![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক হিসেবে জীবনের প্রথম ইনকাম পেলাম ... বেশ খুশি লাগছে আজ ... গত বছরের ডিসেম্বরে আমি একটা ফেসবুক পোস্ট করেছিলাম ... লিখাটা ছিল কিছু মানুষের ফেসবুক ব্যবহার নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি ও সেই সাথে বর্তমান প্রজন্মের বিপথগামীতার উপর ... কি মনে করে যেন আমি সেটা SomeWhereInBlog-এ ও পোস্ট করে দেই ...
.
সামু কর্তৃপক্ষের পোস্টটি অনেক ভাল লাগে ... তারা সেটাকে স্টিকি করে, এছাড়া ২০১৪ ব্লগ ডে - এর অন্যতম সেরা বাংলা লেখা হিসেবে নির্বাচিত হয় আমার সেই লেখা ... সেই সাথে আমার কাছে অনুমতি চাওয়া হয়, আমি যদি তাদের অনুমতি দেই তবে তারা এটাকে পত্রিকায় ছাপাতে চায় ...
.
SomeWhereInBlog থেকে “জানা” ম্যাডাম নিজে আমাকে পারসোনালি ফোন দেন … আমার লেখার অনেক প্রশংসা করেন … আমি খুবই অবাক প্লাস খুশি হয়েছিলাম যে এতই কি ভাল লিখেছি ...
.
গত বিজয় দিবসে লিখাটি “দৈনিক ইত্তেফাকে” প্রকাশিত হয় ... অনেকেই বলে যে, সব ছেড়ে “দৈনিক ইত্তেফাক”-ই কেন ... আসলে যারা প্রফেশনাল লেখক তারা তাদের লিখা গুলো নিজের পছন্দের বিভিন্ন পত্রিকায় জমা দেয় ... ভাল লাগলে সম্পাদক তা ছাপিয়ে দেন ... তাছাড়া “দৈনিক ইত্তেফাক” বাংলাদেশের সবচেয়ে পুরোনো দৈনিক গুলোর একটি ...
.
আর আমিতো প্রফেশনাল লেখক নই ... আমি লেখা লেখির অ আ ও জানি না ... পেশায় আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ওয়েব সাইট ডেভেলপার ... আর আমার লেখা নিয়ে আমি কখনওই কারও সাথে যোগাযোগ করিনি ... আমার সাথেই উলটা যোগাযোগ করা হয় সামু থেকে ...
.
মাঝে কেউ ফাযলামি করে আমার সেল নম্বর ফেসবুকের বারবিকিউ নামের একটা রেস্টুরেন্টের পেইজে শেয়ার দেবার পর ... সারাদিন বার্গার, চিকেন, রাইস, ফালুদা এগুলোর প্রাইস ইনকোয়ারি বা টেবিল বুকিং নিয়ে ফোন আসত ... "ভাই ডাবল লেয়ার বিফ বার্গার কত?" ... "ভাই ফালুদা কি হোম ডেলিভারি দেয়া যাবে?" ... "আমার বয় ফ্রেন্ডের জন্ম দিন টেবিল বুকিং দেব"
... তাই বাধ্য হয়ে সেল নম্বর চেঞ্জ করি … এজন্যই পেমেন্ট পেতে এত লেট হল …
.
আজ পেমেন্ট পেলাম … এমাউন্ট হিসেবে তা অতি নগণ্য হলেও লেখা লেখি করে টাকা ইনকাম করব তা আমার ভাবনারও অতীত … আর যেহেতু প্রফেশনাল লেখক নই ... তাই লেখক সম্মানী নিয়ে আমার কোন অভিজ্ঞতা নেই ... কিনতু সম্মানীর পরিমাণ দেখে সত্যি ভাল লেগেছে … আর এটাও অনুধাবন করতে পেরেছি যে, দেশে লেখকদের আয় খারাপ না … দেশে এখনও লেখা লেখিকে প্রফেশনালি নেবার সুযোগ আছে … যথেষ্ট সুযোগ আছে ...
.
আর আমার কাছ থেকে যখন লেখাটির কপি রাইট অনুমতি চাওয়া হয় ... আমি ভাবিও নাই যে আমাকে এর জন্য সম্মানীও দেয়া হবে … আমি ভাবসিলাম, ছাপা হলে মন্দ কি … মানুষ যদি পড়ে সতর্ক হয় তবেই লিখাটি সার্থক …
.
পেমেন্ট পাবার পুরো ক্রেডিট SomeWhereInBlog এর জাদিদ ভাইয়ের … “জানা” ম্যাডাম ও “জাদিদ” ভাই এত বড় একটা ব্লগ নিয়ে ব্যস্ত থাকেন … তারপরেও উনারা আমার পেমেন্ট পাওয়া নিয়ে সতর্ক ছিলেন … যেখানে কি না আমি জানতামই না যে, আমার নামে একটা পেমেন্ট বিল তৈরি হয়ে আছে আর আমার সেল নম্বর পরিবর্তন হওয়ায় উনারা আমার সাথে কন্টাক্ট করতে পারছিলেন না …
.
স্পেশ্যালি “জাদিদ” ভাই নিজে আমাকে কয়েকবার ফোন দিয়ে খোঁজ নেন যে, পত্রিকা অফিস থেকে আমাকে পেমেন্ট-টা দেয়া হয়েছে কিনা … সবচেয়ে বড় কথা দৈনিক লাখ লাখ ভিজিটরের এত বড় একটা ব্লগ নিয়ে শত ব্যস্ততার মাঝেও ব্যক্তিগত ভাবে ফোন দিয়ে খোঁজ নেবার আন্তরিকতাটাই আমাকে মুগ্ধ করেছে সবচেয়ে বেশি …
"SomeWhereInBlog" কর্তৃপক্ষ, “জাদিদ ভাই” ও “জানা ম্যাডাম” আপনাদের সবাইকে ধন্যবাদ ...
.
বিঃদ্রঃ এটা আমার সেই পোস্টের FB লিঙ্ক … https://goo.gl/Zk85RP
০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: জ্বি ধন্যবাদ ... আর একটি কথা লেখালেখি আমার পেশা নয় তাই অবশ্যই টাকা উপার্জনের জন্য লিখব না ...
২| ০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১২
অঝোরে কষ্ট বলেছেন: অভিনন্দন
০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৩| ০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১২
কাঠ পাতা বলেছেন: অভিনন্দন অাপনাকে। অারো লিখুন অার ভালো ভালো লেখা আমাদেরকে উপহার দি।
০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৪| ০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
শিরোনামহীনভক্ত দিহান বলেছেন: অভিনন্দন
০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৫| ০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
হাসান মাহবুব বলেছেন: অভিনন্দন। লেখালেখি থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ যাই হোক না কেন, এটার আনন্দ অন্যরকম। লিখতে থাকুন। একসময় আপনিও প্রফেশনাল রাইটার বনে যেতে পারেন।
শুভকামনা।
০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: অবশ্যই অনুভূতি অন্যরকম ... তবে লেখালেখি আমার পেশা নয় তাই অবশ্যই টাকা উপার্জনের জন্য কখনওই লিখব না ...
৬| ০১ লা জুলাই, ২০১৫ রাত ৮:৪৭
মশিকুর বলেছেন:
আপনার লেখাটা পড়লাম ফেসবুক থেকে। লেখাটার বিষয়বস্তু চমৎকার এবং খুবই আবেগঘন। এই লেখাটা প্রতিটা পত্রিকায় সাতদিন অন্তর অন্তর ছাপানো দরকার।
আমারও কেন যেন মনেহয় আমরা ইন্টারনেট ঠিক কাজে কিংবা ঠিক উপায়ে ব্যবহার করছি না, যেমনটা আসলে করা উচিৎ। আমরা ইন্টারনেট ব্যাবহার করার জন্য যথেষ্ট শিক্ষিত, কিন্তু যতক্ষণ পর্যন্ত মানসিকতার পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত কিছুই হবে না। সবকিছুর জন্যই যোগ্যতার প্রয়োজন হয়; সুস্থ মানসিকতাই আসলে ইন্টারনেট ব্যাবহারের যোগ্যতা।
ব্লগের প্রতি 'কাল্পনিক ভালবাসা'র ভালবাসা কিন্তু মোটেই কাল্পনিক নয়
ভাল থাকুন
০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:৩৭
দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: অনেক সুন্দর মন্তব্য আর সেই সাথে সময় নিয়ে আমার পোস্ট পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
৭| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১২:৫৮
সুমন কর বলেছেন: অভিনন্দন রইলো।
০২ রা জুলাই, ২০১৫ রাত ১:০১
দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই
৮| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৩
ডি এইচ খান বলেছেন: অভিনন্দন ভাই।
০২ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: ধন্যবাদ ভাই
৯| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অভিনন্দন !
১০| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ইত্তেফাকের লেখার লিংকটা দেয়া যায়?
১১| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ২:০৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: মশিকুর বলেছেন:
আপনার লেখাটা পড়লাম ফেসবুক থেকে। লেখাটার বিষয়বস্তু চমৎকার এবং খুবই আবেগঘন। এই লেখাটা প্রতিটা পত্রিকায় সাতদিন অন্তর অন্তর ছাপানো দরকার। একশতভাগ শহমত। ++++
চমৎকার লেখাটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আর সামু টীম, বিশেষ করে জানা আপু এবং কা_ভা ওরফে জাদিদ ভাইকে আন্তরিক কৃতজ্ঞতা ব্লগারদের জন্য এমন একটি সুযোগ করে দেয়ার জন্য। দুতিন দিন আগে মৃদুল শ্রাবণের একই বিষয়ে পোস্ট, আজকে আপনার এই পোস্ট বলে দিচ্ছে সামু ব্লগে থেকে আগত ভবিষ্যতে অনেক প্রতিষ্ঠিত লেখক বের হয়ে আসবে।
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল। হ্যাপী ব্লগিং টু অল।
১২| ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিখাটাও ছিল অসাধারণ ।
১৩| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:২২
আরণ্যক রাখাল বলেছেন: লেখাটা পড়িনি| আপনাকে অভিনন্দন| মাঝে মাঝে ভাবি লেখাকেই প্রফেসন করব| কিন্তু নিজের হাতের উপর ভরসা পাই না
১৪| ০৩ রা জুলাই, ২০১৫ ভোর ৪:৪২
সচেতনহ্যাপী বলেছেন: ভাল লেখার সন্মানই এটা।। যদিও লেখাটি পড়ি নি,।তবুও আমি ধন্য এই কারনে যে,আমারই একজন এই সন্মানে ধন্য।।
১৫| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ৭:১০
মেরাজ চৌধুরী বলেছেন: সফলতা , অনুপ্রেরনা , আরও সচেতন .,আরও ভালো লেখা । অভিনন্দন আর অপেক্ষায়
১৬| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৫
তৌফিক মাসুদ বলেছেন: শুভকামনা আপনার জন্য।
১৭| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ৩:৫২
কম্পমান বলেছেন: আমাদের আসল লেভেলটা তাদের দেখায়া দে তোরা। খুব ভাল লাগত যদি আপনার এই কথাটা সত্যি বাস্তব এ হত।। কিন্তু আমাদের এই দেশে তা কি সম্ভব?? শুভকামনা রইল আপনার জন্য। আপনার কথা যেন সত্যি হয়............ সেই আশা রাখি।
১৮| ০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১১:৩১
তামান্না তাবাসসুম বলেছেন: অভিনন্দন আমাদের আরো ভালো লিখা উপহার দিন এই কামনায়
somewhereinblog এর মনিটরিং সিস্টেম বরাবরি প্রশংসা করার মত।
১৯| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১:১৮
কাফি বিডি বলেছেন: ভাইয়া, কত পাইলেন?
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৬
ঢাকাবাসী বলেছেন: আপনাকে অভিনন্দন, আরো লিখুন আর টাকা উপার্জন করুন।