![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল সন্ধ্যায় হঠাৎ করেই আম্মু ডাকলেন ---
আম্মু : সুমন, এখানে আস। কথা আছে।
কথাটা শুইনাই কইলজা ধক কইরা উঠল। আম্মু সাধারণত খুব দরকারি কোন কারণ ছাড়া আমাকে এভাবে ডাকেন না। বুঝলাম কিয়ামতের আলামত। কপালে দুঃখ আছে। রুমে ঢুকলাম।
আম্মু বলল, বস। দাড়িয়ে আছ কেন?
আমি বললাম, না আম্মু অসুবিধা নাই। কি বলবা বল।
বসতে বলছি বস।
বসলাম।
আম্মুর সুনামি ঝড় শুরু হইল, সারারাত তোমার রুমে লাইট জ্বলে। সারারাতই স্পিকারে টুংটাং কি সব শব্দ পাই। কি কর সারারাত? সারারাত এভাবে জাগো, আবার সকালে উঠে অফিসে যাও। আমিতো কিছু বুঝলাম না!!
কথাটা শুইনাই বুক ধড়ফড়ানি স্টার্ট দিল, কইলজার সব পানি শুকায়া গেল। বুঝলাম, বাবা সুমন আইজকা তোর খবর আছে।
আমি তাড়াতাড়ি ঢোক গিলে বললাম, কই! আরে নাহ সারারাত কই জাগি, এই ধর ২টা বেশি হলে ৩টা, তারপর ঘুম পাড়ানি গান দিয়া ঘুমায়া পড়ি। :-<
ঘুম পাড়ানি গান !? ঐ ফাজলামি কর!!! এত রাত পর্যন্ত করটা কি?
আমি ভয়ে ভয়ে বললাম, এই একটু স্টাডি করি। আর PC-তে টুকটাক কিছু কাজ করি আর কি। আর কিছু করি নাতো।
ফেসবুক ব্যাবহার কর?
এইবার আমার মাথা ঘুরান্টি দেয়া স্টার্ট দিল । কইলজাটা আবার ধক কইরা উঠল।
বললাম, ফেসবুক? আরে নাহ । সারারাত কি আর ফেসবুকে থাকা যায় ?! মাথা খারাপ ! আমিতো মাঝে মাঝে এই একটু স্ট্যাটাস, নোটিফিকেশন চেক করি আর কি।
আম্মু বলল, এগুলা আবার কি?
- সেগুলা তুমি বুঝবা না । তার জন্য ফেসবুক ইউজার হতে হবে ।
- শুনলাম আজকাল নাকি ছেলে-মেয়েরা ফেসবুকে প্রেম করে । এটা আবার
কেমন কথা? তা তুমি কয়টা কর ?
আমি বললাম, প্রেম ! তাও আবার কয়টা কি কও? কই নাতো । আমি প্রেম করিনা । সত্যি করিনা, ফেসবুকেও করি না ।
- দেখ সুমন, তোমাকে নিয়া সবার অনেক প্রত্যাশা । যে আমরা নিজে পছন্দ করে তোমার জন্য বউ আনব । তাই এই সব প্রেম-ট্রেমের চিন্তা বাদ দাও । ক্যারিয়ার ফোকাসড হও। আর আজকালকার মেয়েগুলাও জানি কেমন, ভাল established ছেলে দেখলেই ঝাপায়া পড়বে । প্রেম করতে চাইবে । বয়ফ্রেন্ড নিয়া ঘুরাঘুরি করবে । এই সব মেয়ে থেকে দূরে থাক ।
( আমি মনে মনে কইলাম, হেহেহেহ কি কয়! মেয়েরা কই আমার উপর ঝাপায়া পড়ল, আমিতো ঝাপাঝাপি করতে দেখি না, বরং উলটা আমি নিজেই না ... )
আম্মু আবারও বলল, সত্যি করে বলতো তুমি কয়টা প্রেম কর ।
আমিঃ
কি বল । আমি একটাও প্রেম করিনা আম্মু । বিশ্বাস কর । আমি সেই ছোট বেলা থেকে এত্তগুলা ভাল ছেলে ।
আম্মুঃ আবার দুষ্টামি ! শুন তুমি আমার মা নাকি আমি তোমার মা ? তোমাকে আমি চিনিনা । ছোটবেলা থেকেই জেদি আর একরোখা, ছোট বেলা থেকেই খাঁড়া চুল । পুরাই জেদি । আর খাঁড়া চুলের ছেলেদের আজকালকার ফাযিল মেয়েগুলা বেশি পছন্দ করে, প্রেমের প্রস্তাব দেয় ।
আমিঃ খাঁড়া চুল আমার? কই?
আম্মুঃ আগে ছিল খাঁড়া এখন লম্বা চুল রাখ তাই বুঝা যায় না ।
আমিঃ ঠিক বলসো । ছোটবেলায় খাঁড়া ছিল এখন নাই । এখন চুল লম্বা করে শোয়া বাবা বানায়া রাখি । এখন আমার চুল আর খাঁড়া বাবা না এখন শোয়া বাবা । তোমার থিউরি ঠিকই আছে, ছোটবেলায় খাঁড়া ছিল তখন প্রেম করতাম। এখন আর খাঁড়া চুল নাই, এখন আর প্রেম করিনা । আম্মু, তোমার ফিলসফি আসলেই চমৎকার । ছোট বেলায় সত্যি আমার একটা গার্লফ্রেন্ড ছিল, এখন নাই
(দ্বীন মুহাম্মদ সুমন -- ১৫ নভেম্বর, ২০১৪)
আমার ফেসবুক প্রোফাইল : https://www.facebook.com/dinmuhammadsumon
১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫
দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৫
অপূর্ণ রায়হান বলেছেন: কাল্পনিক কথোপকথন ভালোই লাগলো সকাল সকাল ।
শুভ সকাল