নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনাকে জানবার জন্য সাধনারত

স্রষ্টার এক মস্ত রসিকতা

দ্বিতীয়.সত্ত্বা

ঝরা পাতার মতই একেলা ,সময় হলেই ঝরে যাব

দ্বিতীয়.সত্ত্বা › বিস্তারিত পোস্টঃ

দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩৬

পোশাক সচেতনা আমার খুব একটা নেই,তবে পাঞ্জাবীর প্রতি আমার একটা আলাদা ফেসসিনেশন কাজ করে ,আজকে সন্ধ্যায় পাঞ্জাবী পরে বের হয়েছিলাম

এক বড় ভাইয়ের সাথে দেখা ,

উদ্বিগ্ন কন্ঠে জিজ্ঞাসা করল “পথে কোন প্রবলেম হল কিনা ?”

আমি ঢাকার খবর তখন কিছুটা অবগত ছিলাম তবুও

হঠাত করে বুঝে উঠতে পারিনি কিছু

ভাই বলল “আজকের দিনে তোর এই পোশাকে বের হওয়া উচিত হয়নি”

শুনে মনটা একটু খারাপ হয়ে গেল যদিও ভাইয়াকে বুঝতে দেইনি

মনে পরে গেল “গল্পে” আর “মুভিতে” দেখা স্বাধীনতা যুদ্ধ চলাকালীন অবস্থার কথা

যখন পাকি আর্মি (বাস্টার্ড অফ দ্যা century ) রাস্তায় রাস্তায় শিশ্ন দেখে তার ধর্ম নিশ্চিতকরন প্রক্রিয়ার কথা ।

আজ কিছু ধর্ম ব্যবসায়ী যুদ্ধকালীন সেই পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা করছে ।

ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে তাদের কৃত অপকর্ম ঢাকার জন্য সর্বাত্মক চেষ্টা করছে,অপর দিকে কিছু পারভারট নাস্তিক কিংবা নরকের কীট

এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে তাদের হীন মানসিকতার বহিঃপ্রকাশ ঘটাতে ,তাদের নোংরা আইডিওলোজির জন্য ।

আমাদের বিপ্লব ছিল সেই সকল জঘন্য যুদ্ধপরাধীদের বিরুদ্ধে যারা দেশ মাতৃকার সাথে, আপন রক্তের সাথে বেঈমানি করেছিল ,

তাদের বিচার হয়ত আমরা সঠিক ভাবে করতে পারবনা “১০০ (উদাহারন স্বরূপ) খুনের জন্য একবার ফাঁসি সঠিক বিচার হতে পারে কিভাবে??”

তবে পাপ-পুণ্যেরর সঠিক বিচারের নিশ্চয়তা দিয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তা ...

তবে আমদের সজাগ দৃষ্টি রাখতে হবে এইসব ধর্মপ্রাণ মানুষ গুলোর মাঝে

যাতে কোন ছাগুপোনা অপপ্রচার চালাতে না পারে , আর এই সব কীট গুলোর হাতে যারা খোরাক তুলে দিচ্ছে যেই নাস্তিকগণ তাদের পরিত্যাগ অত্যাবশ্যক ,মনে রাখা প্রয়োজন সাপের মাথায় যদি মণি থাকেও ,তবুও সাপ মানুষের জন্য হুমকি ...

আমাদের দাবি একটাই সকল যুদ্ধপরাধীদের বিচার ...

বিশ্ব জানুক বাঙ্গালির আবেগ কত শক্তিশালী ,এই আবেগের জোরেই ৫২ তে ভাষা আর একাত্তরে মাতৃভূমি পেয়েছি ... এবার পাবো পুণ্যভূমি ..

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন। প্লাস।

২| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫

দ্বিতীয়.সত্ত্বা বলেছেন: ধন্যবাদ :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.