নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানিং নিজেকে খুব স্পেশাল মনে হচ্ছে। সারাজীবন একটা আক্ষেপ বয়ে বেড়িয়েছি, আমাকে কেউ গুরুত্ব দেয় না, পছন্দ করে না!
বুঝতে শেখার পর থেকেই দেখেছি বাবা-মা তাদের পেশাজীবন নিয়েই ব্যাস্ত ছিলেন। বড় ভাইয়ার সাথে বয়সের ব্যাবধান ছিলো, তাই সেও তার বন্ধুদের নিয়ে ব্যাস্ত! আমার দিকে একটু নজর দেবার সময়ই যেন নাই!
ক্লাসে পড়ায় কমজোড় ছিলাম, টিচাররাও আমাকে গুরুত্ব দিতেন না। আমি যেন থেকেও নাই, কারো চোখেই পড়তাম না।
ছোটবেলায় আকিবুকি করতে পছন্দ করতাম, নতুন নতুন ছবি একে যখন সবাইকে দেখাতে চাইতাম, কেউ গুরুত্ব দিতো না। না দেখেই বলতো অনেক সুন্দর হয়েছে!
তবে এখন ভালো লাগছে। কেউ একজন আমাকে গুরুত্ব দিচ্ছে ভাবতেই কেন জানি ভালো লাগে! কথা দিয়েছিলো তিন দিন আমাকে চোখে চোখে রাখবে, দেখেশুনে রাখবে। কিন্তু আজ ২৮ ডিসেম্বর ১৫ দিন হলো, এখনো সে আমাকে চোখে চোখে রাখছে! how lucky i am!
আমার এতো ভালো লাগছে! অনুভুতিটা বোঝাতে পারবো না! ক্রিসমাস গেলো, চোখের আড়াল হয়ে দিলো না, মনে হচ্ছে নতুন বছর আসলেও চোখে চোখেই রাখবে।
তবে আমিও কিন্তু দুষ্টু কম না! পালিয়ে যেতে জানি। তো পালাচ্ছি কিন্তু, তিন দিন পর ফিরে আসবো।
১৫ ই জুন, ২০১৭ রাত ১:১১
দিমিত্রি বলেছেন: ৬ মাস ১২ ঘন্টা চলছে..
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
অরুনি মায়া অনু বলেছেন: আহা এত অভিমান করতে নেই। নিশ্চয় এই দুর্দিন কেটে যাবে। ভোরের সূর্য সোনালি আলোর কিরণ দিবে। আরেকটু ধৈর্য ধরুন। শুভকামনা রইল।
১৫ ই জুন, ২০১৭ রাত ১:১২
দিমিত্রি বলেছেন: এখন আর ভাবি না। ৬ মাসেও যখন করে নাই...
৩| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫০
শায়মা বলেছেন: ভাইয়া ঈদ মুবারাক!
সেইফ হয়েছো ? নাকি এত দিনেও হওনি!
১৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৩
দিমিত্রি বলেছেন: সেফ হয়েছি কিছুদিন হলো। ব্যস্ততার জন্য লিখতে পারছি না
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৪
সচেতনহ্যাপী বলেছেন: আমি ৪ মাস পর প্রথম পাতায় সুযোগ পেয়েছি!! ভাবছেন কেন, লেগে থাকলেই তো কেষ্ট মিলবে।।