![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝরা পাতার মতই একেলা ,সময় হলেই ঝরে যাব
ব্রেইন ওয়াসড তরুনঃ হুজুর মিশন কমপিলিট ... (দাত কেলিয়ে...)
ভন্ড নেতাঃ সাবাস! বেটা ,এই না হল পাঠানের পোলা ...
তরুনঃ(থমকে গিয়ে) হুজুর আমার বাপ-মা বাঙ্গালি ছিল ...
নেতা (দাত-মুখ খেচে):কেডা কইসে তরে ... বেশি বোঝস ...
পাশ থেকে এক চামচা হাল্কা থাপ্পর দিয়ে কয় “হুযুরে যা কয় তাই ঠিক ,যুদ্ধের পর ই না তোর জন্ম
তোর বাপ আমাগো খাস লোক আছিল... ব্যাপারটা হোজ্ঞলে জানে না”
তরুনের চোখে পানি দেখে নেতাঃ
আরে হালা বেকুব তোর গায়ে যদি পাঠানের রক্ত নাই থাকতো ,তাইলে হালা তুই কি বইয়ের স্টলে আগুন দেবার পারতি,পারতি নিরিহ লোক গুলার জান নিয়ে খেলতে ??? পারতিনা ,বাঙালিরাতো তেলাচুরা মারার আগে দুই বার ভাবে,ডরপক কাহিকে !!!তয় তোর কামডা জব্বর হইছে,হাম বড়ই খুস হু
চামচাঃ হালারা শিক্ষিত হইব ,একাত্তরে দেখায় দিছিনা ,যেই হালারা এই বালসাল বই লেখত ,যারা এইগুলান পড়তে ,হোগলরে দেখায় দেছি ,দেহছ না আছে একটাও ?? আবার বিচার সাহস কত , হেহ
দাতের ফাঁক দিয়ে পানের ফিক ফালায়
তরুনঃ(মিনিমিনিয়ে) কইছিলেন ,এই কাম করলে বেহস্ত নিশ্চিত ...
নেতাঃ ওরে গুদুরে ,দুধু খাও নাকি?,আমারা কি বেহেস্তের টিকিট নিয়ে বইয়া আছি নাকি...
তয় যে আমল করছ তোমার বেহেস্ত এক প্রকার নিশ্চিত কইতে পার...
তরুনঃ হুজুর, এত গুলা বই পুড়লো ,বইতে নাকি জ্ঞায়ানের কথা লেহা থাহে,জ্ঞ্যায়ান অর্জন তো আমাগো ফরজ ...
নেতাঃ ওরে হালার পুত ,তুই আমারে শিখাবি নাকি ......
চামচাঃ কসায়ে থাপ্পর লাগায় ,হুযুরের চেয়ে বেশি বোঝস ??
তরুন; নেতার চোখ রাঙ্গানি ভুলে যায় সব
নেতাঃ (তরুন কে ) তুই একটু বাইরে যা, চামচার দিকে তাকিয়ে বলে উঠে অরে একটু ভাল মন্দ খাইসতো ,হালায় নার্ভাস হইয়ে গেছে ।
তরুন খুশি হয়ে উঠে
নেতা চামচার কানের কাছে মুখ নিয়েঃ হালায় নার্ভাস মাল,এখন রিস্কি হইয়া গেছে
কাপড়ে এক পুটলি বের করে দেয় ...।।
চামচাঃ হুজুর কি জিনিস দিলেন ??
নেতাঃ আস্তে , মেশিন আছে ...। একটা খাওয়ায় দিশ ... আর কিছু খাওন লাগব না
চামচাঃ যা বলেন হুজুর ......।
পরের দিন সকালের পত্রিকার হেডলাইন “অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার
গুলিতে চেহারা বিকৃত”
পুলিস বিবৃতিঃ “এইডা মুরগি আসলানের গ্যং এর কাজ”
র্যা বঃ আমদের সুত্র মতে “ইহা নিখাঁত আত্মহত্যা “
দুই দিন পরে সব চুপ
শুধু একটি বাড়িতে নিরবতা,এক মায়ের বুক ভরা হাহাকার,একটি পরিবারের অশ্রু থামেনি
থামবেনা কক্ষনো, যেন অশ্রুর সাগর নিয়ে জন্মেছে তারা...।।
সেই নেতা এখন পতাকা লাগায় ঘুইরা বেরায় ,
চামচা গুলসানে ফ্ল্যাটে টকমিষ্টি সময় পার করে.........
২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:১৫
দ্বিতীয়.সত্ত্বা বলেছেন: ধন্যবাদ রমাকান্তকামার
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:১৪
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: ব্লগে স্বাগতম