নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কমিকস, মুভি, গেমস কিংবা টিভি সিরিজে আমরা এক্সট্রাঅর্ডিনারি কিছু ক্যারেক্টার দেখে থাকি, যাদের বিশেষ বিশেষ কিছু সুপার পাওয়ার থাকে। তারা যদি এই সুপার পাওয়ার কাজে লাগাতেন, তবে ক্রীড়াজগতে বেশ ভালো নাম করতে পারতেন।
১) ডক্টর ব্যানার মানে আমাদের হাল্ক ভাইজান যেই একেকখান লাফ দেন, হাই জাম্পে অংশ নিলে সোনার মেডেলের অভাব হবে না
২) ম্যানুয়েল নয়্যার বা ইকার ক্যাসিয়াস না, স্পাইডারম্যান যদি গোলকিপিং শুরু করেন, তবে গোলকিপার হিসেবে সেই হবে বিশ্বসেরা। মেসি, রোনালদো, রুনি, নেইমার কারোর সাধ্যি নেই গোল দেয়ার!
৩) রিড রিচার্ডস, মানে আমাদের মি. ফ্যান্টাস্টিক যদি বাস্কেটবল খেলা শুরা করেন, তাহলে মাইকেল জর্ডানের রেকর্ড মাটির সাথে মিশিয়ে দিতে পারতেন!
৪) ব্যাটম্যান চাইলে বেশ ভালো বক্সার হতে পারতেন।
৫) ষ্টিভ রজার্স যদি ঐ এক ঢাল নিয়ে পড়ে না থেকে ডিসকাস থ্রোতে মনোযোগ দিতেন, তবে আজ অলিম্পিক জয়ী এ্যাথলেট হিসেবে বেশ নাম কামাতে পারতেন।
৬) ফ্লাশ আর সনিক যদি অযথা দৌড়াদৌড়ি না করে দৌড়ের ময়দানে দৌড়াইতো, তাহলে উসাইন বোল্টকে কি কেউ চিনতো?
৭) টনি ষ্টার্ক হইলো এ বি ডি ভিলিয়ার্স এর মতো। সবক্ষেত্রেই প্রতিভা আছে
৮) মারিও সাহেব কচ্ছপ দেখলে অস্থির হয়ে যান, আর প্রচন্ড লাফালাফি করেন। খামাখা এভাবে না লাফিয়ে তিনি যদি হার্ডলসে ট্রাই নিতেন, তবে অতি সহজেই বিখ্যাত হতে পারতেন।
৯) আমাজন সুন্দরী ওয়ান্ডার ওম্যান চাইলে মার্গারিটা মামুনের মত রিদমিক জিমন্যাষ্ট হতে পারতেন। তা না হয়ে তিনি হয়েছেন দস্যি মেয়ে। সারাক্ষন মারামারি!
১০) সব শেষে সুপারম্যান। কিছু বলার দরকার আছে কি?
১১) হার্লে কুইন যদি জোকারের জন্য পাগল না হয়ে বেজবল খেলতেন, তাহলে লাখো যুবক তার জন্য পাগল হয়ে যেত!
------------------------------------------------------------------
ছবি সূত্রঃ flyingmouse365 (ইন্সটাগ্রাম)
বিদ্রঃ
আমি সেফ র্যাংক পেয়েছি কিছুদিন হলো। ব্যাক্তিগত ব্যস্ততার কারনে পোষ্ট দিতে পারি নি। কষ্ট করে পোষ্ট পড়ার জন্য ধন্যবাদ। নিন কাপুচিনো খান।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭
দিমিত্রি বলেছেন: ধন্যবাদ ভাই
২| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৬
সুমন কর বলেছেন: পোস্ট দেখে ও পড়ে মজা পেলাম। +।
সেফ র্যাংক পেয়েছেন -- অভিনন্দন !!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭
দিমিত্রি বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১| ১৮ ই জুলাই, ২০১৭ ভোর ৪:২৩
রিফাত হোসেন বলেছেন: + মজা পেলাম