নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে কিছু অদ্ভুত আইন প্রচলিত আছে। এর কোনটা তো রীতিমত হাস্যকর। তবে এসব আইনের কি আসলেই প্রয়োগ আছে কি না এটা আমি জানি না।
১) জার্মানিতে দূরপাল্লার ভ্রমন পথে জ্বালানি শেষ হয়ে যাওয়াকে ট্রাফিক আইন লঙ্ঘন হিসেবে ধরা হয়।
২) যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় গন্তব্য পথ না জেনে বের হলেই জরিমানা গুনতে হবে।
৩) সুইডেনে গাড়ি চালানোর সময় হেডলাইট বন্ধ করা যাবে না। দিন হোক বা রাত ২৪ ঘন্টার জন্যই এটা প্রযোজ্য
৪) রাশিয়ায় আপনি যদি নোংরা গাড়ি নিয়ে রাস্তায় বের হন সেক্ষেত্রে আপনাকে ৬২ ডলার (২০০০ রুবল) পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।
৫) ফ্লোরিডায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর বায়ুত্যাগ করা বেআইনি।
৬) অ্যারিজোনায় সাবান চুরি করতে গিয়ে ধরা খেলে তার শাস্তি হল ওই সাবান দিয়েই নিজেকে ধুতে থাকবে যতক্ষণ না সাবান পুরো শেষ হয়।
৭) ১৭৯৯ সালে প্যারীসে একটি আইন করা হয় যে, পুলিশের অনুমোদন ছাড়া কোন নারী পাবলিক প্লেস এ পোষাক হিসেবে প্যান্ট পড়তে পারবে না। ১৮৯২ সালে আইনটি একটু সংশোধন করে ঘোড়া চালানোর সময় নারীদের স্পোর্টস ট্রাউজার পড়ার অনুমতি দেয়া হয়। এবং ১৯০৯ সালে নারীদের বাইসাইকেল চালানোর সময় প্যান্ট পড়ার অনুমতি দেয়া হয়। সবশেষে ২০১৩ সালে ফ্রেঞ্চ সরকার ২১৪ বছর পুরনো আইনটি পুরোপুরি তুলে দেয়।
৮) ইটালীর ভেনিস, যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো এবং সিঙ্গাপুরে রাস্তায় পায়রা/কবুতরদের খাবার খাওয়ানো বেআইনী। ৫০-৬০০ ডলার পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।
৯) সিংগাপুরে চুইংগাম নিষিদ্ধ। তবে ডাক্তারের প্রেসক্রিপশন থাকলে মেডিকেল চুইংগাম কেনা যায়।
১০) সিংগাপুরে লিফটের ভেতর প্রসাব করা বেআইনি। বেশ কিছু লিফটে ইউরিন ডিটেক্টর লাগানো থাকে যা ইউরিনের গন্ধ ডিটেক্ট করে, লিফটের দরজা বন্ধ করে দেয় এবং এলার্ম বাজিয়ে দেয়।
১১) সিংগাপুরে পাবলিক টয়লেট ব্যাবহারের পর ফ্লাস না করলে ১০০ ডলার পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।
১২) আমেরিকার সাতটি রাজ্যে (মেরিল্যান্ড, আরকানসাস, মিসিসিপি, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, টেনেসি ও টেক্সাস) কোন নাস্তিক ব্যাক্তি পাবলিক অফিসের দায়িত্ব গ্রহন করতে পারেন না।
১৩) যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে কোন পুরুষের যদি গোফ থাকে, তবে সে জনসম্মুখে কোন নারীকে চুমু খেতে পারবে না।
১৪) ফিলিপাইন ও ভ্যাটিকান সিটিতে ডিভোর্স বেআইনী। তবে ফিলিপাইনের মুসলিম নাগরিকগন ক্ষেত্রবিশেষে ডিভোর্স দিতে পারেন।
১৫) অষ্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় কোন লাইসেন্সপ্রাপ্ত ইলেক্ট্রিশিয়ান ছাড়া বৈদ্যুতিক বাতি খোলা/লাগানো/চেঞ্জ করা বেআইনি।
১৬) যুক্তরাজ্যে পার্লামেন্টে মৃত্যুবরন করা বেআইনি।
১৭) মিনেসোটায় কাপড় শুকানোর রশিতে একই সাথে পুরুষ ও নারীর অন্তর্বাস শুকাতে দেওয়া বেআইনি।
১৮) ওয়াশিংটনে রবিবারে কোন ধরনের মাংস কেনা বেআইনি।
১৯) আমেরিকার রোড আইল্যান্ডে মাসের জোড় তারিখে গাছ, বাগান বা লনে পানি দেয়া বেআইনি।
২০) সুইজারল্যান্ডে রাত ১০টার পরে টয়লেটে ফ্লাস করা নিষিদ্ধ
বিদ্রঃ সকল তথ্য ও ছবি ইন্টারনেট থেকে সংগ্রহীত
--------------------------------------------------------
পড়ার জন্য ধন্যবাদ। লবষ্টার আর মিল্কশেক সবার জন্য
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৪
দিমিত্রি বলেছেন: হ্যা। তবে সিংগাপুরে আইন করে নিষিদ্ধ।
ডায়াবেটিক ফ্রেন্ডলি পেপের স্মুদি
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
চাঁদগাজী বলেছেন:
বেশীর ভাগই দরকারী নিয়ম; সময়ের কারণে হিসেবে হয়তো দরকার ছিলো।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৭
দিমিত্রি বলেছেন: হ্যা। তবে সময়ের সাথে তো বদলাতেও হয়
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৯
সচেতনহ্যাপী বলেছেন: ডায়াবেটিকের কারনে মিল্কশেক বা গ্রিল না নিয়েই ঘুরে গেলাম মজার আইনের কথা পড়ে।। ধন্যবাদ।। তবে লিফটে প্রসাব করা বোধহয় সার্বজনীনই নিষিদ্ধ।।