নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনাকে জানবার জন্য সাধনারত

স্রষ্টার এক মস্ত রসিকতা

দ্বিতীয়.সত্ত্বা

ঝরা পাতার মতই একেলা ,সময় হলেই ঝরে যাব

দ্বিতীয়.সত্ত্বা › বিস্তারিত পোস্টঃ

সরিষা কাষ্ঠের আসবাব

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৭

একসাথে আড্ডা দিচ্ছিলাম গোটা- দশেক পাবলিক ,

কথা হচ্ছিল নানারকম গাছ নিয়ে, আমাদের অধিকাংশের শৈশব,কৈশর কাটিয়েছি ইট-সিমেন্টের

জড় পরিবেশে , প্রকৃতির সাথে কারো সখ্যতা নেই বললেই চলে,চারপাশের অতি সাধারন গাছগুলো বাদ দিয়ে গাছে ফল না থাকলে গাছের পরিচয় ব্যাকটেরিয়ার স্ট্রেইনের মতই দুর্বোধ্য ।

কথা বলতে বলতে একপর্যায়ে এক বৃক্ষবিশারদ হঠাত করে জিজ্ঞাস করলো "আচ্ছা ,বলতো

কোন গাছের কাঠের রঙ হলুদ ?"

আমাদের চোখ গোল গোল হয়ে উঠল ,হলুদ রঙের ফুল বললে হয়ত দুই-একজন যাও পারত

,হলুদ রঙের কাঠ তো সেখানে unpossible to find :P :P

আমার পাশের এক বন্ধুর চোখ-মুখ হঠাত উজ্জ্বল হয়ে উঠল, আমারা একটু পুলকিত হয়ে

উঠলাম আমার বন্ধুটি গতকাল ও সন্দিহান ছিল যে "ডাব গাছে, নারিকেল ধরে কিনা? :P :P "

সে একদিনেই কি এমন জ্ঞানপ্রাপ্তা হইলো যে রীতিমত হলুদ রঙের কাঠের গাছের নাম পর্যন্ত

জানে,অতপর সে যাহা বলিল ,তাহার জন্য কেউ প্রস্তুত ছিলাম না

"সে বলিল সরিষা গাছের কাঠের রঙ হলুদ "

তাহার উত্তর শুনিয়া আমরা যখন হাসতে হাসতে শ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম,

তখন সে বলিল সে নিজ চোখে দেখিয়াছে যে সরিষা কাষ্ঠের রঙ হলুদ ,এবং উহা দিয়া তাহার

পূর্বপুরুষগণ অতি-উৎকৃষ্ট আসবাব বানাইত " :পি

হাসি কেবল স্তিমিত হইয়াছে মাত্র তখন এক আংরেজি মাধ্যম ফেরত বন্ধু জিজ্ঞাস করল "কাষ্ঠ'

মানে কি ?

ইহার উত্তরে আমদের বৃক্ষ বিশারদ বলিল গাধা এও জানিসনে "কাষ্ঠ মানে হচ্ছে কাঁঠাল গাছ"

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:২২

হাসান মাহবুব বলেছেন: হাহা! মজা পাইলাম।

২| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২২

দ্বিতীয়.সত্ত্বা বলেছেন: ধন্যবাদ হা-মা ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.