![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দ্যাখে তারা;
প্রায় ২ বছর পর সামহোয়্যার ইন ব্লগ এ লিখছি.... এই ২ বছরে সামু ব্লগিং সাইট হিসেবে কিছুটা জৌলুস হারিয়েছে বলে মনে হচ্ছে। এর অবশ্য কারণও রয়েছে.... অনেকগুলো নতুন ব্লগের আবির্ভাব ঘটেছে ইতোমধ্যে। তাছাড়া ফেসবুকের জনপ্রিয়তাও একটি অন্যতম কারণ। কারণ অনেকেই তাদের মতামত, চিন্তা-চেতনা অথবা তাৎক্ষণিক অনুভূতিটি ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমেই প্রকাশ করে ফেলেন। এছাড়াও গণজাগরণ মঞ্চের সময়টায় সামু বিভিন্ন কর্ণার থেকে যৌক্তিক-অযৌক্তিক সমালোচনার শিকারও হয়েছে। তবে একটি বিষয় অনস্বীকার্য যে সামু এদেশে ব্লগিংএর পথিকৃত। ফলে অনেকের ভীড়ে হারিয়ে যাবার নয়।
ব্লগ এবং ফেসবুকে লেখা-লেখি যতটা বেড়েছে- সাথে পাল্লা দিয়ে আমার বোধকরি ততোটাই উন্মুক্ত হতে চলেছি..... ঠিক কোন অর্থে ব্যাখ্যা করাটা একটু কঠিনই। ফেসবুকেও দেখেছি স্ট্যাটাস লেখা অথবা কমেন্ট করার সময় আমরা অনেক খোলা-মেলা। গালি-গালাজ হয়তো এই খোলা-মেলা জগতের আমন্ত্রণে এইসব সোশ্যাল মিডিয়াতে হরহামেশাই ব্যবহৃত হচ্ছে। তবে ফেসবুকের তুললায় এসব ব্লগিং সাইটে মডারেশনের সুযোগটা বেশী এবং তা হয়েও থাকে। ফেসবুকে আপনি চাইলেই কাউকে একটা অশ্লীল কমেন্ট করতে পারেন বা ইনবক্স করতে পারেন- ঠিক বিপরীত ভাবে উক্ত কাজগুলো করার দায়ে তাকে রিপোর্ট করে ব্লকও করে দিতে পারেন। তাতে কোন সমস্যা হয় না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে অনেককেই দেখেছি তার মতামতে বিরুদ্ধাচারণ সহ্য করতে পারেন না! ধরুন কেউ একজন একটি জাতীয় ইস্যুতে লিখেছে... আপনি হয়তো সেখানে তার কিছু ভুল ধরিয়ে দিলেন-- তিনি আপনাকে 'বালের সমর্থক' অথবা 'ছাগু' অথবা 'চেতনাধারী' ট্যাগ দিয়ে পাল্টা কমেন্ট করে ব্লক করে দিলেন। যেমনটি আমরা কিছুদিন আগে দেখেছি একেএম ওয়াহিদুজ্জামান ডায়মন্ড ও নিঝুম মজুমদারের মধ্যকার বিতর্কে। আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে যেকোন লেখা-কমেন্ট-স্ট্যাটাস যেন একটু সহনীয় মাত্রায় থাকে লেখকদের সেদিকে একটু মনোযোগী হওয়া দরকার।
আমরা যেন ভুলে না যাই মুক্তচিন্তার সেই অমর বানী- "তোমার অধিকার রয়েছে আমার সাথে দ্বিমত পোষণ করার; আমি জীবন দিয়ে তোমার সে অধিকারকে রক্ষা করবো।"
২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৬
অন্তস্থ সায়ন্ত বলেছেন: কিছু কিছু দায়বন্ধতার জায়গায় আমাদের অনীহা বা অবহেলাতো রয়েছেই.... সামুও এর ব্যতিক্রমতো নয়ই....
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৬
জুলকারনাই১৯৬৭ বলেছেন: ভাল লিখেছেন। কিন্তু বলতে পারেন, সামুর কোন নীতিমালায় আছে যে, আমাকে ঘোষণা ছাড়াই বিনাকারনে পোস্ট ব্যান করা হয়েছে কেন? যদিও বোঝার উপায় নেই--পোস্ট দিলে সব প্রক্রিয়াই আসে কিন্তু পোস্ট প্রকাশ হয়না ১ বছর থেকে!! কত মেসেজ ও পত্র দিলাম কিন্তু লাজবাব সামুর শয়তান মডুুরা---