নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না.....

দিমিত্রি

ফ্রম রাশিয়া উইথ লাভ...

দিমিত্রি › বিস্তারিত পোস্টঃ

টুইটার ফ্যাক্টস

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৬



টুইটার। ২০০৬ সালে যাত্রা শুরু করে মাইক্রোব্লগিং সাইট হিসেবে। বর্তমানে পৃথিবীর অন্যতম জনপ্রিয় ও শক্তিশালী কমিউনিটি। আসুন টুইটার সম্পর্কে কিছু তথ্য জেনে নিইঃ

১) টুইটারের লোগোর পাখিটির নাম "ল্যারি"। বিখ্যাত NBA তারকা Larry Joe Bird এর নামানুসারে এই নাম রাখা হয়েছে।




২) নামকরনঃ ভেভেলপমেন্ট ষ্টেজে টুইটারকে Jitter নাম দেয়া হয়েছিলো। পরে টুইটারের কো-ফাউন্ডার Evan Williams মজার ছলে Friendstalker নাম ঠিক করেন, কিন্তু অন্য কো-ফাউন্ডার Noah Glass সেটা বাদ করে দেন। এবং একটি ডিকশনারি নিয়ে নাম খুজতে বসে পড়েন। একদিন বিকালে যখন তিনি তার মোবাইল সাইলেন্ট করেন, মোবাইলটি ভাইব্রেট করে। এখান থেকে তিনি Vibrate নামটি পছন্দ করেন। কিন্তু নামটি তার মনমত না হওয়ায় twitch (ভাইব্রেট এর কাছাকাছি অর্থ) নামটি পছন্দ করেন। এবং tw দিয়ে খুজতে খুজতে Twitter শব্দটি পেয়ে যান। তবে প্রথম দিকে Twitter এর নাম দেয়া হয়েছিলো twttr.




৩) ভ্যাটিকান থেকে বলা হয়েছে, আপনি যদি টুইটারে পোপ কে ফলো করেন, তাহলে purgatory (হেভেন এ যাবার আগে কৃত পাপের জন্য শাস্তিপাবার সময়কাল) অবস্থায় অন্যদের তুলনায় আপনাকে অল্প সময় কাটাতে হবে।




৪) sweden এই ভেরিফাইড একাউন্টটি প্রতিসপ্তাহে একজন র‌্যান্ডম নাগরিককে দেয়া হয় পরিচালনার জন্য।




৫) ২০১৩ সালের ২৩ এপ্রিল The Associated Press এর টুইটার প্রোফাইল হ্যাক করে একটি ভূয়া খবর টুইট করা হয়। যার ফলে রাতারাতি শেয়ারবাজারে ধস নামে এবং ১৩০ বিলিয়ন ডলার হাওয়া হয়ে যায়।




৬) টুইটারের প্রথম হোমপেজ ডিজাইন




৭) প্রথম টুইট




৮) CIA প্রতিদিন ৫০ লক্ষ+ টুইট নজরদারি করে। এবং আমেরিকানদের দ্বারা পাঠানো প্রতিটি টুইট Library of Congress সংরক্ষন করে।





৯) ২০১২ সালে Natalia Valdivieso নামের ১৯ বছর বয়সী এক তরুনীকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ তার ৩ মিলিয়নতম ফলোয়ার হওয়ার কারনে একটি বাড়ি উপহার দেন।


Translation: Hey my dear Natalia, you’ve become the 3 millionth follower of @chavezcandanga! Thank you and congratulations


১০) টুইটারে বিগ বেন ঘড়ির একটি আন-অফিসিয়াল একাউন্ট আছে। যেটি প্রতি ঘন্টায় শুধু Bong Bong Bong টুইট করে।




১১)জাষ্টিন বিবার এর টুইটারে মোট ফলোয়ারের ৫৩% ফেক প্রোফাইল।




১২) Ellen DeGeneres এর অস্কার সেলফি টুইটারে সর্বাধিক রি-টুইট হয়েছে (৩.৩ মিলিয়ন)।




১৩) পৃথিবীর ইন্টারনেট ব্যাবহারকারীদের ৯০% টুইটার ব্যাবহার করেন না।


১৪) টুইটারে প্রতি মাসে একটিভ ব্যাবহারকারী ৩১৩ মিলিয়ন। এর ভেতর ৮২% মোবাইল থেকে টুইটার ব্যাবহার করেন।


১৫) টুইটারে প্রায় ১,৫০,০০০ প্রোফাইল এর পাসওয়ার্ড 12345


১৬) ৪৪% টুইটার ইউজার এ পর্যন্ত একটি টুইটও করেন নি।


১৭) প্রতি মিনিটে প্রায় ৩,৫০,০০০ টুইট করা হয়


১৮) প্রথম ১০০ কোটিতম টুইট হয় ৩ বছর ২ মাস এক দিনে। কিন্তু এখন গড়ে প্রতি সপ্তাহেই ৩০০ কোটি+ টুইট করা হয়।


১৯) প্রতিদিন যত টুইট করা হয়, তা দিয়ে বই লিখলে সেটা ১ কোটি পৃষ্ঠার বই হবে।


২০) সারা বিশ্বে টুইটারের অফিস ৩৫+, কর্মকর্তা-কর্মচারী ৩৮০০+



------------------------------------------------

বিদ্রঃ সকল তথ্য ও ছবি ইন্টারনেট থেকে সংগ্রহীত

আমি ব্যাক্তিগতভাবে সোস্যাল নেটওয়ার্কিং সাইট হিসেবে ফেসবুকের চেয়ে টুইটারকে বেশি পছন্দ করি। চাইলে আমার সাথে টুইটারে কানেক্ট হতে পারেন এবং কমেন্টে আপনার টুইটার প্রোফাইল লিংক দিতে পারেন।
আমার টুইটার প্রোফাইল


------------------------------------------------

লম্বা পোষ্ট পড়ার জন্য ধন্যবাদ। এখন আইসক্রিম খান




মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৬

দেবজ্যোতিকাজল বলেছেন: অনেক কিছু জানলাম

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

দিমিত্রি বলেছেন: ধন্যবাদ :#)

২| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৪

অরুনি মায়া অনু বলেছেন: অথ্যবহুল পোস্ট।

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪৫

দিমিত্রি বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ :#)

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭

গোফরান চ.বি বলেছেন: ১৩) পৃথিবীর ইন্টারনেট ব্যাবহারকারীদের ৯০% টুইটার ব্যাবহার করেন না।


১৪) টুইটারে প্রতি মাসে একটিভ ব্যাবহারকারী ৩১৩ মিলিয়ন। এর ভেতর ৮২% মোবাইল থেকে টুইটার ব্যাবহার করেন।


১৫) টুইটারে প্রায় ১,৫০,০০০ প্রোফাইল এর পাসওয়ার্ড 12345


১৬) ৪৪% টুইটার ইউজার এ পর্যন্ত একটি টুইটও করেন নি।


১৭) প্রতি মিনিটে প্রায় ৩,৫০,০০০ টুইট করা হয়


১৮) প্রথম ১০০ কোটিতম টুইট হয় ৩ বছর ২ মাস এক দিনে। কিন্তু এখন গড়ে প্রতি সপ্তাহেই ৩০০ কোটি+ টুইট করা হয়।


১৯) প্রতিদিন যত টুইট করা হয়, তা দিয়ে বই লিখলে সেটা ১ কোটি পৃষ্ঠার বই হবে।


২০) সারা বিশ্বে টুইটারের অফিস ৩৫+, কর্মকর্তা-কর্মচারী ৩৮০০+

তথ্য গুলো জেনে ভালো লাগলো।

২১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩২

দিমিত্রি বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.