| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গভর্ণর
যেখানে শুনেছি শান্তি ছুটে গিয়ে দেখি সবই ছিল ভ্রান্তি চোখের পাতা জুড়ে আজ তাই সমুদ্রসম ক্লান্তি....
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেসন নির্বাচনে জয়লাভ করতে মরিয়া আওয়ামীলিগ। আর এ জন্য বেছে নিয়েছে তাদের পুরানা কুটকৌশল। তারা একজন প্রার্থীকে সমর্থন দিয়েছে আর তাদেরই আরেকজনকে খাড়া করেছে বিদ্রোহী প্রাথী হিসাবে। আজ আবার তাদের মুখপাত্র প্রথম আলো বিদ্রোহী প্রার্থীর গুনগান গেয়ে বিশাল বিরহগাথা রচনা করেছে। বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর নাকি আওয়ামিলীগের ভয়ে বাড়ি ছাড়া! তাদের বিরোধিতাকারীদের ভোটও কব্জা করতে মরিয়া আওয়ামীলিগ। ভোটে জিতলে এই জাহাঙ্গীরও আওয়ামিলিগে যোগ দিবে সন্দেহ নাই। এখানে নারায়নগঞ্জ থিওরি আবার প্রয়োগ করতে চাচ্ছে আওয়ামিলিগ। ভোটাররা সাবধান!
২|
২২ শে জুন, ২০১৩ দুপুর ২:১০
গভর্ণর বলেছেন: আমনের এতো চুলকায় কেন মিয়া ভাই? আপনার মত মেশিনলেস মেশিনম্যানরাই তো চান্দে আজে বাজে জিনিস দেখে। আমনে কি বালের চিয়ার্স বয়?
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৩ সকাল ৮:৫৭
নিষ্কর্মা বলেছেন: নির্বাচনের সময় ছাত্রী সংস্থার চিয়ার্স গার্লরা (চান্দে গায়ে মুখ দেখা যাওয়া মেশিনম্যানের কনভারসেশন অন্যযায়ী) পবিত্র কোর'আন বুকে চেপে ধরে বাড়ী বাড়ী গিয়ে ভোট চাওয়া হালাল কাজ। এ কাজ ধর্মকে কূট-কৌশলে ব্যবহার হিসাবে দেখা হবে না।
আল্লাহকে ভয় করুন, আম্লিগকে না। পরকালের ভয় করুন, হাসিনাকে না।