আর এই প্রযুক্তি ভবিষ্যতে সব দেশেই ব্যবহার করতে হবে, কারন বিশুদ্ধ পানির অভাব আস্তে আস্তে বাড়তেছে।

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০১

উন্মাদ বালক বলেছেন: সত্য কথা বলেছেন ভাই

৪| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৯

ডেড আকাশ বলেছেন: ঘেন্না লাগল, ব্যাডার কি শরম লজ্জা নাই?

৫| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্যাপারটি ব্লগে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

তবে যেহেতু এই লেখাটি হুবহু অন্য একটি অনলাইন নিউজ সাইট থেকে কপি করেছেন, সেহেতু আপনার উচিত ছিল সোর্সটি এখানে উল্লেখ্য করা। যারা ব্লগ পড়েন, তারা বিভিন্ন অনলাইন সংবাদপত্রও পড়েন। সুতরাং ব্লগারদের পুরানো খবর দিয়ে তো লাভ নাই। বরং এই খবরের সাথে আপনার মতামত, পর্যবেক্ষন সংযুক্ত করে প্রকাশ করাটাই বেশি প্রয়োজন ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.